You are here
Home > Don't Miss > রান্নাবান্না ও রূপচর্চা > ফুচকা রেসিপি: দেখে নিন বাড়ি বসে ফুচকা বানানোর পদ্ধতি

ফুচকা রেসিপি: দেখে নিন বাড়ি বসে ফুচকা বানানোর পদ্ধতি

ফুচকা বানানোর রেসিপি

ফুচকা বানানোর রেসিপি:
স্ট্রিট ফুডে নানান ভ্যারাইটির মধ্যে ফুচকা অতি লোভনীয় একটি স্ট্রিট ফুড।টক টক,ঝাল ঝাল, মুচ মুচে ফুচকা খেতে কেই না ভালোবাসে। কারোর কাছে এটা ফুচকা, কারও কাছে আবার এটা গোলগাপ্পা, কেউ বা বলেন পানিপুরী। আপামর বাঙালীর কাছে ফুচকা নামটিই অধিক জনপ্রিয়।
আসুন আজ তাহলে দেখে নেওয়া যাক বাড়ি বসে চটজলদি ফুচকা বানানোর রেসিপি।
ফুচকা বানানোর পদ্ধতি বেশ সহজ তাই একটু সময় ধৈর্য ও বেসিক কয়েকটি ধাপ মেনে চললেই তৈরি হয়ে যাবে মুচ মুচে, টক টক ঝাল ঝাল ফুচকা।

এখানে আজ ২৫টি ফুচকার মতো আয়োজন করা হল।

উপকরণ:

ফুচকা বানানোর রেসিপির প্রয়োজনীয় উপকরণ দেখে নেওয়া যাক।

ফুচকা বানানোর উপকরণ:

  • ময়দা —১কাপ
  • সুজি —১কাপ
  • নুন — স্বাদমতো
  • বেকিং সোডা —১/২ চা-চামচ
  • জল — প্রয়োজন মতো
  • সাদা তেল—৫০০

ফুচকার আলুর পুরের /আলু মাখার উপকরণ:

  • আলু সেদ্ধ—৩টি
  • ছোলা সেদ্ধ— একমুঠো
  • মটর সেদ্ধ —একমুঠো
  • ধনে পাতা কুঁচি— প্রয়োজন মতো
  • কাঁচা লঙ্কা কুঁচি— ১চা-চামচ
  • বিট নুন — স্বাদ মতো
  • ভাজা মশলা— ৫চা-চামচ
  • চাট মশলা— ১চা-চামচ
  • তেঁতুল জল —২ চা-চামচ
  • লেবুর রস— ১/২চা-চামচ

তেঁতুল জল তৈরি র উপকরণ:

  • জল-১লিটার
  • তেঁতুল পাল্ব- ৩চা-চামচ
  • ভাজা মশলা— (২ চা-চামচ ধনে,২ চা-চামচ জিরে,৩টি শুকনো লঙ্কা একসাথে গুড়ো)৫চা-চামচ
  • লঙ্কাগুড়ো – ১চা-চামচ
  • বিট নুন — ১চা-চামচ
  • লেবু পাতা— ৪টি
  • লেবুর রস—২চা-চামচ
  • ধনে পাতা কুঁচি— প্রয়োজন মতো
  • চাট মশলা— ১ চা-চামচ

এবার দেখে নেওয়া যাক ফুচকা রেসিপি পদ্ধতি —

মন্ড তৈরির পদ্ধতি:

১) একটি পাত্রে ১ কাপ ময়দা ও ১ কাপ সুজি নিতে হবে। তাতে এক চিমটি নুন ও ১/২ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটি ভালো করে মাখতে হবে।

২) ওই মিশ্রণটিতে হালকা ইষৎ উষ্ণ জল একটু একটু করে দিয়ে মাখতে হবে বেশ কিছুক্ষন ধরে। মাখার শেষ হলে ৪মিনিট মতো হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে হালকা হাতে দোলতে হবে।

৩) তারপর মন্ডটিকে ১ঘন্টার মতো ভিজে কাপড় দিয়ে জড়িয়ে পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে।

ফুচকা বানানোর পদ্ধতি:

৪) একটি বড় লেচি কেটে একটু মোটা ভাবে বেলে নিতে হবে তবে খুব মোটা বা খুব পাতলা হবেনা। খুব মোটা যদি বেলেন তাহলে ফুচকা গুলি ফুলবেনা আর পাতলা হয়ে গেলে সেটি পাপড়ি হয়ে যাবে।তারপর একটি ছোট সাইজের কৌটোর ঢাকনা দিয়ে বড় আকৃতির রুটি থেকে ফুচকা র আকারে কেটে বের করে নিতে হবে।

৫) সেগুলোকে কিছুক্ষন রেখে দিতে হবে তাহলে ফুচকা গুলি ভালো ফুলবে।

৬) ওভেনে কড়াই বসিয়ে (লো-এর থেকে বেশি আর মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে) তাতে তেল দিয়ে একটু অপেক্ষা করতে হবে কারণ, ভালো করে তেল গরম করার দরকার হয় না ফুচকা তৈরির সময়। একদম হালকা একটু গরম হলেই একে একে বেলা ফুচকা গুলো তেলে ছেড়ে দিতেতে হবে।

৭) হালকা হাতে নাড়াচাড়া করতে করতে দেখবেন ফুচকা গুলি খুব সুন্দর ভাবে ফুলে উঠবে। তেল ততক্ষণে অনেক গরম হলে গ্যাস বন্ধ করে বাকি ফুচকা গুলি ভেজে নিন একই ভাবে।

৮)একটি ঝুড়ির মধ্যে রেখে দিন বারতি তেল ঝড়ে যাবে। তাহলেই রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো মুচ মুচে ফুচকা।

পুর বানানোর পদ্ধতি:

৯) এরপর আসা যাক পুর বানানোর পদ্ধতিতে। প্রথমে একটি বেশ বড়ো জায়গায় ৩টি আলুসেদ্ধ নিয়ে খোসা ছাড়িয়ে মেখে নিতে হবে।

১০) মাখা আলুতে একে একে যোগ করতে হবে ১মুঠো ছোলা মটর, ১চা-চামচ লঙ্কাকুচি, ভাজা মশলা ৪চা-চামচ, বিটনুন স্বাদ মতো, চাটমশলা ১চা-চামচ, তেঁতুল জল ২টেবিল চামচ, ধনেপাতা কুচি আন্দাজ মতো দিয়ে ভালো করে মাখতে হবে।

তেঁতুল জল তৈরির পদ্ধতি:

১১) একটি পাত্রে ১লিটার জল নিয়ে তাতে তেঁতুলের পাল্ব ৩ চা-চামচ দিয়ে মেশাতে হবে যতক্ষন না তা জলে সম্পূর্ণ গুলে যায়।

১২) ওই মিশ্রণটিতে একে একে ভাজা মশলা ২চা-চামচ, লঙ্কা গুড়ো ১চা-চামচ, বিট নুন ১চা-চামচ,ধনে পাতা কুঁচি প্রয়োজন মতো দিয়ে ভালো করে মেশাতে হবে।

১৩)এবার ওই জলটিতে চাট মশলা ১ চা-চামচ দিয়ে আরেক একটু মিশিয়ে নিতে হবে এবং সবশেষে সুগন্ধের জন্য ৪টি লেবু পাতা দিতে হবে।

কীভাবে ফুচকাকে আরও মুচমুচে এবং স্বাদে অতুলনীয় করে তুলবেন?

ফুচকাকে আরও মুচমুচে এবং সুস্বাদু করতে কয়েকটি ছোট জিনিস করলেই হবে আসুন দেখেনি :-

১) মন্ড তৈরির পদ্ধতিতে:

মন্ড তৈরি হয়ে যাবার পর সেটিকে ভিজে কাপড় জরিয়ে রাখা আবশ্যক অন্তত ১ঘন্টা তো বটেই।

২) পুর তৈরির পদ্ধতিতে:

পুর তৈরির সময় বাইরে দেখবেন তেঁতুল জল দিয়ে মাখা হয় যা মশলাটিকে আলুর সাথে বোঝা যায় নাহলে মশলা ও আলু ভালো মিশে যায় না।

৩) তেঁতুলজল তৈরির পদ্ধতিতে:

এইজল তৈরির সময় নুন না দিলেও চলে কিন্তু তেঁতুল যদি খুব টক হয় তাহলে তেমন দেখে নুন দিতে হবে।

কোন উপকরণ ফুচকা তৈরিতে দিলে তার স্বাদ দ্বিগুণ করে?

মুখরোচোক খাবারের স্বাদ বারে নির্দিষ্ট কিছু উপকরণের দ্বারা।

১) ধনেপাতা কুচি– ধনেপাতা কুচি তেঁতুলের জলে এবং পুরে দিলে এর নির্যাস খাবারের স্বাদ দ্বিগুণ করে তোলে। এটি অনেক সময় দিতে আমাদের মনেই থাকে না কিন্তু এটি হল সুস্বাদু করে তোলার অন্যতম উপকরণ।

২) ভাজা মশলা– ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে গুড়িয়ে তা চাট মশলার সাথে দিলে তা আরেক স্বাদ বৃদ্ধির অন্যতম উপকরণের ভূমিকা রাখে।

আরও দেখুন – পান্তুয়া বানানোর রেসিপি

তাহলে দেখলেন তো একটু ধৈর্য্য আর সময় দিয়ে কত সহজেই বাড়িতে বসে তৈরি করা যায় এই মুখরোচক ফুচকা। তাহলে আর দেরি কেন ফুচকা রেসিপি অনুসরণ করে চট করে বানিয়ে ফেলুন ফুচকা আর সবাইকে চমকে দিন।

ফুচকা রেসিপি

ফুচকা রেসিপি | ফুচকা বানানোর পদ্ধতি

admin
ফুচকা রেসিপি: মন্ড মেখে, বেলে, পুর তৈরি করে, তেঁতুল জল করে পরিবেশন করে ফেলুন মুচমুচে ফুচকা।
5 from 1 vote
Prep Time 3 hrs
Cook Time 30 mins
Total Time 3 hrs 30 mins
Course Snack
Cuisine Indian
Servings 25 Pieces
Calories 0.036 kcal

Equipment

  • কড়া
  • খুন্তি
  • সাঁড়াশি
  • থালা
  • বাটি
  • মিক্সি
  • চামচ
  • হাতা
  • ছুড়ি

Ingredients
  

ফুচকা বানানোর উপকরণ

  • কাপ ময়দা
  • কাপ সুজি
  • নুন স্বাদমতো
  • ১/২ চা-চামচ বেকিং সোডা
  • জল প্রয়োজন মতো
  • ০.৫ লিটার সাদা তেল

ফুচকার আলুর পুরের/আলু মাখার উপকরণ

  • টি আলু সেদ্ধ
  • মুঠো ছোলা সেদ্ধ
  • মুঠো মটর সেদ্ধ
  • ধনে পাতা কুঁচি প্রয়োজন মতো
  • চা-চামচ কাঁচা লঙ্কা কুঁচি
  • বিট নুন স্বাদ মতো
  • চা-চামচ ভাজা মশলা (২ চা-চামচ ধনে,২ চা-চামচ জিরে,৩টি শুকনো লঙ্কা একসাথে গুড়ো)
  • চা-চামচ চাট মশলা
  • চা-চামচ তেঁতুল জল
  • ১/২ চা-চামচ লেবুর রস

তেঁতুল জল তৈরির উপকরণ

  • লিটার জল
  • চা-চামচ তেঁতুল পাল্ব
  • চা-চামচ ভাজা মশলা
  • চা-চামচ লঙ্কা গুড়ো
  • চা-চামচ বিট নুন
  • টি লেবু পাতা
  • চা-চামচ লেবুর রস
  • ধনে পাতা কুঁচি প্রয়োজন মতো
  • চা-চামচ চাট মশলা

Instructions
 

মন্ড তৈরির পদ্ধতি

  • পাত্রে ময়দা ও সুজি, নুন ও বেকিং সোডা ও সাদা তেল দিয়ে মাখতে হবে।
  • তারপর ১ঘন্টার মতো ভিজে কাপড় দিয়ে জড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

ফুচকা বানানোর পদ্ধতি

  • লেচি কেটে নিতে হবে।
  • ফুচকা গুলি বেলে নিতে হবে।
  • কড়াইতে তেল দিয়ে হালকা একটু গরম করতে হবে।
  • ফুচকা গুলো তেলে ছেড়ে দিতে হবে।
  • ফুচকা গুলি ফুলে উঠলে নামিয়ে নিতে হবে।

পুর বানানোর পদ্ধতি

  • একটি বড়ো জায়গায় ৩টি আলুসেদ্ধ নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।
  • আলুসেদ্ধ মেখে নিতে হবে।
  • মাখা আলুতে ছোলা, মটর, লঙ্কাকুচি, ভাজা মশলা, বিটনুন, চাটমশলা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখতে হবে।

তেঁতুল জল তৈরির পদ্ধতি

  • পাত্রে জল নিয়ে তাতে তেঁতুলের পাল্ব দিয়ে মেশাতে হবে।
  • একে একে ভাজা মশলা, লঙ্কা গুড়ো , বিট নুন, ,ধনে পাতা কুঁচি মেশাতে হবে।
  • এবার তাতে চাট মশলা এবং লেবু পাতা দিতে হবে।

Video

Notes

চাইলে কেউ নিজের পছন্দ মতো জলজিরা দিতে পারেন তেঁতুল জলে।
অবশ্যই খেয়ে বলুন কেমন লাগল আমাদের এই প্রয়াস। ভালো লাগলে কমেন্টে বলতে ভুলবেন না যেন। এইভাবেই আমাদের পাশে থাকুন।
Keyword ফুচকা বানানোর পদ্ধতি, ফুচকা রেসিপি

One thought on “ফুচকা রেসিপি: দেখে নিন বাড়ি বসে ফুচকা বানানোর পদ্ধতি

Leave a Reply

Recipe Rating




Top
error: Content is protected !!