You are here
Home > Don't Miss > বিনোদন > দেবের সুপারহিট সিনেমা ও সেরা ১০ টি মনমাতানো গান

দেবের সুপারহিট সিনেমা ও সেরা ১০ টি মনমাতানো গান

দেবের সিনেমা ও দেবের গান

দেব ওরফে বাংলার খোকাবাবু বা পাগলু নামে পরিচিত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতার আসল নাম দীপক অধিকারী(জন্ম-২৫ শে ডিসেম্বর ১৯৮২)। ‘অগ্নিশপথ'(২০০৬)-এ অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে দেবের পদার্পন।অসাধারণ অভিনয় কুশলী ও দক্ষতায় বাঙালির হৃদয়ে ও চলচ্চিত্রে দেব জনপ্রিয় হয়ে উঠেছেন ।এমনকি বেশকিছু দেবের সুপারহিট সিনেমা ও দেবের গান বক্সওফিস তোলপাড় করে তুলেছে এবং প্রচুর পরিমাণে আয় ও করেছে ।

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনে এসে, বর্তমানে লোকসভার সাংসদ হয়ে ও বাঙালির মনে জায়গা করে নিয়েছে। দেবের সিনেমা ও গানের মতো তাঁর রাজনৈতিক কর্মসূচি ও বিশেষ গুরুত্বপূর্ণ।

আজ আপনারা দেখে নিন দেবের সুপারহিট সিনেমা ও গান:

  • দেবের সুপারহিট সিনেমা
  • দেবের গান
  • দেবের সেরা ১০ টি গান

দেবের সুপারহিট সিনেমা:

২০০৬ সালে দেব প্রথম ‘অগ্নিশপথ’ সিনেমাতে রচনা ব্যানার্জির সাথে অভিনয় করেন। তবে সিনেমাটি ফ্লপ হয়ে গেলেও পরবর্তী একের পর এক সিনেমাগুলিতে দেব দূর্দান্ত অভিনয় করেন। এবং সেগুলি সুপারহিট দেবের সিনেমার তকমা লাভ করে ও দর্শকদের মনে সাড়া জাগিয়ে দেব খ্যাতির শীর্ষে পৌঁছে যায়।

দেবের সুপারহিট সিনেমাগুলি বক্সওফিসে প্রচুর পরিমাণে আয় করেছে এবং এমনকি বেশকিছু দেবের সিনেমাতে চলচ্চিত্র অ্যাওয়ার্ড প্রাপ্তি ও হয়েছে। বাঙালি সিনেপ্রেমীদের হৃদয়ে জোয়ার সৃষ্টি করা, সিনেমাহলে হৈচৈ রব ফেলে দেওয়া উল্লেখযোগ্য দেবের সিনেমাগুলি হলো :

আই লাভ ইউ:

আই লাভ ইউ
ছবি ইন্টারনেট থেকে নেওয়া

২০০৭ সালে বিখ্যাত পরিচালক রবি কিনাগীর ‘আই লাভ ইউ’ সিনেমাতে সহশিল্পি পায়েল সরকারের সাথে অভিনয় করেন দেব এবং এই সিনেমাটি সুপারহিট দেবের সিনেমার খ্যাতি পায়।

চ্যালেঞ্জ:

চ্যালেঞ্জ
ছবি ইন্টারনেট থেকে নেওয়া

রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমাতে সহশিল্পি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে অভিনয় করে দেব (২০০৯ সালে)সেরা অভিনেতার খ্যাতি অর্জন করেন এবং আন্দলোক অ্যাওয়ার্ড পান। এবং টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১০ ও পান।

২০১০ সালে ‘দুই পৃথিবী’ ও ‘সেদিন দেখা হয়েছিল’
সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ‘দুই পৃথিবী’ সিনেমা ও সুপারহিট হয়ে ওঠে ।

পাগলু:

দেবের সিনেমা পাগলু
ছবি ইন্টারনেট থেকে নেওয়া

২০১১ সালে রাজীব বিশ্বাস নির্মিত ‘পাগলু’ সিনেমাতে কোয়েল মল্লিকের সাথে অভিনয় করেন দেব। বক্সওফিসে বহুদিন চলে সিনেমাটি এবং রিলিজ হবার দিন সর্বাধিক দর্শক ও হয়।’ পাগলু’ সিনেমার জন্য দেব বিগবাংলা মুভি অ্যাওয়ার্ড(২০১১)এ যুগের সেরা অভিনেতা হিসাবে অ্যাওয়ার্ড পান।

রোমিও:

রোমিও
ছবি সূত্র ইন্টারনেট

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে রোমিও(২০১১) সিনেমাতে অভিনয় করে দেব প্রচুর দর্শকমন্ডলীর প্রশংসা লাভ করে।

খোকাবাবু:

দেবের সিনেমা খোকাবাবু
ছবি সূত্র ইন্টারনেট

২০১২ সালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে জুটিতে ‘খোকাবাবু’ তে অভিনয় করে দেব। আগের সিনেমাগুলির রেকর্ড ভেঙে ‘খোকাবাবু’ সিনেমাটি বক্সওফিসে টানা ৩০০ দিন দর্শক ভিড় জমিয়ে তোলে এবং পশ্চিম বাংলার খোকাবাবু হয়ে ওঠে।

চ্যালেঞ্জ২:

দেবের সিনেমা চ্যালেঞ্জ২
ছবি সূত্র ইন্টারনেট

২০১২ সালে পূজা বোসের বিপরীতে দেবের চ্যালেঞ্জ২ সিনেমাটি ব্লকবাস্টার সিনেমার খ্যাতি অর্জন করে। ‘খোকাবাবু’- র রেকর্ড ভেঙে ১ম সপ্তাহেই চ্যালেঞ্জ২ সিনেমাটি ১২ লক্ষ দর্শকের ভিড় জমিয়ে তোলে এবং বক্সওফিসে প্রচুর পরিমাণে আয় ও করে।

খোকা ৪২০:

খোকা ৪২০
ছবি সূত্র ইন্টারনেট

খোকাবাবু চরিত্রের প্রতিচ্ছবি ‘খোকা ৪২০’ সিনেমাটি ও দেবের সুপারহিট সিনেমা হয়ে ওঠে।

চাঁদের পাহাড়:

দেবের সিনেমা চাঁদের পাহাড়
ছবি সূত্র ইন্টারনেট

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চাঁদের পাহাড়’ কে কেন্দ্র করে আফ্রিকার জঙ্গলে ভয়ানক অ্যাডভেঞ্চারে অভিনয় করেন দেব ২০১৩ সালে ‘চাঁদের পাহাড়’ চলচ্চিত্রে। এটি ও আবালবৃদ্ধবণিতা সবার প্রশংসার চূড়ান্ত সীমায় পৌঁছেচে।

এছাড়া ও আরো অনেক দেবের সিনেমা রয়েছে যেগুলো বক্সওফিসে খুব বেশি হিট না হলেও বাঙালির কাছে প্রিয়।

দেবের গান:

দেবের সিনেমাগুলির মতো দেবের গান ও বিশেষ খ্যাতি অর্জন করেছে এবং মানুষের মন জয় করেছে। মনমাতানো দেবের গান ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। ইয়ং জেনারেশনের তুমুল উত্তেজিত দেবের গান যেমন রয়েছে তেমনি মনের কোণে দাগ টানা দু:খের গান ও রয়েছে।বাঙালির মনে প্রাণে দোলা লাগানো উল্লেখযোগ্য দেবের গান হলো :

  • সংসার সুখের হয় রমণীর গুনে
  • লাভ মি
  • চ্যালেঞ্জ নিবি না শালা
  • আইটেম বোম
  • রিমিক্স কাবালি
  • পুলিশ চোরের প্রেমে পড়েছে
  • জানেমন
  • খোকাবাবু যায় লাল জুতো পায়
  • সুজন মাঝিরে
  • মন বলেছে আমার
  • সাথি ভালোবাসা মন মানে না
  • ঘুম ঘুম এই চোখে
  • শুধু তোমারই জন্য[ title]
  • হেঁটেছি স্বপ্নের হাত ধরে
  • সেদিন দেখা হয়েছিল[ title]
  • এসো না
  • শুধু এই মন জানে
  • আমি তোমাকে ভালবাসি
  • ডান্স মারে খোকাবাবু
  • আই লাভ ইউ [title]
  • একটা কথা বলবো যদি রাখো
  • মন মানে না, মন মানে না
  • চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা
  • বেঁচে থেকে লাভ কি বল
  • মোলা রে
  • হাবুডুবু হাবুডুবু
  • পাগলু থোরাসা করলে রোমান্স
  • সোনিয়ে তু জানিয়ে তু
  • আমি তোমার কাছে
  • প্রেম কি বুঝিনি
  • একটা প্রেমের গান লিখেছি
  • ভালোবেসে কোনো ভুল করিনি আমি
  • এসেছি তোকে নিয়ে ফিরবো বলে
  • গভীর জলে ফিশ আমি
  • প্যার কা ঝটকা

দেবের সেরা ১০ টি গান:

দেবের বেশ কিছু গান সেরা ও সুপারহিট হয়ে উঠেছে। এমনই বিশেষ উল্লেখযোগ্য দেবের সেরা ১০ টি গান হলো:

১. রিমঝিম এ ধারাতে

২. মন তোকে দিলাম

৩. বিন্দাস হয়ে নাচ

৪. কে তুই বল

৫. এগিয়ে দে

৬. ও মধু ও মধু

৭. পরাণ যায় জ্বলিয়া রে

৮. বলোনা তুমি আমার

৯. মন হারিয়ে বেঘোরে

১০. মলা রে

পশ্চিমবাংলার সমস্ত মানুষের মুখে মুখে দেবের গানই বেশি ধ্বনিত হয় এমনকি পূজা মন্ডপে-

  • ঢাকের তোলে কোমর দোলে
  • এলো যে আমার মা, সবার মা দূর্গা

এই গান দুটি শোনা যায় যা বাঙালির মনে পূজার আবেশে ভরিয়ে তোলে।

আরও পড়ুন – ঝুমা বৌদির হট ডান্স: শরীরী উন্মাদনায় কাঁপছে নেটদুনিয়া দেখুন ভিডিও

দেবের সিনেমা ও গান সবার খুবই পছন্দের। তবে পরবর্তীতে কি চমক আসতে চলেছে বর্তমান লোকসভার সাংসদ দেবের সিনেমাতে বা আরো কত আকর্ষণীয় দেবের গানের নজির পাওয়া যাবে তা নিয়ে কৌতূহল মানুষের। আপডেট পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Reply

Top
error: Content is protected !!