১৫+ বাছাই করা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা বিনোদন by admin - June 19, 2022June 19, 20220 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share আমরা সকলেই স্মার্ট যুগে নানান গণমাধ্যমের মধ্য দিয়ে গুড মর্নিং বা সুপ্রভাত বা শুভ সকাল শুভেচ্ছা বার্তা কামনা করি। শুভ সকাল শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাদের দিনটিকে ভালবাসা এবং যত্ন দিয়ে একটি নতুন আরম্ভের সূচনা করার এটি একটি প্রয়াস বললেও খুব একটা ভুল হবে না। এই সুপ্রভাত শুভেচ্ছা বার্তা শব্দটি আপনার সম্পর্কের মধ্যে মাধুর্য ঢেলে দিতে পারে শুধু মাত্র এই বার্তাটি যাকে পাঠাচ্ছেন তার এই বার্তা পড়ার পর মুখে একটি হাসি দিয়ে। আপনার বিশেষ একজন, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সহকর্মী, বস, বা পরিবারের আপনজনকে এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুদের এই সোশ্যাল মিডিয়ার দিয়ে সুপ্রভাত শুভেচ্ছা বার্তা জানান। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সকাল গুলো সুন্দর ভাবে শুরু করতে। আর সেটি হতে পারে কেবলমাত্র সুপ্রভাত শুভেচ্ছা বার্তার মাধ্যমে। কারো কাছে থেকে সুন্দর সকালের শুভেচ্ছা বার্তা পেলে আমাদের মন খুব ভালো হয় যায়। শুভ সকাল বা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা ম্যাসেজের মাধ্যমে, আপনার মনের যাকে পাঠাচ্ছেন তার প্রতি এক কেয়ার প্রকাশ পায়। আমাদের এই ব্যাস্ততম জীবনে সকালই হলো এমন একটা বিশেষ এবং শান্তি পূর্ণ সময় যখন আমরা কিছু নতুন আশা ও লক্ষ নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করার পথে অগ্রসর হই। প্রতিটি সকাল আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করতে সাহায্য করে। তাই সুন্দর মানসিকতা নিয়ে দিন শুরু করা খুব গুরুত্বপূর্ণ। সুপ্রভাত শুভেচ্ছা বার্তা একটি নতুন সকালের শুরুর প্রথম ধাপ। আমারা প্রায়ই আমাদের আপনজনদের সুপ্রভাতের শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকি। তবে তা হয়তো এক কথায়। নিজের মনের কথাটা হয়তো প্রকাশ করি না। একটি নতুন দিন শুরু করার আগে প্রত্যেকের উচিত তার মনের কথা অপরজনকে জানানো। সে আপনার প্রেমিকা, প্রেমিক হোক অথবা বাবা, মা। প্রত্যেকের অধিকার রয়েছে একটি সুন্দর সুপ্রভাতের শুভেচ্ছা বার্তা পাওয়ার এবং দিনটিকে একটি হাসি ও নতুন এনথু দিয়ে শুরু করার। Table of Contents Toggle সুপ্রভাত শুভেচ্ছা বার্তা:শুভ সকাল:শুভ সকাল রোমান্টিক মেসেজ:শুভ সকাল ছবি :শুভ সকাল sms:শুভ সকাল ঠাকুরের ছবি:শুভ সকাল সোমবার:শুভ সকাল মঙ্গলবার:শুভ সকাল বুধবার:শুভ সকাল বৃহস্পতিবার:শুভ সকাল শুক্রবার:শুভ সকাল শনিবার:শুভ সকাল রবিবার:শুভ সকাল কবিতা:শুভ সকাল স্ট্যাটাস:উপসংহার: সুপ্রভাত শুভেচ্ছা বার্তা: প্রত্যকের সকালের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সকাল যদি আমাদের সবার সুপ্রভাত শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হয় তাহলে আর কথাই নেই। আর সেই সুপ্রভাত শুভেচ্ছা বার্তা মনোমুগ্ধকর করে তোলে প্রতিটি পাঠকের মনকে। সামান্য কিছু কথার মাধ্যমেই আপনার রাঙা সকাল হয়ে উঠতে পারে আরো সতেজ। প্রত্যেক দিন সুপ্রভাতের শুভেচ্ছা বার্তার ছবি যদি একটা করে শুভেচ্ছা হিসাবে আমরা পাই তাহলে মন কত ভালো হয়ে যায় আর একটা সুন্দর দিনের সূচনা হয় তা বলাই বাহুল্য। মর্ডান দিনে আমরা প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করি এবং সকলেই সকাল বেলা ঘুম থেকে উঠে আমাদের সবচেয়ে কাছের বন্ধু মোবাইল সেটি ব্যবহার করে থাকি। আমরা অনেকেই আমাদের কাছের বা দূরের প্রিয় মানুষদের শুভ সকাল বা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা পাঠাতে পছন্দ করি। আসুন, সেই বার্তার কিছু নমুনা আলোচনা করা যাক:- সূর্যের আলো,বা আশার আলো।উভয় ক্ষেত্রে জীবনের অন্ধকারমুছে যাক। – সুপ্রভাত Morning Motivation আমাদের প্রত্যেকের জীবনে কঠিন সময় এসেছিল বা আছে। প্রত্যেক ব্যক্তি এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে সূর্যের মতো উদ্দীপ্ত করেছে। অর্থাৎ কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের লক্ষ্যচ্যুত করতে পারেনি। বরং আমাদের অন্ধকাাচ্ছন্ন মনে আশার আলো পুরো জায়গাটাকে আলোয় আলোকিত করে তুলেছে। জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক সফলতাময় – সুপ্রভাত Morning Motivation আজ সকল ফিল্ড প্রতিযোগিতায় পরিপূর্ণ। আজ আমরা সবাই কম বেশি সফলতার পেছনে ছুটছি জীবনকে নতুন করে সাজাব বলে, কাছের মানুষকে ভালো রাখব বলে। তাই এই শুভেচ্ছা বার্তাটি সকালে একটি অনুপ্রেরণা নিয়ে আসবে যেখানে সফলতা কামনা করা হচ্ছে। সেই পরিশ্রমকে সম্মান জানানো হচ্ছে। শুভ সকাল: প্রতিদিন সকালে শুভ সকাল মেসেজ বা শুভ সকালের শুভেচ্ছা ছবি পেতে কে না ভালবাসে, আর প্রতিদিন যদি একটা করে শুভ সকালের শুভেচ্ছা ছবি আমরা শুভেচ্ছা হিসাবে পাই তাহলে মন কত প্রফুল্লই না হয়ে যায়। একটা সুন্দর দিন শুরু হয়। ভোরের প্রথম আলো যেমন সুন্দর। ভোরের হওয়া যেমন স্নিগ্ধভোরের পাখির ডাক যেমন মধুরতেমন সুন্দর হোক সাবার জীবন। -শুভ সকাল ভোর হলো প্রত্যেক ব্যক্তির খুব প্রিয় বা ভালোলাগার জিনিস। ভোরবেলার কথা শুনলে বা ভাবল মনটা এমনি ভালো হয়ে যায়। হাল্কা সভায় মোরা সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে উকি মারছে। ক্লান্ত রাত পারি দিচ্ছে উষ্ণ ব্যস্ত সকালের দিকে। অন্ধকারের চাদর ঢাকা শহর পাখির কিচিরমিচির ডাকে ঘুম থেকে উঠে নতুন দিনের সূচনা করলো। বিষয়টা ভারী সুন্দর মিষ্টিমধুর যা ভাবলেই নিজেকে অন্য জগতে নিয়ে চলে যায়। তুমি পারবে কারণ তুমি করছো, তুমি করছো কারণ তুমি চাইছ- শুভ সকাল আমরা আজ যা চাই তা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়। আমাদের পথ যদি সঠিক হয় আর চাওয়া যদি ন্যায্য হয় তবে তা আমরা অর্জন করব। ধৈর্য্য ধরে আমাদের কাজ করতে হবে। সকালে এই শুভেচ্ছা বার্তা যে পাবে সে নিজের সাথে সাথে যে পাঠিয়েছে তারও লক্ষ্য পূরণে অনুপ্রেরণা হয়ে উঠবে। শুভ সকাল রোমান্টিক মেসেজ: সকালে ঘুম থেকে ওঠার পর নিজের প্রিয় মানুষের থেকে শুভ সকাল শুভেচ্ছা না পেলে দিনটা ভালো যায় না। আমাদের সবার জীবনের সাথে ভালোবাসা জড়িয়ে আছে অনেক সময় আমাদের প্রিয় মানুষ সামনে থাকে আমরা কিছুই বলতে পারি না। বুক ভরা ভালোবাসাআমি রেখেছিতোমার জন্য তুমি যে আমারআমি যে তোমারতুমি শুধু আমার জন্যে..সুপ্রভাত প্রিয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালোবাসায় লিপ্ত। ভালোবাসা ছাড়া আর কিছু সুন্দর জিনিস হয় না। আর নিজের পছন্দের মানুষ হলে তো জীবন আরো সুন্দর এবং রঙিন হয়ে ওঠে। শুধু একটাই কথা জানি হে প্রিয় তুমি শুধু আমার। আমার কাছে তুমিটা খুবই গুরত্বপূর্ণ যাকে ছাড়া আমি অন্ধ। ফনি হারা মনির মত। আমার দিনের শুরু থেকে রাতের শেষ সবটাই তুমিতে ঘেরা। তোমায় ছাড়া আমি অচল। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তুমি আমার এবং মৃত্যুর পরেও তুমি আমারই থাকবে। সূর্যের দীপ্তির মতো তুমি আমার জীবনের প্রজ্জ্বলিত দীপ্তি- সুপ্রভাত জীবনসঙ্গী আমাদের জীবন সাজিয়ে তোলে। তাকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে তার সকালটা এই ছোট বার্তা দিয়ে হয়ে উঠবে আরো রঙিন। তাকে জীবনের ছোট ছোট অনুভূতি গুলো বার্তার মাধ্যমে জানিয়ে তাকে স্পেশাল করে তুললে তার দিন টিও স্পেশাল হয়ে উঠবে। শুভ সকাল ছবি : প্রতিটি সকাল আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করতে সাহায্য করে। শুভ সকাল sms: আমাদের এই ব্যস্ততম জীবনে সকালই হলো এমন একটা বিশেষ এবং শান্তি বা আরাম পূর্ণ সময় যখন আমরা কিছু নতুন লক্ষ ও আশা নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করি। প্রত্যেকটি সকাল আমাদের মনে শুভ চিন্তাভাবনার সূচনা ঘটায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তপ্রতিটি মুহূর্ত তোমায় ভালোবাসি।শুভ সকাল সূর্য ওঠা ও অস্ত যাওয়া পুরো বিষয়টাই খুবই সুন্দর এবং মনোরম। যার ব্যাখ্যা করা খুবই কঠিন। শুধু আবেগ মাখা অনুভূতিই তার বিস্তারিত আলোচনা করতে পারে। ঠিক তেমনি ভালবাসার প্রত্যেকটি মুহুর্ত খুবই সুন্দর এবং রঙিন। যার রামধনুর পুরো বৃত্তে ঘুরে বেড়ায়। বিষয়টা কাল্পনিক হলেও সুন্দর এবং শান্তির। প্রতিটি দিন হয়ে উঠুক তোমার হাসির মতো সুন্দর- গুডমর্নিং হাসির মতো ধারালো অস্ত্র এই পৃথিবীতে নেই তাই কাছের মানুষের হাসি কারণ হয়ে উঠার মতো ভালো জিনিস আর হয়না। সেও ভালো থাকবে আর আমরা ভালো থাকব সে ভালো আছে বলে। শুভ সকাল ঠাকুরের ছবি: আমাদের সলকের সকালটা আরো সুন্দর হয়ে যায় যখন আমরা কোনো ঠাকুরের ছবির সাথে শুভ সকালের শুভেচ্ছা বার্তা পাই। শুভ সকাল সোমবার: আজ সোমবার, রবিবারের অলস মেজাজ ফেলে দিয়ে ব্যস্ততার নিয়মে প্রবেশ করা। নিজেকে যান্ত্রিকে পরিবর্তন করা। হিন্দু সমাজে আজকের দিনটি মহাদেবের জন্মবার হিসাবে পালিত হয়। মহাদেব আমাদের সর্বোচ্চ পিতৃ ঈশ্বর,উনিই দেব আদি দেব মহাদেব,উনিই স্বয়ং ভূ। উনি স্বয়ং পুরুষ শরীরী হলেও তাঁর উপাদানের কারন প্রকৃতি। শুভ সকাল সোমবার। শুভ সকাল মঙ্গলবার: মঙ্গলবার সোমবারের চেয়ে ভাল, কারণ সপ্তাহটি তার সাথে শুরু হয় না, তবে সোমবার দিয়ে। সুতরাং মঙ্গলবারকে সপ্তাহের দ্বিতীয় দিন বলা হয়।প্রতি মঙ্গলবার আমাদের কাছে উদ্দীপনা এবং খারাপ কিছু হয়। স্কুলে যেমন, উদাহরণস্বরূপ, যখন কোনও বিষয় মঙ্গলবার হয় এবং যখন নিজেকে কোথাও যেতে হয়। সবকিছু ঘটনার উপর নির্ভর করে, দিন নয়। তবে এই ঘটনাটি চিন্তাভাবনা অপসারণ করার জন্য যথেষ্ট নয়। স্টিরিওটাইপগুলি সহ বেঁচে থাকা আরও সহজ, বিশেষত যখন অন্যান্য দৌড়ের বিষয়টি আসে।মেজাজ সবসময় দিনের উপর নির্ভর করে না। প্রতিদিন খারাপ কিছু ঘটতে পারে বা আবহাওয়ার কারণে আপনি খারাপ মেজাজে রয়েছেন। যে কোনও কিছু ঘটতে পারে এবং বারবার আপনার ইতিবাচক অনুভূতি প্রয়োজন। শুভ সকাল মঙ্গলবার। আরও দেখুন: বিবাহ বার্ষিকী শুভেচ্ছা শুভ সকাল বুধবার: প্রতিটি নতুন সকালে আমাদের জীবনের একটি নতুন শুরু। বুধবার আপনার একটি সুন্দর সময় কাটান। আমি আপনাকে একটি শুভ বুধবার কামনা করি।আমি আপনাকে বুধবার একটি মিষ্টি রোদ কামনা করি।একটি দুর্দান্ত, বুধবারের জন্য আন্তরিক শুভেচ্ছা।বুধবার সকাল ঠিক মঙ্গলবারের ভোরের মতোই ছিটেফোঁটা। লড়াইয়ের জন্য বন্ধ এবং একটি সুন্দর দিন দিন। মঙ্গলবারের ক্লান্তির রেশ কাটিয়ে আবার নতুন ভোরের সূচনা। শুভ সকাল বুধবার। শুভ সকাল বৃহস্পতিবার: বুধবারের ক্লান্তির চাদর সরিয়ে বৃহস্পতিবার উঁকি মারে এবং আরেকটি নতুন সকালের শুভসূচনা হয়। হাসি দুঃখ নানান মুহূর্তের সম্মুখীন হয়ে বাড়ি ফেরার মধ্যেও অন্য একটি আনন্দ বিচরণ করে। এই দিনটি খুবই শুভ। মা লক্ষ্মীর আরাধনা করা হয়। শুভ সকাল বৃহস্পতিবার। শুভ সকাল শুক্রবার: বৃহস্পতিবার রাত ঘুম দেবার পরেই শুক্রবার সকাল হতে ডাক দিয়ে বলে আমি এসে গেছি। রূপালী আভায় মেতে ওঠে মন নতুন সকালের বরণ করার জন্য। মন ফুরফরে হয়ে ওঠে। মন সতেজ হয়ে যায়। আপনার জীবনের এই সকাল আরো ভালো হয়ে উঠুক। অনেক অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করুন। শুভ সকাল শুক্রবার। শুভ সকাল শনিবার: চাঞ্চল্যকর মন হয়ে ওঠে যখন শনিবার উঁকি মারে রাতের চাদর সরিয়ে। শুক্রবারের ক্লান্ত আমেজকে মুক্ত হস্তে বিদায় দিয়ে শনিবারের শান্ত সকাল নতুন ঘটনা ঘটানোর জন্য নিজেকে প্রস্তুত করছে। দুষ্টু-মিষ্টি, হাসি-কান্না সব কিছু নিয়েই দিনের শুভসূচনা ঘটলো। শুভ সকাল শনিবার। শুভ সকাল রবিবার: ভীষন ক্লান্ত শনিবার বাড়ি ফিরে আবেগ মাখা ঘুম জড়িয়ে রবিবারের অপেক্ষায় অপেক্ষারত। হাল্কা অলস ঘুমের চাদর শক্ত করে ধরে সপ্তাহের সব ক্লান্তিকে দূরে ঠেলে দিয়ে মজাদার রবিবারের অলস সূর্যের শুভসূচনা প্রতিস্থাপন করে। নিজের সাথে নিজের সময় কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া রবিবার এলেই সম্ভব। পরিবারের সকল সদস্য একসাথে বসে নিজের কথা বলা,মজা করা সব রবিবারের জন্যই হয়। রবিবার হলো আনন্দের দিন যা প্রত্যেক মানুষের খুব প্রিয় এবং গুরুত্বপূর্ণ। শুভ সকাল কবিতা: সবুজ নয়ন মেলে,দোলনচাঁপার প্রেমেকোথায় তুমি গেলে ওগো প্রেমান্তর….সরষে ক্ষেতের পাশে,নীল দিঘির তীরেআস্তে নবীন,যেতে প্রবীণপ্রেমের কিরণ ফেলে…..হে সবুজায়ন ফিরে আয় আমার কাছে।।লাল ফুল উঁকি মারেনীল আকাশের দিকে….রামধনু রঙের মেলাআমি আজ কর দিকে যাই,শুধু,-সাজাই প্রেমের ভেলা।। শুভ সকাল স্ট্যাটাস: আমরা আধুনিক যুগে বাস করছি। এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের দিন শুরু হয়। সকালে ঘুম ভেঙেই যদি চোখে পরে খুব সুন্দর একটি সকালের শুভেচ্ছা বার্তা, তাহলে মনটা প্রফুল্লতায় ভরে যায় আর সারাদিনটিই যেন তার ভালো কাটে। তাই কারো মন ভালো করে দিতে সুন্দর একটি শুভ সকাল স্ট্যাটাস বা বার্তাই যথেষ্ট। হতে পারে সেটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা অন্য যেকোনো উপায়ে। চাইলে সুন্দর একটি স্ট্যাটাস দিয়েও দিনটি শুরু করতে পারেন। আরও দেখুন: মহালয়ার শুভেচ্ছা বার্তা ভোরের শিশির তুমি জোছনার আলো,আমি চাই তুমি থাকো সব সময় ভালো।- শুভ সকাল ভোরের শান্ত আভায় ভেসে সুন্দর একটি দিনের আরম্ভ হয়। সুন্দর আমেজ তৈরি হয়। মন ভালো হয়ে যায় সকালের সূচনাটা মনোরম হলে। শিশির ভেজা ভোর বেলায় সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে আমাদের মন। সেই ভালোবাসা আমাদের সারা দিনটা ভালো করে দেয়। প্রিয় জনের দিনটি হয়তো খুব ভালো কাটতে পারে। হতে পারে একটু কষ্ট করে একটি শুভেচ্ছা কাউকে জানালে তার দিনটিই ভালো কেটে যেতে পারে। তাই এই সুন্দর অভ্যাসগুলি আমাদের চর্চা করা উচিৎ। উপসংহার: আমাদের দিনের শুরু যদি ভালো হয় তাহলে আমাদের সারা দিনটা খুব ভালো করে কাটে। মন মেজাজ ভালো থাকে। কাজে মন বসে, ভালো কাজ করার অদম্য ইচ্ছা প্রকাশিত হয়। শুভ সকাল এবং গুডমর্নিং শুভেচ্ছা বার্তা সেই মেজাজ তৈরি করে। আজ চারিদিকে এত খারাপের মাঝে যেখানে আমরা খবরের কাগজে শুধু হিংসা, মারামারি দেখি তা এই ছোট ছোট বার্তা গুলো একটু হলেও আলোর দিশা দেখায়। মানুষ আজ সব খারাপের মাঝে একটু ভালোর আশ্রয় খোঁজে। তাহলে নয় সুপ্রভাত বার্তাই হয়ে উঠুক দিনের শুরুতে সেই ভালোর আশ্রয়। গুডমর্নিটা যেন সবার গুড হক এই কামনা করা আমাদের একান্ত কাম্য। এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share