You are here
Home > Don't Miss > বিনোদন > শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছবি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছবি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছবি

সকালের ক্লান্ত আভায় ভেসে রাতের অন্ধকারে শান্তি খুঁজে পাই। সূর্যের আলোয় আলোকিত হয়ে চাঁদ মামার সঙ্গে সময় কাটাই। রাত্রি নামলে আমদের মনে অন্যরকম আবেগ মাখা ভালোবাসা নেমে আসে সারা শরীরে। শরীরের সব ক্লান্তি মুছে গিয়ে শান্তিতে পরিণত হয়। আমাদের এই ব্যস্ততম জীবনে রাত্রিই হলো এমন একটা বিশেষ এবং শান্তি বা আরাম পূর্ণ সময় যখন আমরা কিছু নতুন লক্ষ্য ও আশা নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনায় লিপ্ত হই।

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা একটা মানুষের মুহূর্ত পরিবর্তন করে দিতে পারে। দৈনন্দিন জীবনে কখনও কখনও আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে সময় কাটাতে ভুলেই যায়। তবে রাত্রি হল এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে একটু সময় কাটাতে পারি। কিন্তু আমাদের জীবনে এমন অনেক প্রিয় মানুষ আছে যারা আমাদের থেকে দূড়ে থাকে। তাদের আমরা মোবাইলের মাধ্যমে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা কামনা করতে পারি।

সারাদিন ক্লান্তির পর ঘুমের দেশে পাড়ি দেওয়ার আগে যদি মোবাইলে একটা সুন্দর গুড নাইট কামনা ঢুকলে প্রিয়জনের কাছ থেকে, সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে মুছে যায়। ঠিক সেরকমই আপনিও যদি আপনার প্রিয়জনকে ঘুমনোর আগে শুভ রাত্রি শুভেচ্ছা জানান তাদেরও ক্লান্তি নিরাময় হয়।

আজ শুভ রাত্রি:

রাত্রি হলো প্রত্যেক মানুষের একটি শান্তির আবেশ। যার কাছে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। সারাদিনের ব্যস্ততাকে বিদায় জানিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে সময় দিতে পারে।

নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি
ওই জোনাকী পোকার সাথে।
দেখছি আমি ওই আকাশের চাঁদ,
কাটছে আমার ক্লান্তি ভরা রাত।
শুভ রাত্রি

রাত্রি মানেই নিস্তব্ধতা বিরাজ করে।সেই নিরব সময় চাঁদের আলোয় ভরে ওঠে পুরো জায়গা। যেখানে শুধুই ঝিঁঝিঁ পোকার ডাক আর জোনাকির সাথে জেগে থাকতে বড় ভালো লাগে। মনে হয় পৃথিবীর সব সুখ এই রাতেই নিবিদ্ধ। যেখানে নেই কোনো কষ্ট-দুঃখ আছে শুধু শান্তি আর আবেগ মাখা ভালবাসার ঘুম জড়ানো গান।

তোমার সব চাওয়া পূরণ হোক
তোমার সব স্বপ্ন সত্যি হোক
এই চাওয়া পাওয়ার খেলায়
তুমি প্রথম হও
শুভ রাত্রি

জীবনে চলার পথে অনেক চড়াই উৎরাই আসবে। অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে নিজেকে শক্ত করে তরোয়াল বানাতে হবে। যাই পরিস্থিতি আসুক না কেন নিজেকে সেই পরিস্হিতি থেকে বের করে এগিয়ে যেতে হবে। অনেক বড় মানুষ হতে হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে।

শুভ রাত্রি রোমান্টিক মেসেজ:

সকালের চাঞ্চল্যকর পরিবেশ থেকে নিজেকে মুক্ত করে রাত্রির হাত ধরে বাড়ি ফেরার অপেক্ষায় অপেক্ষারত একজন ব্যক্তির প্রিয় মানুষের কাছ থেকে যদি একটা সুন্দর শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা কামনা পায় তার সব ক্লান্তি নিরাময় হয় যায়।

“দিনকে যখন সবাই ভালোবাসে,
রাত্রি আমি থাকবো তোমার পাশে।
নিজের ঘরে নিভিয়ে বাতি,
রাত্রি আমি থাকবো তোমার সাথি।”
শুভ রাত্রি

পটা (মরুদ্যান)

আমরা সবাই গান শুনতে ভালোবাসি। আর পটার গান শুনতে কর না ভালো লাগে। মরুদ্যানের প্রত্যেকটা গান ভারী সুন্দর এবং প্রিয়।এই ভাবে নিজের কাছের মানুষকে শুভ রাত্রি বলা হয় তাহলে রাত্রিটা আরো মধুময় হয়ে যায়। আমরা দিনের শেষে রত্রিকেই কাছে পেতে চাই। নিজের কাছের মানুষকে আরো কাছে নিয়ে সুন্দর রাত্রিকে আলিঙ্গন করে সকালের অপেক্ষা করি।

দুটো মনের মিলন
একটাই স্বপ্ন
যখন তুমি আর আমি
লিপ্ত এবং মগ্ন।।
শুভ রাত্রি

পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালোবাসায় লিপ্ত। ভালোবাসা ছাড়া আর কিছু সুন্দর জিনিস হয় না। আর নিজের পছন্দের মানুষ হলে তো জীবন আরো সুন্দর এবং রঙিন হয়ে ওঠে। শুধু একটাই কথা জানি হে প্রিয় তুমি শুধু আমার। আমার কাছে তুমিটা খুবই গুরত্বপূর্ণ যাকে ছাড়া আমি অন্ধ। ফনি হারা মনির মত। আমার দিনের শুরু থেকে রাতের শেষ সবটাই তুমিতে ঘেরা। তোমায় ছাড়া আমি অচল। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তুমি আমার এবং মৃত্যুর পরেও তুমি আমারই থাকবে।

শীতের শুভ রাত্রি:

শীতের রাত মানেই নিস্তব্ধতা। কুয়াশায় ঢাকা শহর। ঠোঁটে গরম চায়ের চুমুক আর গল্পের বই পড়া। নাহলে সবাই মিলে একসাথে বসে আড্ডা মারা। অ্যাডভেঞ্চার, থ্রিলার, ভূতের গল্প শোনা। পুরো ব্যাপারটাই রোমাঞ্চকর। যার অনুভূতি বোঝানো অসম্ভব।

হালকা হালকা শীতের রাতে
লেপের মুড়ি তোমার সাথে
শুভ রাত্রি

শীত হলো প্রত্যেক মানুষের খুব প্রিয় একটা ঋতু। সুর্যের আলোতে মেতে ওঠে সারা সকাল ঠিক তেমনই রাত্রি নামে কনকনে ঠান্ডায়। সারাদিনের ব্যস্ত চাদরে ঢেকে থাকা আমরা রাতের শেষে লেপ মুড়ি দিয়ে শান্তির ঘুম দিতে খুবই ভালো লাগে।

থাকবে তুমি হৃদয় জুড়ে
আসবে তুমি শীতের এক কোন রোদ ঝলমলে সকালে
অথবা কনকনে কোন শীতের অন্ধকারে।
শুভ রাত্রি

নিজের প্রিয়জনদের সাথে আড্ডায় মেতে রাত্রির অপেক্ষা করতে ভালই লাগে আবার সেটা যদি শীতকাল হয়। শীতের রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে একটা অন্যরকম মজা হয়। কিছু কিছু মানুষ আছেন যারা নিজের মনের কথা বলতে দ্বিধা বোধ করেন। তারা তাদের মনের কথা একটি সুন্দর শুভ রাত্রি কামনার সাহায্যে খুব সহজেই বলে দিতে পারেন।

শীতের ছোয়া লাগল গায়,
বহিছে ঠান্ডা হাওয়া…
রাত্রি ভরা রাস্তার ধারে,
একাই পথ চলা।
শুভ রাত্রি

শীতের কনকনে ঠান্ডায় একা সময় কাটাতে ভালোই লাগে। নিজের সাথে নিজের একান্তে কথা বলা অন্যরকম অনুভূতি হয়। শীতকালে রাত্রিটাও অন্যরকম নিজের ছবি অঙ্কন করে যা দেখলে ভয় ভালো লাগা সবই একসাথে শরীরের মধ্যে জড়িয়ে পড়ে।

শীত বাড়ছে,লেপ কম্বল মুড়ি দিয়ে
তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো
ঠান্ডা লাগিয় না
সুস্থ থাকো ভালো থাকো
শুভ রাত্রি

শীত মানেই কনকনে ঠান্ডা হাওয়া ভবনের চারিদিকে প্রবাহিত হওয়া। শীত মানেই ঠান্ডা লাগার ধাত। সবচেয়ে ভালো জিনিস গরম গরম খাবার খেয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়া। পৃথিবীর সর্বসুখ যার বিস্তারিত আলোচনা করা অসম্ভব। কিন্তু এটাও ঠিক যাদের ঠান্ডা লাগার ব্যারাম আছে তারা বেশি শীতে না বেরোলেই ভালো। সুস্থ থাকুন ভালো থাকুন।

আরও পড়ুন: ১৫+ বাছাই করা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

শুভ রাত্রি সোমবার:

আজ সোমবার, রবিবারের অলস মেজাজ ফেলে দিয়ে ব্যস্ততার নিয়মে প্রবেশ করা। নিজেকে যান্ত্রিকে পরিবর্তন করা। সারাদিনের ব্যস্ত সময় থেকে নিজেকে মুক্ত করে বাড়ি ফেরার অদম্য ইচ্ছা প্রকাশিত হয়।

বিদায় সোমবার
মিষ্টি মিষ্টি স্বপ্নে ভরে উঠুক
তোমার আজকের রাতটা
শুভ রাত্রি

ব্যস্ত চাদরে ঢাকা থাকে সোমবারের শহর। বাড়ি ফেরার ব্যস্ততা। কর্মক্ষেত্রে কাজের প্রচন্ড চাপ।সব মিলিয়ে একটা ঝড় সৃষ্টি হয়। বাড়ি ফিরে এসেই খিটখিটে মনোভাব,ক্লান্ত শরীর সেই সময় যদি সেই ব্যক্তিটাকে মোবাইলের মধ্য দিয়ে একটা শুভ রাত্রি মেসেজ বলা যায় তাহলে তার সব ক্লান্তি কেটে যায়।তার ঘুম এবং স্বপ্ন ভালো হয়ে যাবে।

শুভ রাত্রি মঙ্গলবার :

মঙ্গলবার সোমবারের চেয়ে ভাল, কারণ সপ্তাহটি তার সাথে শুরু হয় না, তবে সোমবার দিয়ে। সুতরাং মঙ্গলবারকে সপ্তাহের দ্বিতীয় দিন বলা হয়।প্রতি মঙ্গলবার আমাদের কাছে উদ্দীপনা হয়।মেজাজ সবসময় দিনের উপর নির্ভর করে না। প্রতিদিন খারাপ কিছু ঘটতে পারে বা আবহাওয়ার কারণে আপনি খারাপ মেজাজে রয়েছেন। যে কোনও কিছু ঘটতে পারে।সুস্থ থাকুন ভালো থাকুন।

কি গো ,
এখন বিদায় নিলাম
কাল দেখা হবে…
শুভ রাত্রি

সপ্তাহের দ্বিতীয় দিনের শেষে সব ক্লান্তির অবসান ঘটিয়ে অবশেষে বাড়ি ফেরা। অফিস, আদালত, বিদ্যালয়, কলেজ তারা নিস্তব্ধ হয় রাত নামলে।দিনের শেষে ক্লান্ত শরীরকে টেনে নিয়ে এসে বাড়ি ফেরা। যদি আমরা সেই ক্লান্ত ব্যক্তিটাকে একটা মেসেজের মাধ্যমে শুভ রাত্রি কামনা করি তাহলে তার সব ক্লান্তি মিলিয়ে যায়। রাত্রিটা ভালো কাটুক। সুস্থ থাকুন ভালো থাকুন।

শুভ রাত্রি বুধবার:

প্রতিটি নতুন সকালে আমাদের জীবনের একটি নতুন শুরু। বুধবার আপনার একটি সুন্দর সময় কাটান। বুধবার সকাল ঠিক মঙ্গলবারের ভোরের মতোই ছিটেফোঁটা। ব্যস্ত শহর সবকিছুই ব্যস্ত নিজেকে দেখার সময় নেই।

বুধবারের মিষ্টি একটা রাত
সুন্দর দুটো চোখ
চোখে বড় হবার স্বপ্ন
এই ভাবে শুভ হোক রাত
শুভ রাত্রি

শুধুই ছুটি আমরা নিজের পরিবারকে আর্থিক সহায়তা করবো বলে।যাতে তাদের কোনো সমস্যা না হয়।দিনের শেষে অনেক লড়াই এবং পরিশ্রম করে।বুধবারের ক্লান্তির রেশ কাটিয়ে আবার নতুন ভোরের সূচনা করি।সুস্থ থাকুন ভালো থাকুন।

শুভ রাত্রি বৃহস্পতিবার:

বুধবারের ক্লান্তির চাদর সরিয়ে বৃহস্পতিবার উঁকি মারে। আসে বৃহস্পতিবার। আরও একটি সুন্দর চাঞ্চল্যকর ব্যস্ত দিন।এই দিনটি খুবই শুভ। মা লক্ষ্মীর আরাধনা করা হয়।

মেঘলা আকাশ বইছে বাতাস
আবছা চাঁদের আলো
রাত হয়েছে ঘুমিয়ে পড়ো
স্বপ্ন দেখো ভালো
শুভ রাত্রি

হাসি দুঃখ নানান মুহূর্তের সম্মুখীন হয়ে বাড়ি ফেরার মধ্যেও অন্য একটি আনন্দ বিচরণ করে। দিনের শুরুর মতন দিনের শেষটাও সুন্দরভাবে সমাপ্ত হলে যেন ষোলকলা পূর্ণ হয় । তাই একটি সুন্দর রাতে শুভরাত্রির শুভেচ্ছা আপনার নিশি যাপনের মাধুর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়।সুস্থ থাকুন ভালো থাকুন।

শুভ রাত্রি শুক্রবার:

বৃহস্পতিবারের রাত ঘুম দেবার পরেই শুক্রবার সকাল হতে ডাক দিয়ে বলে আমি এসে গেছি। রূপালী আভায় মেতে ওঠে মন নতুন সকালের বরণ করার জন্য। মন ফুরফরে হয়ে ওঠে। মন সতেজ হয়ে যায়। কিন্তু সেই একইরকম ব্যস্তময় জীবন শুধুই রাতের অপেক্ষা। শুধুই বাড়ি ফেরার অদম্য ইচ্ছা।

রাতের আকাশে তুমি মোর শুকতারা
মনকে করেছো তুমি চঞ্চল
বিহ্বল দিশাহারা।
শুভ রাত্রি

সূর্যাস্তের সাথে সাথে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। গোধূলির পরে আসে সন্ধ্যা আর সন্ধ্যা যতই বাড়তে থাকে রাতের আগমণ ততই ত্বরান্বিত হয়।ক্লান্ত হয়ে যাওয়া শরীরটা শুধু বিছানার দিকে ইশারা করে।ঘুমোতে যাওয়ার আগে মন ভাল করা শুভরাত্রি র মেসেজ পেলে এবং পড়লে সুনিদ্রা এবং সুস্বপ্ন যে আসবে তা নিশ্চিত।সুস্থ থাকুন ভালো থাকুন। শুভ রাত্রি।

শুভ রাত্রি শনিবার:

চাঞ্চল্যকর মন হয়ে ওঠে যখন শনিবার উঁকি মারে রাতের চাদর সরিয়ে। শুক্রবারের ক্লান্ত আমেজকে মুক্ত হস্তে বিদায় দিয়ে শনিবারের শান্ত সকাল নতুন ঘটনা ঘটানোর জন্য নিজেকে প্রস্তুত করছে। দুষ্টু-মিষ্টি, হাসি-কান্না সব কিছু নিয়েই রাত নেমে আসে।

অন্ধকার রাতের সতেজ জ্যোৎসার আলোকের অনেক সৌন্দর্য্যের উপভোগ্যতায় তোমাকে জানাই শুভ রাত্রি

দৈনন্দিন জীবনে কখনও কখনও আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে সময় কাটাতে ভুলেই যায়। তবে রাত্রি হল এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে একটু সময় কাটাতে পারি। কিন্তু আমাদের জীবনে এমন অনেক প্রিয় মানুষ আছে যারা আমাদের থেকে দূড়ে থাকে। সুস্থ থাকুন ভালো থাকুন।

শুভ রাত্রি রবিবার:

ভীষন ক্লান্ত শনিবার বাড়ি ফিরে আবেগ মাখা ঘুম জড়িয়ে রবিবারের অপেক্ষায় অপেক্ষারত। হাল্কা অলস ঘুমের চাদর শক্ত করে ধরে সপ্তাহের সব ক্লান্তিকে দূরে ঠেলে দিয়ে মজাদার রবিবারের অলস সূর্যের সূচনা প্রতিস্থাপন করে।তারপরই নেমে আসে অন্ধকার।সেই রাতটা খুবই কষ্টকর মনে হয় কারণ তারপর দিনটাই সোমবার। আবার সেই ব্যস্তময় জীবনে প্রবেশ করা।সুস্থ থাকুন ভালো থাকুন। শুভ রাত্রি।

রবিবারের বিদায় লগ্নে মধুর স্বপ্নের আগমনী
শুভ রাত্রি

নিজের সাথে নিজের সময় কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া রবিবার এলেই সম্ভব। পরিবারের সকল সদস্য একসাথে বসে নিজের কথা বলা,মজা করা সব রবিবারের জন্যই হয়। রবিবার হলো আনন্দের দিন যা প্রত্যেক মানুষের খুব প্রিয় এবং গুরুত্বপূর্ণ। সারাদিন ক্লান্তির পর ঘুমের দেশে পাড়ি দেওয়ার আগে যদি মোবাইলের সাহায্য একটা সুন্দর শুভ রাত্রি মেসেজ প্রিয়জনের কাছ থেকে পেলে বা প্রিয়জনকে পাঠালে সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে মুছে যায়। সুস্থ থাকুন ভালো থাকুন।

আরও পড়ুন: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার

শুভ রাত্রি কবিতা:

সূর্যাস্তের সাথে সাথে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। গোধূলির পরে আসে সন্ধ্যা আর সন্ধ্যা যতই বাড়তে থাকে রাতের আগমণ ততই ত্বরান্বিত হয়।এই রাত মানুষকে কবিও বানিয়ে দিতে পারে। রাত্রি আর চন্দ্রিমার এক অপূর্ব সমন্বয়। এই সুন্দর মুহুর্তগুলোএকটা ব্যক্তিকে কাব্যিক করে তোলে।সুন্দর মারাত্মক রাত্রি নিয়ে অনেক কবি-সাহিত্যিক অনেক কিছু লিখেছেন।

নীল আকাশের কেশ
বিস্তর পরিবেশ,
তার মধ্যে তারাদের সমাবেশ।।

নীল অতল সমুদ্রে
একটিমাত্র ছত্র,
তাদের নেই কোন মিত্র।।

সুর্যের রাঙা আলোয়
আদর মাখা উষ্ণ চুম্বন
হাল্কা সুতোয় বাঁধা হৃদয়ে
রক্তিম বর্ণ সারা শরীর ঢেকে বলে

নীলাম্বর আমি এসেছি
তোমার কাছে
নীলাভ স্পর্শ পেতে……..

শুভ রাত্রি এসএমএস:

দৈনন্দিন জীবনে কখনও কখনও আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে সময় কাটাতে ভুলেই যায়। তবে রাত্রি হল এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে একটু সময় কাটাতে পারি। কিন্তু আমাদের জীবনে এমন অনেক প্রিয় মানুষ আছে যারা আমাদের থেকে দূড়ে থাকে। তাদের রাত্রিটা আরো ভালো করার জন্য আমরা যদি একটা শুভ রাত্রি শুভেচ্ছা কামনা করি তাদের মন ভালো হয়ে যাবে এবং ক্লান্তি কেটে যাবে।

সপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক শুভ কামনা রইলো।
শুভ রাত্রি

আমাদের ব্যস্ততম জীবনের মধ্যে রাত্রি হল একটি বিশেষ এবং শান্তিপূর্ণ সম য়। নিজের প্রিয়জনকে নিজের মনের কথা বলার সব থেকে ভালো সম য় হল রাত্রি। কিন্তু সঠিক শব্দের অভাবে তা প্রিয়জনের কাছে প্রকাশ হয়ে ওঠেনা।তাই আমরা একটা শুভ রাত্রি শুভেচ্ছা বার্তার দ্বারা সেই মানুষটার ক্লান্তি নিরাময় করতে পারি। সুস্থ থাকো ভালো থেকো।

রাত্রি হলো থিয়েটার ,স্বপ্ন হলো নাটক ,
ঈশ্বর হলেন পরিচালক ,প্রকৃতি হলো প্রযোজক ..
আর তুমি চরিত্রটা হলে মেন।।

আমাদের জীবনটাই একটা রঙ্গমঞ্চ। যেখানে প্রত্যেকদিন আমরা নিজেদেরকে এক একটা চরিত্রে প্রকাশ করি। রাত্রি হলো এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের সারা দিনের কালান্তিকে ভুলিয়ে একটু বিশ্রাম নিতে পারি এবং আগামীকালকে আজকের তুলনায় আরো উজ্বল করে তোলার স্বপ্ন দেখতে পারি। সুস্থ থাকো ভালো থেকো।

আকাশ জুড়ে তারার মেলা,
চাঁদের আলো ভুলিয়েছে মন।
এমন সময় পাশে থাকুক
আমার আপনজন।
শুভ রাত্রি

সম্পূর্ণ শুরুর মতন শেষটাও সুন্দরভাবে সমাপ্ত হলে ষোলকলা পূর্ণ হয়। তাই একটি সুন্দর শুভ রাত্রি কামনা আপনার নিশি পাওনার মাধুর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু সেই বিষয়ে একটি শব্দ উচ্চারণ করতে পারে না। নিজের মতো করে নিজের প্রিয় মানুষকে শুভ রাত্রি কামনা করা যায়। তার ক্লান্তি নিরাময় হয় যায় এবং সুন্দর ঘুমের আগমন হয়। সুস্থ থাকো ভালো থেকো।

মনের আকাশে মেঘ জমেছে,
বৃষ্টি হয়ে পড়ুক ঝরে,
থাকলে পাশে হাতটি ধরে
রাখবাে তােকে মনের ঘরে।

শুভ রাত্রি এই একটা কামনা আপনার মনের ভাষা প্রকাশ করে। আমাদের এই ব্যাস্ততম জীবনে সকাল হলো এমন একটা ব্যস্ত এবং রাত্রি হলো শান্তি পূর্ণ সময়। যখন আমরা কিছু নতুন আশা ও লক্ষ নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করি। যেখানে মানুষের নানা ভাবনাশক্তি প্রকাশিত হয়। সুস্থ থাকো ভালো থেকো।

মেঘলা আকাশ বইছে বাতাস আবছা চাঁদের
আলো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখো ভালো।

প্রত্যকের সকালের সময়টা খুবই গুরুত্বপূর্ণ তেমনি রাত্রিটা হয় শান্তিপূর্ন। আমারা সবাইকে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা দিয়ে তাদের ক্লান্তি দুর করতে পারি। আর সেই শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা মনোমুগ্ধকর করে তোলে। সামান্য কিছু কথার মাধ্যমেই হয়ে উঠতে পারে।প্রত্যেক দিন শুভ রাত্রি শুভেচ্ছা কামনা যদি একটা করে দিতে পারি তাহলে তাদের মন ভালো হয়ে যায় এবং নতুন একটা সুন্দর দিনের সূচনা হয়। সুস্থ থাকো ভালো থেকো।

জোনাকি হল রাতের পাখি
স্বপ্ন হলো রাতের বাতি
মন যে হলো মায়ার আঁখি
বন্ধু তুমি আমার সুখ দুঃখের সাথী…
শুভ রাত্রি

রাত্রি হলো প্রত্যেক ব্যক্তির খুব প্রিয় বা ভালোলাগার জিনিস। রাত্রি বেলার কথা শুনলে বা ভাবল মনটা এমনি ভালো হয়ে যায়। হাল্কা সভায় মোরা সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ডুব দিচ্ছে। ব্যস্ত সন্ধ্যে ছুটে চলেছে উষ্ণ ক্লান্ত রাতের দিকে। অন্ধকারের চাদর ঢাকা শহর পাখির কিচিরমিচির শুনে বাড়ি ফিরছে। বিষয়টা ভারী সুন্দর মিষ্টিমধুর যা ভাবলেই নিজেকে অন্য জগতে নিয়ে চলে যায়। এইভাবে মানুষের কাছে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা কামনা করে মানুষের একাকীত্বকে দূরে ঠেলে ভালো ভাবে জীবন কাটানোর পথ প্রদর্শক হয়ে উঠুন। সুস্থ থাকো ভালো থেকো।

উপসংহার:

বর্তমানে আমাদের জীবনে সোশাল মিডিয়া ভীষণ বড়ো একটা অঙ্গ, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে রোজ প্রতিখন কিছু না কিছু শেয়ার করি এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ও আমরা আমাদের প্রীয় বন্ধু বান্ধব বা পরিবার পরিজনকে শুভেচ্ছা, মেসেজ, বা ছবি পাঠিয়ে থাকি। সেই মানুষগুলোর ঘুম যাতে ভালো হয় তার জন্য একটা ছোট মেসেজ তার মন এবং ঘুম দুটোই ভালো হয়। প্রিয়জনের রাত্রি হয়তো খুব ভালো কাটতে পারে যদি আমরা একটা শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা জানাই। হতে পারে একটু কষ্ট করে একটি শুভ রাত্রি শুভেচ্ছা কাউকে জানালে তার রাত্রিটা ভালো কেটে যেতে পারে। তাই এই সুন্দর অভ্যাসগুলি আমাদের চর্চা করা উচিৎ।আমাদের রাতের ঘুম ভালো হয় তাহলে আমাদের সারা সকাল খুব ভালো যায়। মন মেজাজ ভালো থাকে। কাজে মন বসে, ভালো কাজ করার অদম্য ইচ্ছা প্রকাশিত হয়।

এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Reply

Top
error: Content is protected !!