পাত্রে ময়দা ও সুজি, নুন ও বেকিং সোডা ও সাদা তেল দিয়ে মাখতে হবে।
তারপর ১ঘন্টার মতো ভিজে কাপড় দিয়ে জড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
ফুচকা বানানোর পদ্ধতি
লেচি কেটে নিতে হবে।
ফুচকা গুলি বেলে নিতে হবে।
কড়াইতে তেল দিয়ে হালকা একটু গরম করতে হবে।
ফুচকা গুলো তেলে ছেড়ে দিতে হবে।
ফুচকা গুলি ফুলে উঠলে নামিয়ে নিতে হবে।
পুর বানানোর পদ্ধতি
একটি বড়ো জায়গায় ৩টি আলুসেদ্ধ নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।
আলুসেদ্ধ মেখে নিতে হবে।
মাখা আলুতে ছোলা, মটর, লঙ্কাকুচি, ভাজা মশলা, বিটনুন, চাটমশলা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখতে হবে।
তেঁতুল জল তৈরির পদ্ধতি
পাত্রে জল নিয়ে তাতে তেঁতুলের পাল্ব দিয়ে মেশাতে হবে।
একে একে ভাজা মশলা, লঙ্কা গুড়ো , বিট নুন, ,ধনে পাতা কুঁচি মেশাতে হবে।
এবার তাতে চাট মশলা এবং লেবু পাতা দিতে হবে।
Video
Notes
চাইলে কেউ নিজের পছন্দ মতো জলজিরা দিতে পারেন তেঁতুল জলে।অবশ্যই খেয়ে বলুন কেমন লাগল আমাদের এই প্রয়াস। ভালো লাগলে কমেন্টে বলতে ভুলবেন না যেন। এইভাবেই আমাদের পাশে থাকুন।