You are here
Home > Don't Miss > ভাইরাল > Sonu Sood: The Real Hero | পরিযায়ী শ্রমিকদের পাশে সোনু সুদ

Sonu Sood: The Real Hero | পরিযায়ী শ্রমিকদের পাশে সোনু সুদ

Sonu Sood সোনু সুদ

করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল, বিপর্যস্ত মানুষদের পাশে সহযোগিতায় গোটা দেশ। এমনকি করোনা প্রতিরোধে সাহায্যকারী পুলিশকর্মী , স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন বহু তারকারাও। সম্প্রতি বলিউডের এক বিশিষ্ট অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ও বিশেষ সহযোগিতার হাত বাড়িয়েছেন।

একদিকে সারা দেশ জুড়ে লকডাউনে জর্জরিত মানুষ অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত পরিযায়ী শ্রমিকরাও বাড়ি ফেরার প্রাণপণ চেষ্টায়। কোথাও অভুক্ত অবস্থায় বাসে, ট্রেনে আসতে গিয়ে বা দীর্ঘপথ পায়ে হেঁটে অসুস্থ হয়ে , কোথাও রেললাইন ধরে আসতে গিয়ে প্রাণ ও হারাচ্ছে। এই ঘোর সংকটজনক পরিস্থিতিতে এইসব দুর্দশাগ্রস্থ পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ(Sonu Sood)। বলিউডের এই হিরো বাস্তবেও হিরো হয়ে বিপুল সহযোগিতায় অসহায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে :

  • লকডাউনে ভুক্তভোগী মানুষদের সহযোগিতা
  • স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ উদ্যোগ
  • পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ উদ্যোগ
  • ৩৫০ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরালেন।
  • অভুক্ত শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • একটি টোল ফ্রি নম্বর চালু করেন – শ্রমিকদের উদ্দেশ্যে

বলিউডের খলনায়ক সোনু সুদ(Sonu Sood) কিভাবে বাস্তব জীবনে প্রকৃত হিরোর ভূমিকা নিয়েছেন আসুন দেখে নেওয়া যাক –

লকডাউনে ভুক্তভোগী মানুষদের সহযোগিতা:

লকডাউনের কবলে গৃহবন্দি, স্তব্ধ কর্মজীবনে আটক মানুষ, অর্থনৈতিক সংকটে জর্জরিত। দীর্ঘদিন লকডাউনের কারণে অত্যাবশকীয় জিনিসের অভাব দেখা দিয়েছে সাধারণ জনজীবনে। এরকমই প্রায় ৪৫ হাজারের কাছাকাছি দুঃস্থ মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন সোনু সুদ(Sonu Sood)।

স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ উদ্যোগ:

সোনু সুদ(Sonu Sood) মুম্বইয়ে নিজের হোটেল জুহু তে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এবং পাঞ্জাবে ডাক্তারদের ১৫০০ পিপই কিট দিয়েছেন।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ উদ্যোগ:

মুম্বইয়ে আটকে থাকা ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন তিনি। যথা –

নিজে দাঁড়িয়ে থেকেই একাধিক বাসের অ্যারেঞ্জ করেন তিনি। মহারাষ্ট্র থেকে কর্ণাটক এবং মহারাষ্ট্র থেকে উওরপ্রদেশ শ্রমিকদের পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়া ও উল্লেখযোগ্য –

১. ৩৫০ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরালেন:

মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ১০ টি বাস বুক করে ৩৫০ পরিযায়ী শ্রমিকদের মহারাষ্ট্র থেকে পাঞ্জাবে নিজেদের ঘরে ফেরালেন সোনু সুদ(Sonu Sood)। এমনকি বাস টার্মিনালে এসে পৌঁছান শ্রমিকদের বিদায় জানাতে।

২. অভুক্ত শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা:

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সাথে সাথেই তাদের খাবারের ও ব্যবস্থা করেন তিনি।

৩. একটি টোল ফ্রি নম্বর চালু করেন – শ্রমিকদের উদ্দেশ্যে:

তিনি একটি টোল ফ্রি নম্বর চালু করেন যেখানে শ্রমিকরা সরাসরি ম্যাসেজ করতে পারে তাঁকে এবং যাতে তিনি সাহায্য করতে পারেন।
টোল ফ্রি নম্বরটি শেয়ার হতেই অসংখ্য ফোন আর ম্যাসেজে ইনবক্স ভরে ওঠায় তিনি নিজেই জানান –

আপকে সন্দেশ হমেঁ ইস রফতার সে মিল রহেঁ হেঁ। মেঁ ওর মেরি টিম পুরি কোসিস কর রহেঁ হেঁ। হর কিসি কো মদদ পঁহুছে! লেকিন আগর ইস মে হম কুছ ম্যাসজ মিস কর দেঁ, উসকে লিয়ে মুঝে ক্ষমা কিজিয়েগা।

সোনু সুদ(Sonu Sood)

তার এমন সহযোগীমূলক কাজে বলিউডের তারকা থেকে ক্রীড়াতারকা সনিয়া মির্জা এমনকি সাইনা নেহওয়াল ও প্রশংসা করেছেন।

টুইটারে এক ব্যক্তি টুইট করে সোনু সুদ(Sonu Sood) – কে জানান –

স্যার হাম লোগ আচ্ছে সে নিকল চুকে হে আপ বেফিকর রহে মে আপকো আপডেট করতা রহুগা লাভ ভাইয়া

সোনু সুদ(Sonu Sood) – এর এমন উদ্যোগমূলক কাজে ‘শক্তিমান’, সুপারহিরো নামে ও পরিচিত হন। কোনো কোনো শিল্পী তাঁর প্রশংসায় শক্তিমানরুপী পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ছবি এঁকেছেন এবং তাঁকে টুইট করেন যা সোনু সুদ(Sonu Sood) তার ফেসবুক পেজে পোস্ট করেছেন।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিশেষ উদ্যোগের জন্য সম্প্রতি তাঁর ফ্যান তাঁকে নিয়ে বালির ভাস্কর্যে ছবি এঁকেছেন এবং ‘রিয়েল হিরো’ নামে সোনু সুদ(Sonu Sood) কে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন – করোনা, আমফান ও পরিযায়ী শ্রমিক – তিনটি ইমার্জেন্সি বিষয়ে উদ্যোগী মুখ্যমন্ত্রী

ইন্টারনেট তথ্য সংগৃহীত।

Leave a Reply

Top
error: Content is protected !!