সরস্বতী পূজা: সরস্বতী পূজার মন্ত্র ও শুভেচ্ছা বার্তা বিনোদন by admin - February 4, 2022February 4, 20220 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share বাঙালির বাসন্তী উৎসব, অর্থাৎ সরস্বতী পুজোর আর অল্প দিন বাকি আছে। সরস্বতী পুজো নিয়ে বাঙালিরা নিশ্চয়ই খুব উৎসুক হয়ে থাকে কিন্তু তার চেয়েও যারা বেশি মুখিয়ে থাকে তারা হলো বাঙালি ছাত্রছাত্রীরা। তার কারণ মা সরস্বতী যে বিদ্যার আরাধ্যা দেবী। সরস্বতী পূজা হয় শীতকালেই অর্থাৎ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি। এই বছর অর্থাৎ ২০২২ এ সরস্বতী পূজা হওয়ার কথা ৫ই ফেব্রুয়ারি। সকাল থেকেই সমস্ত পাড়ায়, স্কুলে, কলেজে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শুরু হয় পুজোর তোড়জোড়। শ্বেতশুভ্র সরস্বতী দেবীর আরাধনায় সকলে মেতে ওঠে। দেবীর পুজোর জোগাড় এবং সাজসজ্জা অবশ্য শুরু হয়ে যায় তার আগে থেকেই। স্কুলে স্কুলে নিমন্ত্রণ পত্র হাতে ছুটে যায় ছেলেমেয়ের দল। নির্দিষ্ট দিনে সরস্বতী পুজোর সময় ছেলে-মেয়ে নির্বিশেষে চলে আসে পুজোমণ্ডপে। শুরু হয় বাগদেবীর আরাধনা। সরস্বতী পূজার মন্ত্র: সরস্বতী পূজার মন্ত্র নিচে উল্লেখ করা হলো। সরস্বতী পূজার এই মন্ত্র পড়েই আমরা মা সরস্বতীর অঞ্জলি দিই। ।।ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুকতাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।। এই মন্ত্রের অর্থ হলো হে মহাভাগ্যবতী, জার পদ্মের মতো বিশাল আঁখি, জ্ঞানদাত্রী সরস্বতী! আমায় শিক্ষা দাও আমি প্রণাম করি। মা সরস্বতীর আরাধনার এই মন্ত্র ছাত্র-ছাত্রীদের আশীর্বাদ আশীর্বাদ পেতে সাহায্যই শুধু করেনা, বলা হয় নিয়মিত এই মন্ত্র পড়লে মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি পায় ছাত্র-ছাত্রীদের মধ্যে। এই মন্ত্রে দেবীর স্বভাব বর্ণনা করা হয়েছে এবং তার সাথে তার প্রতি ছাত্র – ছাত্রীদের বিনীত থাকার কথাও বলা হয়েছে। ।।ওঁ সরস্বতী মায়া দৃষ্টি, বীণা বই ধরণীম। ওম ইন হংস বাহিনী সমযুক্ত মা বিদ্যা দান করোতু।।উপরিউক্ত এই সরস্বতী পূজার মন্ত্র-এর সহজ বাংলা অর্থ হলো হে বীণা এবং গ্রন্থ ধারণকারী মা যার বহন রাজহাঁস ; তোমায় প্রণাম করে অনুরোধ করি যে তুমি আশীর্বাদ করে আমাদের তোমার অশেষ জ্ঞান দাও। সরস্বতী পুজোর নিয়ম(সরস্বতী পূজা কিভাবে করা হয়): পুরাণ মতে মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সঙ্গীত, কথা, বাদ্যের দেবী। বসন্ত পঞ্চমীর দিন স্বেতবশনা দেবীর বীণা হাথে ধ্যানমগ্ন মূর্তি পুজো করা হয়। সরস্বতী পুজো এককথায় বলা যায় বিদ্যার পুজো। তাই সবাই এই দিনে সরস্বতী ঠাকুরের পায়ের সামনে বইপত্র, খাতা রেখে দেয়। তার উপর ফুল রেখে তিনবার মন্ত্র উচ্চারণ ক’রে অঞ্জলি দেওয়া হয়। পুজো শেষে থাকে ভোগপ্রসাদ। সরস্বতী পুজোর সকাল থেকেই উদযাপনের আনন্দ শুরু হয়। কুল খাওয়া এই পুজোর আগে একেবারে বারণ। বাচ্চাদেরকে কুল খাওয়া থেকে বিরত রাখার জন্য বড়রা বলে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করতে পারবেনা তারা। তবে পুজোর প্রসাদ স্বরূপ অর্থাৎ পুজোর পর খাওয়া আবশ্যিক। পুজোর আগে কাচা হলুদ বাটা গায়ে মাখতে হয় এবং একটু কাচা হলুদ খেতেও হয়। এই দিনে ছোট বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ স্লেট-পেনসিল সমেত ছোট ছেলেমেয়েরা প্রথম লিখতে শেখে।এই প্রথম লেখাও লেখায় পুরোহিত মশাই তাও আরাধ্যা মা সরস্বতীর সামনে বসেই। সরস্বতী পুজোতেই কিশোরীরা প্রথম মায়ের কাছে শাড়ি পরতে শেখে। এ তাদেরও এক ধরণের হাতেখড়ি— শাড়ি পরার হাতেখড়ি। এই সময় মেয়েরা হলুদ শাড়ি এবং ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে। স্কুলে স্কুলে চলে সরস্বতী বন্দনা। অনেক স্কুল তাদের মণ্ডপ থিম দিয়ে সাজায়। সরস্বতী পুজো হয় ভারি জাঁকজমক ভাবেই। আরও পড়ুন – সরষে ইলিশ রেসিপি সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবস। বহু নতুন প্রেমের আধিক্য বাড়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। এ দিন বহু ছেলেমেয়ের কাছে অনেকদিন পর একজোট হওয়ার দিন। যারা বহুদিন আগে স্কুল-কলেজ পাস করে চাকরিরত, কেউ বা দেশে-বিদেশে, কেউ কর্মসূত্রে শহরে নেই— তারা সবাই সরস্বতী পুজো উপলক্ষ্যে একত্রিত হয়ে থাকে। বহু পুরনো বন্ধুত্ব ফের চাগাড় দিয়ে ওঠে তাদের মিলনের মাধ্যমেই। সরস্বতী পুজোর এই প্রধান আকর্ষণ। প্রত্যেকে ফিরে ফিরে আবার চোখ ভরে দেখে নিতে চায় তাদের ফেলে আসা ছেলেবেলা। আপ্রাণ বুক ভরে মেখে নিতে চায় হারিয়ে যাওয়া ছোটবেলার ঘ্রাণ। নস্টালজিয়ায় ভরে যায় তাদের মন। বহুদিন আগে থেকে প্ল্যান করে রাখা ছেলেমেয়েদের দল সরস্বতী পুজোর দিনে হানা দেয় ফেলে আসা স্কুলবাড়িতে। তারা আরও বড় হয়, কিন্তু ছেলেবেলার স্মৃতি মাখতে সরস্বতী পুজোর সময় স্কুলে আসতে ভোলে না। পুরনো শিক্ষক-শিক্ষিকাদের সামনে তারা আজও ছোটটি থেকে যায়। তাঁদের সাথে হাসিঠাট্টা ও আনন্দে মেতে ওঠে। যাদের ভয়ে গোটা স্কুলজীবনে ত্রস্ত থাকত, তাঁদের সাথেই আনন্দে উদযাপিত হয় সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে স্কুলে-কলেজে খাওয়াদাওয়ার বন্দোবস্ত থাকে। নতুন নতুন দায়িত্ব পাওয়া ছেলেমেয়েরা একজোট হয়ে সামলায় সবকিছু। আগের দিন থেকে তারা রাত জেগে পুজোর কাজ সামলে নিতে থাকে। পরদিন স্নান করে শাড়ি-পাঞ্জাবি পরে স্কুল প্রাঙ্গনে হাজির হয়। কোনও কোনও স্কুলে এবং কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগেও সরস্বতী পুজো পালন করা হয়। গান, নৃত্য পরিবেশন এবং আবৃত্তির মাধ্যমে ছেলেমেয়েরা তাদের সরস্বতী পুজো পালন করে থাকে। সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা: সরস্বতী পুজোর শুভক্ষণে আপনি আপনার কাছের মানুষের জন্য শুভেচ্ছাবার্তা খুঁজছেন, তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য রইল কিছু সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা বা Sawarswti Puja Wishes in Bengali নিচে উল্লিখিত রইল আপনার জন্য। ১) আজ সরস্বতী পূজা, মা সরস্বতীর আগমনের সাথে আপনার জীবন সুখশান্তিতে ভরে উঠুক।Aj sawraswati puja. Ma saraswatir agomoner sathe apnar jibon sukhsanti te bhore uthuk. ২) সরস্বতী পুজো উপলক্ষ্যে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলকামনা করি।Saraswati pujo upolokhye apnar ebong apnar poribarer mongolkamona kori. ৩) মা সরস্বতীর আশীর্বাদে সকল ছাত্রছাত্রীর জীবন সাফল্যে ভরে উঠুক।Ma Saraswatir ashirbaade sokol chhatro chattrir jibon safolye bhore uthuk. ৪) মা সরস্বতীর আগমনে সকল দুর্ভাবনা, সকল দুরাশা কেটে যাক।Ma saraswatir agomone sokol durbhabona, sokol durasha kete jak ৫) মা সরস্বতী যেনো মননে জ্ঞান, মস্তিষ্কে বুদ্ধি, কণ্ঠে শুর দিয়ে তোমায় আশীর্বাদ করেন।Maa saraswati jeno monone gyan, mostiske budhhi, konthe shur die tomay ashirbad koren. ৬) বসন্ত পঞ্চমীর এই শুভক্ষণে মা সরস্বতী সবাইকে ওনার জ্ঞান সাগরের কিছু বিন্দু বিন্দু জ্ঞান ওনার সকল ভক্তদের আশীর্বাদ করুক।Boshonto ponchomir ei shubhokhone ma saraswati sobaike onar gyan sagorer kichu bindu bindu gyan onar shokol bhoktoder ashirbad koruk. ৭) সকল ছাত্র – ছাত্রীরা যেন মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে পারে।Shokol chatro- chatrira jeno ma saraswatir ashirbad labh korte pare. ৮) বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর হার্দিক শুভ কামনা আপনার এবং আপনার পরিবারের জন্য।Boshonto ponchomir ebong Saraswati pujor hardik shubhokamona apnar ebong apnar poribarer jonyo. ৯) বিদ্যার দেবী তোমায় যেনো আশীর্বাদ করে।Bidyar debi tomay jeno ashirbad kore. ১০) বিদ্যাংদেহি মা সরস্বতীর আশীর্বাদ তোমাদের ওপর সবসময় বর্ষণ করুক।Bidyangdehi ma saraswatir ashirbad tomader opor sobshomoy borshon koruk. মা সরস্বতী বিদ্যার দেবী একটি কথিত গল্প হলো মহাকবি কালীদাস নাকি একেবারেই গোবেচারা ছিলেন। বিদ্যে বুদ্ধি তার নাকি একেবারেই ছিলনা তবে তিনি এত বড় কবি হলেন কিভাবে? সেও নাকি দেবী সরস্বতীর আশীর্বাদে। কবি কালিদাস মা সরস্বতীর আরাধনা নিয়মিত করতেন এবং তার ফলস্বরূপ মা তাকে আশীর্বাদ করেন এবং গোবেচারা কালিদাস হয়ে ওঠেন ঐতিহাসিক জগৎ – বিখ্যাত মহা পন্ডিত কবি কালিদাস। অতএব দেবীর আরাধনা শুদ্ধ মনে করলে দেবীর আশীর্বাদ আমাদের মধ্যেও বর্ষিত হবে। আরও পড়ুন – Mahalaya Wishes in Bengali: মহালয়ার শুভেচ্ছা বার্তা এই লেখাটি পছন্দ হলে অবশ্যই আমাদের জানাবেন এবং সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা আপনার আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবদের সাথে ,আপনার ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share