You are here
Home > Don't Miss > বিনোদন > শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

সকালবেলা আমরা যে উদ্দমের সাথে দিন শুরু করি যে এনার্জি লেভেলের সঙ্গে আমরা সারাদিন আমাদের কাজ কর্মের মধ্য দিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে কাটাই, তার পরবর্তী সময়ে এবং রাতের কাজের জন্য যে এনারজি নেওয়ার ব্রেক হল সন্ধ্যেবেলা। শুরু করা যাক শুভ সন্ধ্যার শুভারম্ভ।

আজ আমরা শুভ সন্ধ্যা আলোচনা করতে গিয়ে যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

শুভ সন্ধ্যা ভালোবাসা

সাধারণত বর্তমানে ব্যস্ত জীবনে আমরা অবসর সময় পেলে নিজেদের ফোনে একটু হোয়াটসঅ্যাপ চেক করা বা মেসেঞ্জার চেক করা এই সমস্ত কাজ করে থাকি। আর সেই সময়টা সন্ধ্যেবেলা আরো শুভ হয় যখন আমরা আমাদের কাছের মানুষের কাছ থেকে এই সারাদিন ব্যস্ততার পর এবং পরবর্তী কাজের এনার্জি সময়ে শুভসন্ধ‍্যা ম্যাসেজ পাই তখন সত্যিই মনটা আনন্দে ভরে ওঠে।

সন্ধ্যা মানের বাড়ি ফেরার ব্যস্ততা। সন্ধ্যা মানে সারাদিনের ব্যস্ততার পর একটু বিরতি। সন্ধ্যাকে বলা হয় দিনের শেষ আর রাতের শুরুর সন্ধিক্ষণ। কেউ সারাদিনের ব্যস্ততা কাটিয়ে একটু চায়ের দোকানে আড্ডা দেয় বন্ধু-বান্ধবের সঙ্গে আবার কেউ একটু বিরতি নেন পরিবারের সঙ্গে সারাদিনের কাজের পরে সময় কাটিয়ে। শুভ সন্ধ্যার মুহূর্ত আরো সভ্য হয়ে ওঠে কাছের মানুষের ভালোবাসায়। সন্ধ্যাবেলা খানিকটা রেস্ট খানিকটা রাতের কাজের জন্য এনার্জি নেওয়া। খানিকটা নিজের জন্য সময় বার করে নিজের সঙ্গে সময় কাটানো।নিজেকে ভালোবাসা।

শুভ সন্ধ্যা মেসেজ

অনেক সময় দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে আমাদের কাছের মানুষের সঙ্গে বা অনেক পুরনো বন্ধুর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। বিরতির সময় দেয় তাদেরকে যদি একটা ছোট মেসেজ পাঠিয়ে দেওয়া যায় তাহলে আমাদের পুরনো সম্পর্ক যেমন আগের মত ভাল হয়ে যায় তেমনি আমাদের দূরে চলে যাওয়া মানুষগুলো আবার কাছে চলে আসতে থাকে।

চলুন তাহলে দেখে নেওয়া যাক সেরকম এমন কিছু মেসেজগুলো আমরা আমাদের আপন মানুষকে সন্ধ্যার বিরতিতে পাঠাতে পারি।

ব্যস্ত শহরে ক্লান্ত দুচোখ তোমার অপেক্ষা বাড়ি এসো

শুভ সন্ধ্যা

সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর আমাদের সবার শরীর যখন ক্লান্ত চাদরে মুড়ে যায় তখন আমাদের সন্ধ্যেবেলায় আপামর বাঙালির চায়ের কাপ কিন্তু আমাদের ক্লান্তি দূর করে দেয়। আর আমরা এই সময়টা অবশ্যই নিজের পরিবারের সঙ্গে নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে নিজের কাছের মানুষের সঙ্গে কাটানোর চেষ্টা করি এবং তাদের সঙ্গে তাদের ব‍্যস্ত দিনের ক্লান্তি কাটাতে চাটা একসঙ্গে খেতে চেষ্টা করি।আর তাদের বাড়ি ফেরার অপেক্ষায় আমরা বসে থাকি। তখন তাদের এই মেসেজ পাঠিয়ে আমরা আমার তাদের জন্য যে অপেক্ষা করছে তা আমরা জানিয়ে তাদেরকে একটু ভালো লাগা দিতে পারি।

তুমি আজ আছো দূরে,
তোমার চিহ্ন কাছের ঘরে

শুভ সন্ধ‍্যা

আমরা অনেক সময় কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে কিংবা আমাদের অনেক কাছের মানুষ আছেন যারা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। আমরা সবাই সন্ধ্যেবেলাটা বিরতিনি। যারা বাড়ির থেকে দূরে থাকে সেই সময় যদি তারা তাদের আপনজন বা পরিচিতদের থেকে শুভ সন্ধ্যা মেসেজ পায় বা আমরা আমাদের কাছের মানুষজন দের থেকে মেসেজ পাই তাহলে অনেকটা পরিবারের মধ্যেই অনুভব করা হয় পরিবারের থেকে দূরে থেকেও।

ভিজে শহর ঝরাপাতা
সূর্যাস্তের অনেক কথা

শুভ সন্ধ্যা

দিনের সমস্ত সময়ের মধ্যে সবথেকে আবেগঘন সময় হচ্ছে সূর্যাস্ত এই সূর্যাস্তের সময় আমাদের যেমন একটি বিরোধী হয় সারাদিনের ব্যস্ততার পর ঠিক তেমনি যেন প্রকৃতি ও আমাদের থেকে একটু বিরতিনি সে সারাদিনে যত সমস্ত কাজ করেছে তার থেকে যেন একটু বিরতি নিয়ে একটু নিঝুম হয়ে যায় আমাদের চারিপাশে। সূর্যাস্তের এই আবেগপূর্ণ বিষয়টি আমাদের কেউ আমাদের কাছের মানুষের কথা মনে করিয়ে দেয় সূর্যাস্তের সময় যে সময়টা প্রকৃতিকে দেখলে যেন মনে হয় অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমাদেরও ঠিক সেরকমই হয় আমরা আমাদের কাছের মানুষকে সারাদিনের ব্যস্ততার মধ্যে কতটা মিস করেছি সেটা আমরা বলতে চাই কিন্তু বলতে পারিনা। সেই সময় যদি একটা ছোট মেসেজ পাঠিয়ে দেওয়া যায় সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা যদি কোন ম্যাসেজ পাই আমাদের কাছের মানুষের থেকে সেটা কিন্তু সেই অনুভূতিটা কে আরো বাড়িয়ে তোলে।

সূর্য যখন দিচ্ছে উঁকি
শুরু হচ্ছে কাজের ফাঁকি

শুভ সন্ধ্যা

আমরা যখন সারাদিনে কাজের মধ্যে ব্যস্ত থাকে তখন বাইরে কিরকম কি পরিবেশ তৈরি হচ্ছে আমরা অত খেয়াল করি না কিন্তু ঠিক বিকেল বেলা টা যখন দিনের আলো নিভে আসে তখন হঠাৎ করে আমরা যতই ব্যস্ততার মধ্যে থাকি আমাদের চোখ যায় কিন্তু বাইরের দিকে। এবং সেই বাইরের পরিবেশ দেখে আমাদের তখন একটু কাজে থেকে বিরতি নিতে ইচ্ছে করে এবং ইচ্ছে করে একটু নিজের মতো করে সময় কাটে আমাদের নিজের মস্তিষ্ককেও হালকা করতে। সেটা অফিসের বাইরে বেরিয়ে কলিক দের সাথে একবার যাই হোক কিংবা বাড়িতে বসে বারান্দাতে এক কাপ চা এর মাধ্যমেই হোক আমরা আমাদের সন্ধ্যেবেলা টাকে উপভোগ করি‌।

শুভ সন্ধ্যা ছবি

আসুন দেখে নেওয়া যাক শুভ সন্ধ্যার কিছু মন ভালো করা সুন্দর সুন্দর ছবি।

শুভ সন্ধ্যা ভিডিও

আসুন চটপট দেখে নেওয়া যাক শুভ সন্ধ্যার কিছু মন খুশি করার সুন্দর সুন্দর ভিডিও।

শুভ সন্ধ্যা খাবারের ছবি

সন্ধ্যা মানেই আমাদের ইচ্ছে করে মুখ চাট কিছু খাবার চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিছু মন ভালো করা সুস্বাদু খাবারের ছবি।

শুভ সন্ধ্যা রোমান্টিক ছবি

সন্ধ্যা মানেই রোমান্টিক মুহুর্তের হাতছানি। কাছের মানুষের কথা মনে পরা। তাহলে দেরি না করে আসুন দেখেনি কাছের মানুষকে পাঠানো যায় এমন কিছু রোমান্টিক ছবি।

শুভ সন্ধ্যা সোমবার

সারাদিনের ব্যস্ততার পর সপ্তাহের প্রথম দিন আশা করি সবার ভালো কেটেছে

শুভ সন্ধ্যা সোমবার

সোমবার মানেই সপ্তাহের প্রথম ব্যস্ততম দিন। রবিবারের বিশ্রাম কাটিয়ে এবার সারা সপ্তাহের ব্যস্ততার শুরু। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে সারা সপ্তাহের সম্পূর্ণ এনার্জি পেতে ব্যস্ততম সপ্তাহের শুরুর প্রথম দিনে সন্ধ্যেবেলা টা আমরা যদি কাছের মানুষের থেকে ম্যাসেজ পাই বা কাছের মানুষকে মেসেজ পাঠাই তাহলে পুরো সপ্তাহের ক্লান্তি দূর করতে সাহায্য করে।

কথায় আছে কোন কিছু যদি খুব শক্ত মনে হয় সেটার দিকে ফোকাস না করে আমরা আমাদের মতো করে কাজটা করার চেষ্টা করি সেটা আস্তে আস্তে সেই জটিল সময়টা আমরা কাটিয়ে উঠতে পারব ঠিক সেই জন্যই আমরা যদি সপ্তাহের প্রথম দিন আমাদের কাছের মানুষের কে শুভসন্ধ্যা মেসেজ করে এবং কাছের মানুষের থেকে শুভসন্ধ্যা মেসেজ পেয়ে আমাদের সারা সপ্তাহের কাজের প্রেসার এর উপর ফোকাস না করে তাহলে আমরা আরাম সে আমাদের নিজের ক্রিয়েটিভিটি নিজের প্রডাক্টিভিটি বাড়াতে পারব।

শুভ সন্ধ্যা মঙ্গলবার

কাজই ধর্ম কাজই কর্ম মঙ্গলবার সন্ধ্যা হোক প্রগতি পূর্ণ

শুভ সন্ধ‍্যা

সোমবারের সারা সপ্তাহের ব্যস্ততার যে প্রথম দিন সেটা সরকারকে আমরা মঙ্গলবারে আসি। মঙ্গলবার সন্ধ্যাটা কাটে আমাদের কাজের কথাই আলোচনা করতে করতে কাটে তেমনি সোমবার যেমন সবে শুরু এবং এখনো বাকি সপ্তাহ পড়ে আছে এর ব্যস্ততার দিন আলোচনা করতে করতে চলে যায় তেমনি ঠিক মঙ্গলবারে আমারা কাজের মাধ্যমে কাজের মধ্যে প্রবেশ করে যাই। তাই কাজের কিভাবে উন্নতি হবে সেই বলতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আমাদের কাটে। তা সে পরিবারের সঙ্গেই হোক কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে হোক কিংবা অফিসের কাজের সহকারীদের সঙ্গেই হোক।

আমরাই হলো আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ আমরা যদি নিজেদের বিকাশের জন্য অগ্রগতির জন্য উন্নয়নের জন্য নিজেদের উপর বিনিয়োগ করে তাহলে আমরা আমাদের থেকে বেটার ফল পাব এবং যেটা আমরা আমাদের জীবনেও এর প্রভাব দেখতে পাব এবং আমরা আমাদের কাজের মাধ্যমে সেই বিকাশটা আমাদের মধ্যে আসবে আমাদের কাজের মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের বিকাশ থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক পারিবারিক সমস্ত বিকাশ আমাদের চোখের সামনে ঘটবে।আমি যদি ঠিক থাকি আমার চারিপাশে ঠিক থাকবে আবার আমার চারিপাশ যদি ঠিক থাকে আমিও ঠিক থাকব আমরা হচ্ছি পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল সুতরাং শুধু আমার নিজের বিকাশ নয় আমার চারিপাশে যারা আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এবং সহকর্মী আছে তাদের সবার বিকাশের সমানভাবে গুরুত্বপূর্ণ তাই তাদেরকে শুভসন্ধ্যা এনার্জেটিক মেসেজ এবং এবং প্রেরণামূলক মেসেজ বার্তা শুভ সন্ধ্যার বার্তা আমরা আমাদের কাছে চারিপাশে যতজন আছে তাদেরকে পাঠিয়ে নিজেও মোটিভেটেড থাকব এবং অপরকেও মোটিভেটেড করবো।

শুভ সন্ধ্যা বুধবার

ব্যস্ততা যখন চার পাশে থাকবে তুমি আশেপাশে।

শুভ সন্ধ্যা

বুধবার যা ব্যস্ততম সপ্তাহের পুরোপুরি মাঝখান। যেখানে আমরা মঙ্গলবার সরাসরি কাজের মাধ্যমে ঢুকে গেছি এবং সোমবারের সারা সপ্তাহের ক্লান্তি কাটিয়ে সারা সপ্তাহের কাজ করতে হবে এটা মাথায় রেখে আমরা বেরিয়ে এসেছি। বুধবারে আজকে আমরা চলে এসেছি সারাদিনে কাজের প্রেসার এরপর সন্ধ্যেবেলা যখন আমরা বিরোধী নেব সেই সময় যদি আমরা আমাদের কাছের মানুষের থেকে কিংবা কাছের মানুষকে আমরা যদি শুভ সন্ধ্যার একটি ম্যাসেজ পাঠাই তাহলে এই ব্যস্ততার দিনেও তার মুখের মধ্যে একটি হাসি ফুটে উঠবে।

আরও পড়ুন – শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

আমরা আমাদের বাইরের জগতে আমাদের কাজের জগতে তখনই আমরা মন দিতে পারি যখন আমরা আমাদের ভেতর থেকে খুশি থাকে এবং আমাদের ব্যস্ততার মধ্যে যখন আমাদের নিজস্ব ব্যক্তিত্বের বিকাশ নিজস্ব সামাজিক-অর্থনৈতিক বা আরো আনুষাঙ্গিক পারিবারিক চাপের জন্য যে সময়টুকু আমরা আমাদের জন্য বার করতে পারিনা। এখন সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের মানুষ প্রিয়জনকে মেসেজের মাধ্যমে শুভ সন্ধ্যার মাধ্যমে তাদের উপস্থিতি আমাদের জীবনে কতটা তাদের গুরুত্ব আমাদের জীবনে কতটা এটা অনুভব করাতে পারি এবং তাদের থেকে শুভ সন্ধ্যার মেসেজ আমাদের সমান অনুভূতি দেয়।

শুভ সন্ধ্যা বৃহস্পতিবার

ব্যস্ত শহর অল্পসময়
বন্ধুর জীবন হোক সুস্থময়

শুভ সন্ধ্যা বৃহস্পতিবার

বৃহস্পতিবার কে বলা যায় সপ্তাহের ব্যস্ততম দিনের শেষ দিন খানিকটা হলেও। শুক্রবার সবারই আমাদের একটা উইকেন্ডের মুড চলে আসে এবং শনিবার আল্টিমেট সেই উইকেন্ডও চলে আসে।ব্যস্ত থাকে এই ব্যস্ততার জীবনের আদৌ কম্পিটিশনের যুগে আমরা সবাই আজকে ছুটছে নিজের ফ্যামিলিকে সুখী করতে এবং নিজেদের একটা ব্যালেন্স লাইফ মেন্টেন করতে। তার মাধ্যমে সুস্থ্য থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আর চারিদিকে যেরকম ভাবে দুর্ঘটনা ঘটেছে এই ব্যস্ততার মধ্যে নিজেদের খেয়াল রাখাটা হচ্ছে সবচেয়ে দরকারি। তাই বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমরা যদি আমাদের কাছের মানুষকে তার সুস্থতা কামনা করে তার নিরাপত্তা কামনা করে মেসেজ পাঠায় তাহলে তার যেমন খুব ভালো লাগবে এবং আমরাও যদি এরকম আমাদের কাছের মানুষের কাছ থেকে কোন ম্যাসেজ পাই আমাদেরও খুব ভালো লাগবে।

শুভ সন্ধ্যা শুক্রবার

ব্যস্ত শহরের ক্লান্ততা বন্ধু আমার হাল ছাড়বেনা

শুভ সন্ধ্যা শুক্রবার

শুক্রবার হচ্ছে সপ্তাহের শেষ ব্যস্ততম দিন সেই দিন ব্যস্ততা যদি একটু কম থাকে সেদিন উইকেন্দের একটা মেজাজ আমাদের মধ্যে চলে আসে এবং পরের দিনে সপ্তাহে শেষ শুরু হয়ে যাচ্ছে। তাই দিনের কাজের চাপ সামলে আমরা আমাদের সমস্ত বন্ধুকে ম্যাসেজ করতে পারে যেটা আমাদের সারা সপ্তাহ হয়ে উঠেনা শুভসন্ধ্যা শুক্রবার এর মেসেজ আমরা সবাইকে করতে পারি এবং যে সমস্ত বন্ধুদেরসঙ্গে আমাদের শনিবারের কোনো অনুষ্ঠান বা দেখা করার কিছু ঠিক হয় তাদের সঙ্গে আমরা প্লান করি এবং শুভ সন্ধ্যার মেসেজ দিয়ে সেই আইডিয়াটাই আমরা শুরু করি। শুক্রবারের সন্ধ্যা অনেক সময় আমাদের ফ্যামিলির কোন মেম্বার এর সঙ্গে আগের দিন বেরিয়ে একটুও সময় কাটানোর অনেক প্ল্যান থেকে থাকে এবং এই জিনিস এই সময় আমাদের যেহেতু পরের দিনই থাকে তো সেইজন্য সমস্ত জায়গায় একটা পার্টি মুড তৈরি হয়।

শুভ সন্ধ্যা শনিবার

ব্যস্ততার শেষ বেলায় আজ আমাদের বন্ধুদের মেলায়

শুভ সন্ধ্যা শনিবার

শনিবার অর্থাৎ উইকেন্ড আমাদের এসে গেছে আর বিকেল মানেই হচ্ছে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা আড্ডামারা এবং নিজেদের মতো সময় কাটানো। শনিবার কোন কাজ নাই শনিবার হচ্ছে নিজের টুকটাক কাজ মিটিয়ে আমরা সবসময় নিজেদের কাছের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি এবং সপ্তাহের শেষটা একটু তাদের সঙ্গে দেখা করে ভালো কাটাবার চেষ্টা করি। সারা সপ্তাহের শুভ সন্ধ্যার মেসেজ পাঠিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং সপ্তাহের শেষে আমরা সবাই সবার সঙ্গে দেখা করে এবং আবার গল্প হয়। এখন টেকনোলজির যুগে যে সমস্ত বন্ধুবান্ধবরা চাকরিসূত্রে বাইরে থাকেন তাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি।অনেকের শনিবারেও কাজ থাকে কিন্তু তাদের কাজ থাকলেও সেটা অতটা সেই দিনের ব্যস্ততা বা চাপা থাকে না তাই আমরা তাদেরকে কাজের মধ্যে কিন্তু যদি মেসেজ পাঠাই উইকেন্ডে শুভ সন্ধ্যার মেসেজ তাহলে তাদেরও ভালো লাগবে এবং আমাদের যদি কাজ থাকে আমাদের কেউ পাঠায় সে ক্ষেত্রে আমাদেরও মনে করছে আমাদের কাছের মানুষ এই হিসেবে ভীষণই ভালো লাগে।

শুভ সন্ধ্যা রবিবার

ব্যস্ততার আজ দি এন্ড
আজকে শুধু এটাই ট্রেন্ড

শুভ সন্ধ্যা রবিবার

আল্টিমেট উইকেন্ড এসে গেছে সেটার জন্য আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি। এই দিন আমাদের নিজেদের কাজ থাকে যেগুলো আমরা মিটিয়ে থাকি এবং এই দিনটা সম্পূর্ণ আমরা আমাদের পরিবারকে সময় দিই কারণ সারা সপ্তাহে ব্যস্ততার মধ্যে সেটা আমরা ঠিকভাবে দিয়ে উঠতে পারিনা। রবিবারের সন্ধ্যেটা হয় টেলিভিশনের সামনে চায়ের কাপ সঙ্গে কিছু স্ন্যাক্স এবং সমস্ত পরিবারের মানুষজনকে নিয়ে একসঙ্গে গল্প আড্ডা। সেদিন আমাদের শুভ সন্ধ্যার মেসেজ পাঠানো রক্ত কম থাকে কিন্তু আলটিমেটলি আমাদের শুভ সন্ধ্যাটি এই দিনে সম্পন্ন হয়। পরিবারের সবার সঙ্গে বসে সন্ধ্যের আড্ডায় মজাই আলাদা। এই আড্ডার মাঝে পরিবারের কেউ যদি বাইরে থাকেন চাকরিসূত্রে তাহলে তাকে ভিডিও কল করে তাকেও পরিবারের মধ্যে থাকার ফিলিংস দেওয়া এবং শুভসন্ধ্যা মেসেজ পাঠিয়েছে তাকেও সমানভাবে আমাদের মধ্যে উপস্থিতির বার্তা আপনার শুভসন্ধ্যা রবিবার মেসেজের মাধ্যমে দিয়ে থাকি।

আরও পড়ুন – শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অমৃত বাণী, ছবি, গান ও জীবনী

সন্ধ্যা মানে হল আবেগপূর্ণ অনুভূতি অবশেষে বলা যায় সন্ধ্যা বেলা শুধুমাত্র সারাদিনের ব্যস্ততার মধ্যে বিরতির সময় নয় এবং বর্তমানের সম্পর্কের মধ্যে যে কাছের মানুষকে মনে পড়ার বিষয় সেটা নয়। সন্ধ্যা হল অনেক পিছুটান অনেক স্মৃতিচারণ। অনেক পুরনো জিনিস একবার হঠাৎ করে চোখের সামনে এসে হঠাৎ করে মিলিয়ে যাওয়ার সময়। পড়ন্ত বিকেল ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায় এবং আমাদের মনে পড়ে স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ফিরে আসা। বৃষ্টি ভেজা সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে অপূর্ব মুহূর্তের তৈরি হওয়া কোন প্ল্যান ছাড়াই। আবার কখনো মনে পড়ে যায় কলেজ লাইফে সন্ধ্যেবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা জীবনের প্রথম প্রেমের হাতছানি। সন্ধ্যা হলো কিছু পুরনো স্মৃতি কিছু ভালো কিছু মন্দ মুহূর্ত হঠাৎ করে দমকা হাওয়ার মতো আমাদের স্মৃতিতে ফ্ল্যাশব্যাকের মতো চলে আসার একটি সময়। পুরনো জিনিস পুরনো মূহুর্ত পুরনো স্মৃতির তার মধ্যে যেমন ভাল মন্দ দুটো অনুভূতি মেশানো থাকে যেগুলো আমাদের কিছুটা বর্তমানকে আনন্দ দেয় আবার কিছুটা বর্তমানকে অনেক প্রশ্নের মুখেও ঠেলে দেয়। যা আমাদের নিজেদেরকে বোঝানোর জন্য নিজেদের সময় হয়ে ওঠে। কোথাও মানসিক প্রস্তুতি মানসিক দ্বন্দ্ব সমস্ত কিছু মিলেমিশে একটা অদ্ভুত অনুভুতির সৃষ্টি হয় এবং পরবর্তীকালে যখন বাস্তবের সঙ্গে তাল মিল হতে দেখা যায় এবং সেটি আমাদেরকে ভবিষ্যতে অনেকটা এগিয়ে নিয়ে যায় মানসিক শক্তি দেয়। কিছু আলো-আঁধারি মুহূর্ত কিছু ভালোলাগা মন্দলাগা স্মৃতি কিছুটা ভবিষ্যতের চিন্তা কিছুটা অতীতের খুনসুটি সব মিশে সন্ধ্যা বেলাটা নিজেদের সঙ্গে পরিবারের সঙ্গে এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে ভালই কাটে আমাদের সকলের। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জিনিস পোস্ট করা এবং নিজেদের কাছের মানুষকে মেসেজ পাঠানোসাথে শুভ সন্ধ্যার বার্তা পৌঁছে দেওয়া এই সমস্ত নেই আমাদের সন্ধ্যেবেলা হয়ে ওঠে চমকপ্রদ।

আশাকরি লেখাটির ভীষণ ভালো লেগেছে এবং আরো এরকম নানান সুন্দর সুন্দর বিষয়ে লেখা পড়তে গেলে অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন এই লেখাটি।

Leave a Reply

Top
error: Content is protected !!