স্বপ্নের ব্যাখ্যা: স্বপ্নে কি দেখলে কি হয়? রাশিফল ও ভবিষ্যৎ by admin - June 26, 2022June 26, 20220 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share স্বপ্ন যা আমাদের বাঁচাতে অনুপ্রাণিত করে, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য লড়াই করতে থাকি আমরা। বাঁচার সাথে স্বপ্ন টা অতোপ্রতো ভাবে জড়িত। সব কাজের যেমন একটা উদ্দেশ্য হয় তেমনি বাঁচার উদ্দেশ্য বলতে আসে কিছু স্বপ্ন আর সেগুলো বাস্তবায়নের জন্য লড়াই। স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত হয় তখন আবার তাকে নিয়ে নতুন স্বপ্ন তৈরি হয়, তার নতুন ব্যাখ্যা তৈরি হয়। যেটি বর্তমানে ধরা ছোঁয়ার বাইরে থাকে সেটি হয় স্বপ্ন। কোন স্বপ্ন দেখি বা স্বপ্নে কি দেখলে কি হয় সেটা আজকের আলোচনায় জানব। অনেককে বলতে শোনা যায় বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখিস না, কিন্তু কথায় আছে স্বপ্ন দেখার জন্য সাহস থাকতে হয়, সবাই স্বপ্ন দেখতে পারে না! আর স্বপ্ন ও নিজের মধ্যে দূরত্ব টাকে মেটাবার জন্যে সাহসের প্রয়োজন হয়। অনেক মানুষকে দেখা যায় যে, সে নিজের জন্য যে স্বপ্নটি দেখেছিল তা পূরণ করতে পারেনি, পূরণ করতে অক্ষম হয়েছে। সে যে কারণেই হোক না কেন! কিন্তু হাল ছাড়েননি পরবর্তীকালে নিজের সন্তানের মাধ্যমে ও তাদের স্বপ্নের ব্যাখ্যা পূরণের মধ্য দিয়ে স্বপ্নটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টা করে এবং তাদের স্বপ্ন পূরণের মাধ্যমে নিজের স্বপ্নের ব্যাখ্যা পূরণ উপভোগ করে। স্বপ্ন সাধারণত দুই ধরনের এক যেটা আমরা ঘুমিয়ে দেখি আর যেটা আমরা বাস্তবে রূপদান করতে চাই মানে আমাদের লক্ষ্য পূরণ করতে চাই তাকেও আমরা স্বপ্ন বলে থাকি। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যা দেখি তার মধ্যেই অনেক প্রাকৃতিক উপাদান দেখি যার প্রত্যেকটি আলাদা অর্থ বহন করে। বাস্তবায়ন করতে গেলে সেটার মধ্যে অনেক সময় অনেক মিল দেখা যায় কারন আমরা আমাদের অবচেতন মনে সেই সমস্ত জিনিসের ছায়া দেখি যেটা কিনা আমরা আসলে বাস্তবে করছি। সেটি আমাদের অবচেতন মনে থেকে যায় এবং পরবর্তীকালে আমরা যখন ঘুমাই সেই জিনিস আমাদের ঘুমের মধ্যে ফুটে ওঠে। সুতরাং অনেক সময় এসব যে সমস্ত জিনিস আমরা স্বপ্নে দেখতে পাই স্বপ্নে উপাদান হিসেবে, সেটা কি শুধুমাত্র ভিত্তিহীন ভাবে গড়ে উঠেছে নাকি তার পেছনে কোনো কারণ আছে সেটা আমাদের দেখতে হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কয়েকটি প্রাকৃতিক উপাদান যেগুলো কিনা আমাদের স্বপ্নের মধ্যে আসে এবং সেটা ব্যাখ্যাটা কি হতে পারে। আমাদের স্বপ্নে কি দেখলে কি হয়, সেইটা কোন দিকের আভাস দেয় সেটা একবার দেখে নেওয়া যাক:- Table of Contents Toggle স্বপ্নে খেতে দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা)স্বপ্নে মাছ দেখলে কি হয়স্বপ্নে জল দেখলে কি হয়স্বপ্নে নতুন বাসা দেখলে কি হয়স্বপ্নে টাকা দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা)স্বপ্নে সাপ দেখলে কি হয়সকালে স্বপ্ন দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা)স্বপ্নে ঘুরতে যাওয়া দেখলে কি হয়স্বপ্নে উড়তে দেখলে কি হয়স্বপ্নে বিয়ে দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা)স্বপ্নে হনুমান দেখলে কি হয়স্বপ্নে প্রধানমন্ত্রীকে দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা)স্বপ্নে কেক দেখলে কি হয়স্বপ্নে আলো দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা)স্বপ্নে সিংহ দেখলে কি হয়স্বপ্নে কুকুর দেখলে কি হয়স্বপ্নে ডিম দেখলে কি হয়স্বপ্নে পাখি দেখলে কি হয়স্বপ্নে লাশ দেখলে কি হয় স্বপ্নে খেতে দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা) স্বপ্নের ব্যাখ্যা: স্বপ্নে যদি কেউ আমরা খেতে দেখি যে স্বপ্নে আমরা খাচ্ছি, সে ক্ষেত্রে আমরা কি বুঝবো, খাওয়া হচ্ছে গ্রাস করা। কোনো কিছুকে গ্রাস করা বলতে খেয়ে ফেলেছে ব্যবহার হয়। আমরা যদি স্বপ্নে খেতে দেখি তাহলে সেখানে স্বপ্নের ব্যাখ্য বুঝতে হবে আমাদের সামনে যে কাজ আছে তাতে কোনো বাধা আসছে। আমাদের জীবনে যে অধ্যায় চলছে সেই অধ্যায়ে আমাদের কোনো বাধা আসছে। অর্থাৎ জীবনের সেই মুহূর্তে অধ্যায়টিতে বাধার সম্মুখীন হতে হবে। সে ক্ষেত্রে আমরা স্বপ্নের ব্যাখ্যতে খাবার জিনিসটা বা খেতে আমরা দেখতে পাব। স্বপ্নে মাছ দেখলে কি হয় স্বপ্নে আমরা যদি মাছ দেখি সেটার অর্থ বুঝতে হবে আমরা যে পরিশ্রম যদি করছি তা সফল হবে। সেটা আজ নয়তো কাল বা কয়েক বছর পরে। মাছ দেখার অর্থ হচ্ছে হিন্দু মতে মাছকে শুভ বলে মানা হয়। মাছ শুভ কাজের প্রতীক।সুতরাং যদি আমরা স্বপ্নে মাছ দেখি তাহলে এর ব্যাখ্যা আমরা বুঝব- যে পরিশ্রম করছে সেই কাজ বা পরিশ্রমটা আমাদের সফল হবে। আমরা যদি মাছ ধরাও দেখি তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হল প্রচুর পরিশ্রম আর সেই পরিশ্রমের সফলতা অর্জন করা। স্বপ্নে জল দেখলে কি হয় স্বপ্নে আমরা যদি জল দেখি সেক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে বা এই স্বপ্নের ব্যাখ্যা হবে পেশাগত ক্ষেত্রে আমাদের সাফল্য বা ব্যবসার ক্ষেত্রে কোন কাজে কোনো সাফল্য আসবে। এর পেছনে ব্যাখ্যা হচ্ছে জল যেটা কিনা সরল যার কোন আকার নেই যার কোন রং নেই। সেটা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারন করে। অর্থাৎ জলকে আমরা সরলতার প্রতীক হিসেবে মেনে থাকি। সেক্ষেত্রে কোন কাজ সরল হয়ে যাওয়া অর্থাৎ সাফল্য আসে এই ধরনের ইঙ্গিত কিন্তু জল আমাদের স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকে। স্বপ্নে নতুন বাসা দেখলে কি হয় স্বপ্নে যদি আমরা নতুন বাসা অর্থাৎ নতুন বাড়ি দেখি এটি সেই জিনিসের ইঙ্গিত দেয় যেটা কিনা নিকটাত্মীয়ের থেকে আমরা পেয়ে থাকি। আমাদের নিকট আত্মীয়ের কাছ থেকে আমাদের সাহায্যপ্রাপ্তি ঘটে। কারণ, স্বপ্নে যদি দেখি নতুন কিছু তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আত্মীয়র মধ্যে যারা খুব কাছের হয় তাদের থেকে সাহায্যপ্রার্থী আমাদের হয়ে থাকে। স্বপ্নে টাকা দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা) স্বপ্নে যদি আমরা টাকা দেখে সেক্ষেত্রে দু ধরনের জিনিস আমাদের সেই স্বপ্ন ইঙ্গিত করতে পারে। এক, টাকাটা আমরা কাউকে দিচ্ছি নাকি দুই, টাকাটা আমরা কারোর থেকে নিচ্ছি। প্রথমত যদি আমার টাকাটা কাউকে দিচ্ছি সে ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সংকটের এটি ইঙ্গিত দেয়। আর টাকাটা যদি আমরা কারো থেকে নিচ্ছি এইটা আমরা স্বপ্নে দেখি তাহলে সেটি আমাদের বহিঃশত্রু বৃদ্ধির ইঙ্গিত দেয়। কেননা আমরা যখন টাকাটা নিচ্ছি এক্ষেত্রে যাদের টাকা নিচ্ছি তাদেরকে টাকা ফেরতের একটা বিশেষ বিষয় থেকে থাকে এবং সেটা যদি এদিক-ওদিক হয় সে ক্ষেত্রে আমাদের শত্রুতা সৃষ্টি হতে পারে। আরও পড়ুন: মধুর হরে কৃষ্ণ নাম এর মাহাত্ম্য স্বপ্নে সাপ দেখলে কি হয় কথাতেই আছে শাপে বর হয়েছে অর্থাৎ কেউ যদি কাউকে অভিশাপ দেয় সেটা তার জীবনে আবার ভালো হিসেবে ফলে যেতে পারে অর্থাৎ সাপ কিন্তু দেখতে গেলে একটা শুভ জিনিসের প্রতীক। চলতি কথায় আমরা হামেশাই শুনে থাকি, সাপের স্বপ্ন যদি দেখা হয় তাহলে জীবনে নাকি ভালো কিছু হয় অর্থাৎ সাপের স্বপ্ন যদি দেখা হয় তাহলে জীবনে পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতে নতুন পরিবর্তন আসতে পারে। সাপের স্বপ্ন আবার অনেকের মতে শোনা যায় এটা একটি আশীর্বাদ। সকালে স্বপ্ন দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা) সকালে স্বপ্ন অর্থাৎ ভোরের স্বপ্ন সত্যি হয় এটা আমরা কমবেশি সবাই শুনেছি। এই স্বপ্নের ব্যাখ্যা হল, সকালে আমরা যা স্বপ্ন দেখি সেই স্বপ্ন সত্যি হয় বলে মানা হয়। সকালে সাধারণত বা ভোরের দিকে আমরা সেই স্বপ্ন দেখি যা আমাদের জীবনে বর্তমানে চলছে। কারণ সেই সময় থেকে আমাদের অবচেতন মনেই বার্তা পৌঁছে যায় যে আমাদের এবার দিন শুরু করতে হবে অর্থাৎ বাস্তব জীবনেও যে কাজগুলো আমরা করছি সেই সংক্রান্ত কোন স্বপ্ন আমরা সকালবেলা দেখে থাকি এবং যেটি কিনা আমাদের ঘুম পরবর্তীকালে ভাঙিয়ে দেয়। সেই ক্ষেত্রে বাস্তবের কোনো জীবনে যে জিনিসটা আমাদের ঘটছে সেই সংক্রান্ত স্বপ্ন যদি আমরা ভরে দেখে থাকি তাহলে সেই কাজ বা সেই স্বপ্ন আমাদের পূর্ণতা পাবে। স্বপ্নে ঘুরতে যাওয়া দেখলে কি হয় স্বপ্নে যদি আমরা দেখি আমরা কোথাও ঘুরতে গেছিলা বেড়াতে গেছি সেটির অর্থ হচ্ছে আমাদের বাস্তব জীবন যেরকম ব্যস্ততায় কাটে সেই ব্যস্ততা থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে গিয়ে নিজের জীবনটাকে উপভোগ করা। প্রত্যহ জীবনের ব্যস্ততার মধ্যে আমাদের যে এর জন্য সময় বার করা হয় না নিজেদের সাথে সময় কাটানো হয় না এবং পরিবারের সঙ্গে আমরা আমাদের কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে পারি না ঘুরতে গেলে আমরা সেই জিনিসটা উপভোগ করব এবং সেই জিনিসটা পূরণ হবে। স্বপ্নে উড়তে দেখলে কি হয় স্বপ্নে যদি আমরা উঠতে দেখি তাহলে তা মুক্ততার প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। জীবনের ঘেরা গন্ডির মাঝে আমরা নিজেদেরকে দেখতে চাই না আমরা সেই গণ্ডির বাইরে গিয়ে আমাদের জীবনকে উপভোগ করতে চাই অর্থাৎ ওড়ার স্বপ্ন আমাদের সেই জিনিসটাকে বুঝাতে চায় যে জিনিসটা কিনা আমরা চেনা ছোকের মাঝে করে উঠতে পারি না। স্বপ্নে বিয়ে দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা) বৈবাহিক জীবনের রঙিন জীবন হিসেবে ধরা হয় সুতরাং আমরা যদি স্বপ্নে বিবাহ দেখি আমাদের নিজেদের বিবাহ দেখি তাহলে তা একটি রঙিন জীবনের ইঙ্গিত করে। জীবনসঙ্গীর ভালোবাসা পাওয়ার ইঙ্গিত হয়ে জীবনসঙ্গীকে কাছে পাবার ইঙ্গিত দেয় সেটি এবংজীবনসঙ্গীর সঙ্গে একটা মধুর সম্পর্ক এবং সেই সম্পর্কের আরও গভীরতা সৃষ্টি হয়। স্বপ্নে হনুমান দেখলে কি হয় স্বপ্নে যদি আমরা অনুমান দেখি তাহলে এর অর্থ হচ্ছে আমাদের অর্থলাভ হতে চলেছে অর্থাৎ স্বপ্নে যখন আমরা হনুমান দেখব তা অর্থলাভের লক্ষণ হিসেবে ধরা হয়। হনুমানকে হিন্দু শাস্ত্রে ভগবান হিসেবে পূজা করা হয় সুতরাং স্বপ্নে দেখা পাওয়া অনেক আশীর্বাদ প্রাপ্তির যোগ বলে দেখা হয়। স্বপ্নে হনুমান দেখার ব্যাখ্যা আমরা যদি নিখুঁতভাবে আরো দেখি সে ক্ষেত্রে আমরা দেখতে পাব স্বপ্নের হনুমান হলো আমাদের জীবনের যে কাজ হচ্ছে সেই কাজে থেকে আমরা অনেক অর্থ লাভ করব। স্বপ্নে প্রধানমন্ত্রীকে দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা) প্রধানমন্ত্রী হল দেশের একটি সর্বোচ্চ উচ্চস্থানীয় সম্মানীয় পদ আমরা যদি স্বপ্নে প্রধানমন্ত্রী দেখি বা কোন উচ্চস্থানীয় পদের কোন আসনের ব্যক্তিকে দেখি এটি এই ব্যাখ্যা প্রদান করে যে আমাদের নিজস্ব কর্মজগতে আমরা যে স্থানে অবস্থান করছি সেই স্থানের উন্নতি ঘটবে। সুতরাং পেশাগত ক্ষেত্রে উন্নতির একটি বাতাবরণ হিসাবে দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখাটিকে দেখা হয়। চাকরিতে আমাদের প্রমোশন হওয়াতে অনেক সময় অনেক ক্ষেত্রে আটকে যায়, কিন্তু যখন আমরা সেটার জন্য অনবরত চেষ্টা করে যাই এবং সেক্ষেত্রে আপনার স্বপ্ন দেখি এরকম স্থানীয় মানুষের তাহলে আমাদের সেই প্রমোশন নিশ্চিত হবেই। স্বপ্নে কেক দেখলে কি হয় কেক আমরা সাধারণত কোন আনন্দ অনুষ্ঠানে কেটে থাকি। কেক কাটা অর্থ হল উদযাপন করা, সুতরাং আমরা যদি স্বপ্নে দেখতে পাই কেক তাহলে আমাদের নিশ্চিত ভাবে শীঘ্রই আমাদের কোন বন্ধুদের সঙ্গে গেট-টুগেদার হতে চলেছে এইরকম স্বপ্নের ব্যাখ্যা এটি বহন করে। এখন শুধুমাত্র জন্মদিনে নয় বিভিন্ন অনুষ্ঠান এবং সামান্য ফ্যামিলির মধ্যে গেট টুগেদার হলেও কেক কেটে আমরা সেটা উদযাপন করি । স্বপ্নে আলো দেখলে কি হয় (স্বপ্নের ব্যাখ্যা) আলোর অর্থ হচ্ছে নতুন দিকের সন্ধান। আমরা যখন সমস্যার মধ্যে থাকি এবং সেই সমস্যার সমাধান আমরা খুঁজে পেয়ে যাই তখন আমরা বলি আলোর দিশা দেখতে পেয়েছি। সুতরাং আমরা যদি কোন সমস্যার মধ্যে থাকে এবং স্বপ্নে আমরা যদি আলো দেখতে পায় তার অর্থ হল আমরা যে সমস্যার মধ্যে আছি সেটা খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। আলো সমস্যার সমাধানের বেরনোর নতুন দিকের সন্ধান দেয়। স্বপ্নে সিংহ দেখলে কি হয় সিংহ হচ্ছে বনের রাজা আমরা এটা ছোট থেকেই জানি। সুতরাং আমরা যদি সিংহকে স্বপ্ন দেখি তার মানে হচ্ছে কোনো মামলা মোকদ্দমা চললে সেখান থেকে আমাদের জয় নিশ্চিত। সিংহ সাধারণত জয় বীর এবং সাহসিকতার প্রতীক। স্বপ্নে কুকুর দেখলে কি হয় পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে কুকুরকে আমরা সবচেয়ে বিশ্বস্ত প্রাণী বলে মনে করি। আমরা যদি স্বপ্নে কুকুর দেখতে পাই এর ব্যাখ্যা হচ্ছে আমাদের মধ্যে বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত কোন কাছের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে চলেছে। আমাদের অবচেতন মনের আবেগঘন প্রতিনিধিত্ব করে এই কুকুরের স্বপ্ন সুতরাং আমরা যদি দেখে তাহলে এটি নিশ্চিত ভাবে বলা যায় যে আমাদের কাছের কোন ব্যক্তির সঙ্গে আবেগঘন পরিস্থিতি তৈরি হবে। স্বপ্নে ডিম দেখলে কি হয় ডিম হচ্ছে এই মহাবিশ্বে মহাজগতে উৎসের প্রতীক। প্রথম এই বিশ্বে প্রাণের উদ্ভব ঘটেছিল একটি ডিমের থেকে। কথাতে আছে যেমন ডিম আগে না মুরগি আগে। সেইরকমই আমরা যদি আমাদের স্বপ্নের মধ্যে ডিম দেখতে পাই এর ব্যাখ্যা হতে পারে যেকোনো কিছু জিনিসের উৎসের সন্ধান পাচ্ছি আমরা। নতুন বাস্তব জগতের অস্তিত্বের সন্ধান বহন করে এই স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নে পাখি দেখলে কি হয় স্বপ্নের ব্যাখ্যা: স্বপ্নে যদি আমরা পাখি দেখতে পাই এর অর্থ কিন্তু ভারী মজাদার। অনেক সময় দেখা যায় আমরা অচেনা কোন পাখি আমাদের স্বপ্নের মধ্যে দেখতে পেলাম অর্থাৎ যে পাখি কি আমরা চিনি না এর অর্থ হচ্ছে আমাদের কোন অপরিচিত ব্যক্তির সঙ্গে খুব শীঘ্রই আলাপ হতে চলেছে। আর স্বপ্নে আমরা যদি কোন চেনা পাখি বা পাখির ভালো-মন্দ দেখতে পাই সে ক্ষেত্রে আমাদের জীবনেও ভালো-মন্দ অভাব-অনটন সুখ-দুঃখ সমস্ত কিছু একটা নতুন কিছু তৈরি হতে চলেছে। স্বপ্নে লাশ দেখলে কি হয় স্বপ্নে আমরা যদি লাশ দেখি বা কোন মৃত্যু দেখি এই স্বপ্নের ব্যাখ্যা আমরা এইভাবে করতে পারি যে আমাদের জীবনে যেটা চলছে সেটা শেষ হয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এটি যেমন নতুন অধ্যায়ের সূচনা বার্তা বহন করে তেমনি একইসঙ্গে খারাপ সময় চলে সেটি শেষ হয়ে নতুন ভালো সময় আসার অর্থ বহন করে। শেষ এই কথাটি আমরা বলতে পারি যে স্বপ্ন আমরা সবাই দেখে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের যে ইঙ্গিত দেয় সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে যে জিনিসগুলো ঘটছে সেগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা আমাদের তৈরি হবে। সেটা জীবনের কোনো লক্ষ্য পূরণে হোক বা দৈনন্দিন কাজের মধ্যেই হোক বা লক্ষ্য পূরণের পর সেই স্বপ্নকে আরো ভালো করে রূপদান করাই হোক যে কোনো ক্ষেত্রেই আমরা যদি যে কাজগুলো জীবনে আমাদের চলছে সেগুলোর ছোট ছোট কোন জিনিস আমরা আমাদের স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাই তাহলে সেগুলো শুধরে নেই আমাদের কাম্য। এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share