বিবাহ বার্ষিকী শুভেচ্ছা: Marriage Anniversary Wishes in Bengali বিনোদন by admin - March 5, 2022March 5, 20220 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share বিবাহ খুব পবিত্র শব্দ যা শত যুগ ধরে দুটি মানুষের সারাজীবনের বন্ধন হিসেবে স্থগিত করা হয়েছে। একে অপরের সাথে সারাজীবন কাটানোর মন্ত্র দিয়ে দুটি মনকে আবদ্ধ করা হয়েছে। বিবাহ বার্ষিকী একজনের জীবনের বিশেষ দিন। বিবাহের মাধ্যমে বাবা-মা, দিদি,দাদা, বোন, প্রিয় মানুষের মধ্যে স্বর্গীয় বন্ধন উদযাপন করা হয়। এই ভাবে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো যায়। আজকাল আমারা অনেকেই জীবিকার তাগিদে পরিবার ছেড়ে দেশে বিদেশে কর্মস্থলে অবস্থান করি বা করে থাকনে। বিশেষ এই দিনে অনেক সময় ছুটি নিয়ে বাড়িতে বা প্রিয় জীবন সঙ্গীনির সাথে দেখা করার সুযোগ হয় না। নিজের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ত্রীকে বা স্বামীকে ছোট একটি এসএমএস বা তাকে নিয়ে দু-চার লাইনের একটি ফেসবুক স্ট্যাটাস লিখে তার দিনটিকে আরও করে তুলতে পারেন আনন্দের। আর যাদের এক সাথে থাকা হয় এক সাথে বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি ছোট একটি এসএমএস বা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস লেখা যেতেই পারে। আপনি যদি খুব শীঘ্রই তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করার পরিকল্পনা করছেন এমন একটি দম্পতির কাছাকাছি থাকেন, তাহলে আপনাকে অবশ্যই তাদের বিশেষ অনুষ্ঠানের জন্য কিছু বিশেষ শব্দ কামনা করতে প্রস্তুত থাকতে হবে। বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস। প্রতিদিন অনেক মানুষ অনলাইনে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা পিকচার ফেসবুকে স্ট্যাটাস এসএমএস অনুসন্ধান করেন। তাই আজকের এই নিবন্ধে আমরা বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, পিকচার, ফেসবুক স্ট্যাটাস, এসএমএস বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনারা যে ভালোবাসা ভাগ করে নিচ্ছেন তা আরও শক্তিশালী হয়ে উঠুক। আমি আপনাকে একসাথে সারা জীবন সুখ কামনা করি। শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। আপনাদের দুজনকেই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আপনার সুন্দর বন্ধন চিরকাল স্থায়ী হোক। Table of Contents বাবা মা কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা :বোন কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:দিদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:দাদা কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:ভাইকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:প্রিয় মানুষকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:বান্ধবীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:বন্ধুকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:বিবাহ বার্ষিকী কবিতা : বাবা মা কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা : আমাদের প্রত্যেকের জীবনে বাবা মা খুবই গুরত্বপূর্ণ। তারা আমাদের জীবনের চলার পথের মেরুদন্ড। অনেক চড়াই উৎরাই কাটিয়ে একে অপরের হাতে হাত দিয়ে প্রতিটা মুহূর্ত কাটিয়ে চলেছে। এই কাটিয়ে যাওয়া মুহূর্ত গুলো হয়তো কারো গল্পের সূচনা পাবে।তোমাদের এই মিষ্টি ভালবাসার গল্প যেন কোনওদিন শেষ না হয়। শুভ বিবাহ বার্ষিকী। বোন কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: আমার ছোট্ট বোনটা আজ একজনের স্ত্রী। দেখতে দেখতে একবছর হয়ে গেলো তোদের বিবাহের।আমার ছোট্ট বোনের খেয়াল রাখার জন্য একজন এত ভাল মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছ বলে অনেক, অনেক ধন্যবাদ ভগবান। দুজনে খুব খুব ভাল থাকিস। শুভ বিবাহ বার্ষিকী। দিদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: জামাইবাবু, জেনে রাখ তুমি বুনো ওল হলে আমার দিদিও কিন্তু বাঘা তেঁতুল! এভাবেই তোমাদের টক, ঝাল, মিষ্টি সম্পর্ক এগিয়ে চলুক। খুনসুটি,ঝগড়া আর অনেক অনেক ভালবাসা নিয়ে সারাজীবন একে অপরের সঙ্গে থাকো। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। দাদা কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: দাদা বৌদি কোনও সন্দেহ আর দ্বিধা ছাড়াই সুখে থাকো তোমরা। দেখতে-দেখতে আরও একটা বছর একসঙ্গে পার করে ফেললে তোমরা। আশা রাখি, আগামী একশ বছরও হাতে হাত রেখে এগিয়ে যাবে। শুভ বিবাহ বার্ষিকী। ভাইকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: আমার ভাইটার কী হবে সেই নিয়ে কত্ত চিন্তা ছিল! এই মিষ্টি মেয়েটার হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম। শুভ বিবাহ বার্ষিকী। প্রিয় মানুষকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: হে প্রিয়,প্রতিটি মুহূর্ত তুমি আমার জীবনে রঙিন করে দিয়েছ।আর কিছু চাই না শুধু তোমার সাথে বুড়ো হয়ে চাই। আমরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিন থেকে তোমার সব দুঃখ কষ্টের ভাগিদার। হে প্রিয়,আর কিছু চাই না শুধু তোমার সাথে বুড়ো হয়ে চাই। অনেক অনেক ভালবাসা, শুভ বিবাহ বার্ষিকী । বান্ধবীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: তোমার বিবাহিত জীবন অনেক সুখের ও শান্তির হোক। জীবন সঙ্গী ও পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো থাকো। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া ও প্রার্থনা করি যে শপথ নিয়ে তোমরা একে অপরের হাত ধরেছো তা যেন সারাজীবনে মত অটুট থাকে। তোমাদের জীবনের সমস্ত চড়াই উৎরাই পেরিয়ে সারাটি জীবন যেন একসাথে পথ চলতে পারো এই দোয়া করি। একটি সুন্দর পরিবারই সবচেয়ে মূল্যবান এই পৃথিবীতে। অনেক অনেক সুখী হও জীবনে। বন্ধুকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: আজকে তোমাদের জীবনের একটা বিশেষ দিন। প্রতিটি মানুষ চায় তারা তাদের পছন্দের মানুষটার সাথে সারাজীবন যেন একসাথে থাকতে পারে। তোমাদের দেখলে সত্যি অনেক ভালো লাগে। এমন করেই একজন আরেক জনের সহযোগী ও ভালবাসার মানুষ হয়ে সারাটি জীবন পাশে থাকতে হবে। এমন সুন্দর দিন তোমাদের জীবনে বার বার আসুক আর দুইজন একসাথে দিনটি অনেক খুশি ও আনন্দে সাথে পালন করো। শুভ বিবাহ বার্ষিকী। আরও পড়ুন – ৫০+ জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বিবাহ বার্ষিকী কবিতা : হৃদয় জুড়ে মাতাল পরশ, শিরীষ ফুলের গন্ধেমন রাঙিয়ে যায়,ফাগুনের রঙিন ছন্দেপুলকিত মন হরষে মৃদু মন্দেময়ূর পেখম তুলে যায় ছন্দে ছন্দেএলো কোন উতাল ঢেউয়ের তরঙ্গেকোমল মনের গভীরে ভালোবাসার সঙ্গেহাজার ঝাড়বাতির আলোয়ফুলের সাজি সজ্জায়বরণ করে নিয়ে যায় কোন অজানার দেশেকম্পিত,চকিত কখনো সহিষ্ণুতায়সকল হৃদয়ে ঠাঁই হলো আবেশেক্ষণ যায়, দিবস যায়, কান্নাহাসির হরষেদেখিতে দেখিতে অজানা দেশেকেটে যায় টের নাহি আসে বরষেগুরুজনের আশীর্বাদে ভালোবাসার শিক্ষার্থীকেটে যায় কোন অজান্তেএসে যায় বিবাহ বার্ষিকী ।। সব শেষে বলা যায় যে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। বিবাহ আমাদের জীবনের একটি অতিপ্রয়োজনীয় জিনিস। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদের বিবাহ করার আগ্রহ জাগে। বিবাহ হলো দুটি মানুষের একত্রে মিলন।বিবাহর দিনটি আমাদের জীবনের সবচেয়ে বিশেষ একটি দিন। যার কারণে এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই।তাই আমরা প্রতি বছর বিবাহ বার্ষিকী পালন করে। বিবাহ বার্ষিকী ঘিরে আমরা আমরা মোবাইল খুদেবার্তার মাধ্যমে শুভেচ্ছা আদান প্রদানে সক্ষম।এই বিশেষ দিনটি আপনার জীবনের অন্যতম স্মরণীয় দিন হোক। আপনি একে অপরের প্রতি সত্য থাকার আরও একটি বছর উদযাপন করার সময় আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছেন। বর্তমান সময়ে সামাজিক কোলাহ ও বিবাহ সম্পর্কিত জটিলতা দিন দিন বেড়েই চলছে। যা আমাদের জন্য ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ সংকেত। প্রিয় ভিজিটর, সাংসারিক জীবনে টুকিটাকি নানা ভুল বোঝাবুজি, মন-মালিন্য হবেই। তবে বিশেষ দিনগুলো উদযাপনের মাধ্যমে আমরা আমাদের বৈবাহিক বা দাম্পত্য জীবনের নানা কোলাহ থেকে সহজেই মুক্তি পেতে পারি। জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী ও অন্যান্য বিশেষ দিনগুলোতে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে সামান্য গিফট, ছোট ছোট কিছু কাজ করে সাংসারিক জীবনকে করে তুলতে পারে আরও বেশি অর্থপূর্ণ ও সুন্দর। আপনাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করছি। যারা বিয়ে করেন নি। তাদের ভবিষ্যৎ সাংসারিক জীবনের জন্য অগ্রিম শুভ কামনা। এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share