চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe): বাড়িতেই বানিয়ে ফেলুন রান্নাবান্না ও রূপচর্চা by admin - September 14, 2020September 16, 20201 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Jump to Recipe Jump to Video Print Recipe বিরিয়ানি!যার নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ নেই বোধহয়!। তবে বাইরে থেকে বিরিয়ানি খাওয়া অনেক সময় বা ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠে না। কেমন হয়!?বাড়িতে অতিথি এলে বা কোনো উৎসবে যদি বাড়িতেই বিরিয়ানি রান্নার সহজ উপায় আয়ত্ত করা যায় এবং রান্না করে ফেলা যায় মজাদার বিরিয়ানি। তাহলে নিজের হাতে বানানো ফ্রেশ খাবারও পাওয়া যাবে, আর সেই সাথে বিরিয়ানির দূর্দান্ত স্বাদ। বলাবাহুল্য, হঠাৎ গেস্ট আসায় বা উৎসবের দিনে যদি বাড়িতেই খুব সহজে কিছুক্ষণে বানিয়ে ফেলা যায় চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe) তাহলে তো আর কথাই নেই, বাড়িতে বসেই রেস্টুরেন্টের আমেজ। হুম! ঠিক ধরেছেন! আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি মজাদার ও লোভনীয় চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe)। চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe) admin আসুন আজ আপনারা দেখে নিন একটা দারুণ চিকেন বিরিয়ানি রেসিপি 5 from 1 vote Print Recipe Pin Recipe Prep Time 20 minutes minsCook Time 45 minutes minsম্যারিনেশন 30 minutes minsTotal Time 1 hour hr 35 minutes mins Course Main CourseCuisine Indian Servings 4 জনCalories 0.274 kcal Equipmentহাড়িকড়াইখুন্তিগামলাহাতা Ingredients ৬০০ গ্রাম বাসমতী চাল৭০০-৮০০ গ্রাম চিকেন৪ টি ডিম৪ টি আলু গোটা আলু১ কাপ টক দই২ টি পেঁয়াজ বড়১ টেবিল চামচ রসুন বাটা১ টেবিল চামচ আদা বাটা১ টেবিল চামচ হলুদগুঁড়ো১ টেবিল চামচ জয়িত্রী১ টেবিল চামচ জায়ফল১০-১২ টি কেশর দুুধে ভেজানো৩-৪ ফোঁটা বিরিয়ানি রান্নার আতর৩ টেবিল চামচ গোলাপ জল৩ টেবিল চামচ কেওড়া জল১ টেবিল চামচ বিরিয়ানি মশলা ২ টি স্টার আনিস অপশনাল৪ টি ছোট এলাচ২ টি বড় এলাচ৪-৫ টি লবঙ্গ২ টি গোটা দারচিনি৫ টি গোটা গোল মরিচ১ টি তেজপাতা৫০ গ্রাম ঘি Instructions প্রথমে চিকেনটা ধুয়ে একটা পাত্রে পরিমাণমত নুন, টক দই, হলুদগুঁড়ো, আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। চিকেন বিরিয়ানি রান্নায় সবচেয়ে প্রয়োজনীয় হল ধৈর্য। বাসমতী চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে জল গরম করে প্রথমে তেজপাতা, তারপরে নুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর ঘি দিয়ে মিশিয়ে আগে থেকে ভেজানো চালটা দিয়ে দিতে হবে। ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ১৫ মিনিট পর দেখে নিতে হবে চাল সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ফ্যান ঝরিয়ে ভাতটাকে থালায় ছড়িয়ে রাখতে হবে যাতে ভাতটা ঝরঝরে হয়। তখন ভাতের ওপর একটু বিরিয়ানি মসলা ছড়িয়ে রেখে দিতে হবে। আলুগুলো আর ডিমটা সেদ্ধ করে নিতে হবে। কিন্তু ভাতের সঙ্গে একসঙ্গে করা চলবে না। আলাদা করে করতে হবে। কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে কুচোনো পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ সোনালি হলে ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করা আলুগুলো দিয়ে মাংসের সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। মাংস কষানোর পর একটা হাঁড়ির তলার দিকে ভালো করে ঘি মাখিয়ে দিতে হবে। তারপর কিছুটা ভাত তার মধ্যে দিয়ে দিতে হবে। ভাতের ওপর মাংস আর আলু দিয়ে তার উপর একটু ঘি ছড়িয়ে দিতে হবে। জয়িত্রী গুঁড়ো আর জায়ফল গুঁড়ো ভাতের ওপর ছড়িয়ে দিতে হবে। এবার আবার খানিকটা ভাত উপরে দিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে, তার উপরে আবার একটু ঘি দিয়ে দিতে হবে। এবার তার ওপরে বাকি ভাতটা দিয়ে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধে ভেজানো কেশর, স্টার আনিস দিয়ে দিতে হবে। চিকেন রান্নার যেটুকু তেল বেঁচে গেল সেটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকেন বিরিয়ানি রেসিপির জন্য। চিকেন বিরিয়ানি রেসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী স্টেপ হল দমে বসানো। লেয়ারিং এর পর যাতে হাওয়া বেরিয়ে না যায় তার জন্য হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে চারপাশ ভাল করে আটা দিয়ে বন্ধ করে ১০ মিনিট প্ৰথমে মাঝারি আঁচে বসাতে হবে। ১০ মিনিট পর একটা কড়াইতে জল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিতে হবে। উপরে একটা ভারি কিছু যেমন নোড়া চাপা দিতে হবে। আরো ৩০ মিনিট স্টিমে বিরিয়ানিটা হবে। ৩০ মিনিট হয়ে গেলে দেখে নিতে হবে বিরিয়ানিটা হয়েছে কিনা। হলে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিতে হবে।ব্যস কমপ্লিট চিকেন বিরিয়ানি রেসিপি(Chicken Biryani Recipe)। এভাবেই উপরোক্ত কয়েকটি স্টেপেই রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি রেসিপি। এরপর গরমাগরম চিকেন বিরিয়ানি, আপনি পরিবেশন করতে পারেন চিকেন চাপ বা চিকেন কষা অথবা রায়তার সঙ্গে। Video Notesতাহলে বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন আপনাদের মন-পছন্দের অত্যন্ত প্রিয় খাবার চিকেন বিরিয়ানি। আর পাড়া প্রতিবেশীকে লোভ দেখিয়ে বসে পড়ুন পাত পেড়ে। পরিবারের সকল সদস্য এবং বন্ধুরাও তারিফ করুক। তাহলে জম্পেশ মহাভোজ আপনার হাতের মুঠোয়। আর দেরি কীসের? চিকেন বিরিয়ানির রেসিপিটি আজই ট্রাই করে ফেলুন আর তাক লাগিয়ে দিন সবাইকে। আমাদের আজকের আলোচনা চিকেন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু! আরও মজাদার সব রেসিপি জানতে, শিখতে আমাদের সাথে থাকুন। Keyword Chicken Biryani Recipe, চিকেন বিরিয়ানি রেসিপি Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share