অন্তঃসত্ত্বা হয়েও রোজা রেখেই কোভিড রোগীদের সেবায় মত্ত মানবিক নার্স ভাইরাল by admin - April 25, 2021April 25, 20210 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share রমজান মাসের কারনে চলছে রোজার উপোস তার উপর চার মাসের অন্তঃসত্ত্বা, তাতে কি হয়েছে নিজের কর্তব্য পালন থেকে একবারও সরে আসেননি গুজরাটের সুরাট শহরের অটল কোভিড কেয়ার ইউনিটে কর্মরত নার্স ন্যান্সি আয়েজা মিস্ত্রি। তার দায়িত্ববোধ ও কর্তব্যপরায়নতা এই কঠিন সময়ে অবাক করেছে সুরাটবাসীকে। রোজা রাখার কারণে একেই শরীর দূর্বল, উপরন্ত অন্তঃসত্ত্বা এই সময়ে করোনা সংক্রমণ ওনার জন্য হতে পারে মারাত্মক, সব জানা সত্ত্বেও কর্তব্য থেকে এক পা ও পিছু হাটেন নি ন্যান্সি। নিজের সুরক্ষার তোয়াক্কা না করেই সেবা করে চলেছেন কোভিড আক্রান্ত রোগীদের। হামেশাই সারাদিনে নামমাত্র খাবার খেয়ে ৭ থেকে ৮ ঘন্টা ডিউটি করে চলেছেন প্রতিদিন। নিদির্ষ্ট কোভিডবিধি কড়া ভাবে মেনেই প্রতিদিন নিজের কর্তব্য করে চলেছেন সেই কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকেই।ন্যান্সি জানিয়েছেন, “আমি অন্তঃসত্ত্বা হলেও আমার কাধে যে দায়িত্ব রয়েছে তা বর্তমান সময়ে পালন করা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর আশীর্বাদে এই পবিত্র রমজান মাসেও আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে সক্ষম হয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।” আরও পড়ুন – মানসিক রোগের লক্ষণসমূহ | মানসিক রোগ থেকে মুক্তির উপায় আমরা আশাকরি উনি এভাবেই সুস্থতার সাথে রোগীদের সেবা করতে সক্ষম হন এবং ভবিষ্যতে যেন সুস্থ সবল ভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেন। উৎস – ইন্টারনেট Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share