You are here
Home > Don't Miss > বিনোদন > ফেসবুক: সম্পূর্ণ গাইড এবং টিপস ও ট্রিক্স

ফেসবুক: সম্পূর্ণ গাইড এবং টিপস ও ট্রিক্স

ফেসবুক

এটা ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগের সবথেকে বড় মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। আজকাল ছোট থেকে বড় আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। কিন্তু এই ফেসবুক সম্পর্কে অনেক তথ্যই আমরা জানিনা বা জানার চেষ্টা করিনা। যার ফলে আমরা সবথেকে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের সম্পূর্ণ ফায়দা নিতে পারিনা।

আজ আপনারা জেনে নিন ফেসবুকের সম্পূর্ণ গাইড এবং সেই সাথে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স। এছাড়াও ফেসবুক সম্পর্কে কিছু অজানা তথ্য। তো বন্ধুরা অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

ফেসবুক কি?

ফেসবুক একটি আমেরিকান সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, যেখানে আপনি অনলাইন বন্ধু বানাতে পারেন ও নিজের চিন্তা-ভাবনা, ছবি, ও ভিডিও শেয়ার করতে পারেন।

ফেসবুকের ইতিহাস:

ফেসবুক সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেক কিছু জানিনা। অনেকেরই জানতে ইচ্ছা করে ফেসবুকের ইতিহাস সম্পর্কে। কিভাবে সৃষ্টি হলো ফেসবুকের? চলুন দেখে নেওয়া যাক:
ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি?
আমরা অনেকেই মার্ক জুকারবার্গ কে ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসাবে জানি। কিন্তু প্রকৃতপক্ষে মার্ক জুকারবার্গ তার চার বন্ধুর (Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz and Chris Hughes) সাথে মিলে 2004 সালের 4ই ফেব্রুয়ারি প্রথম দ্যফেসবুক নামে এটি লঞ্চ করেন।

প্রথমে ফেসবুকের সদস্য লিমিটেড রাখা হয়। শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটি ব্যবহার করতেন। পরবর্তীতে এটি আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলিতে ছড়িয়ে পড়ে।
2006 সালের সেপ্টেম্বর মাসে এটিকে বিশ্বব্যাপী ফেসবুক নামে চালু করা হয়।

ফেসবুক ব্যবহার:

ফেসবুক ব্যবহার তো আমরা সবাই করি। সাধারণত আমরা ফেসবুকে ফ্রেন্ড বানাই, চ্যাট করি, ফটো শেয়ার করি। মূলত আমরা টাইমপাস করার জন্য ফেসবুক করি। কিন্তু আমরা অনেকেই জানিনা যে এগুলো ছাড়াও ফেসবুকের আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচারস্ আছে। যে গুলো আমরা কেউই ব্যবহার করিনা।
এই পোস্টে আমরা ফেসবুকের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রকমের ব্যবহার সম্পর্কে আলোচনা করবো। এবং সব শেষে আমরা আলোচনা করবো ফেসবুক থেকে আয় করার উপায় গুলি।
তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক ফেসবুকের ব্যবহার।

ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট তৈরী:


ফেসবুক আইডি তৈরী করতে আমরা সবাই জানি কিন্তু তবুও যারা বিগেনার বা জানে না ফেসবুক কিভাবে চালায়, তাদের জন্য এই পয়েন্ট টি।

প্রথমে www.facebook.com সাইটে লগ অন করুন, তারপর create new account এ ক্লিক করুন।

ফেসবুক আইডি

তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ভরুন। ফোন নাম্বার অথবা ই-মেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরী করতে পারেন।

মনে রাখবেন ফেসবুকে এখন একজন শুধুমাত্র একটি আইডি-ই করতে পারবেন। তাই আপনার সঠিক নাম ও তথ্য দিয়েই অ্যাকাউন্টটি তৈরী করবেন।

এরপর আপনার প্রোফাইল পিকচার ও কভার ফটো আপলোড করুন এবং নতুন বন্ধু বানান ও এনজয় করুন।

গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।

গ্রুপ:

ফেসবুকে আপনি নিজের গ্রুপ তৈরী করতে পারেন এবং আপনার ফ্রেন্ডদেরকে সেই গ্রুপে যোগ করাতে পারেন।

কিভাবে গ্রুপ ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ দেখেনিন:

প্রথমে ফেসবুক অ্যাপ টি ওপেন করুন।

একদম উপরে ডান দিকের তিনটি দাগ এ ক্লিক করুন।

গ্রুপ

গ্রুপ এ ক্লিক করুন।

ফেসবুক গ্রুপ

Create এ ক্লিক করুন।

গ্রুপ ক্রিয়েট

পেজ:

ফেসবুকে আপনি নিজের পেজ অথবা আপনার ব্যাবসার অথবা আপনার ফেভারিট আর্টিস্টের ফ্যান পেজ তৈরী করতে পারেন। এবং পেজের মাধ্যমে ও অ্যাডের মাধ্যমে আপনার ব্যাবসা কে অনলাইনে বিস্তার করতে পারেন।

কিভাবে পেজ ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ দেখেনিন:

  1. ফেসবুকের অ্যাপ টি ওপেন করুন।
  2. একদম উপরে ডান দিকের তিনটি দাগ এ ক্লিক করুন।
  3. পেজ এ ক্লিক করুন।
  4. Creat এ ক্লিক করুন।
পেজ ক্রিয়েট

মার্কেটপ্লেস:

মার্কেটপ্লেস-এ আপনি যেকোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এবং মার্কেটপ্লেস থেকে যেকোনো প্রোডাক্ট কিনতেও পারেন।

কিভাবে মার্কেটপ্লেসে সেল করবেন স্টেপ বাই স্টেপ দেখেনিন:

ফেসবুক অ্যাপ টি ওপেন করুন।

একদম উপরে ডান দিকের তিনটি দাগ এ ক্লিক করুন।

three line

Marketplace এ ক্লিক করুন।

ফেসবুক মার্কেটপ্লেস

Sell এ ক্লিক করুন।

মার্কেটপ্লেস সেল

জবস:

জবসের মাধ্যমে আপনি বিনামূল্যে জব লিস্টিং ও জব সার্চ করতে পারবেন।

কিভাবে জব ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ দেখেনিন:

অ্যাপ টি ওপেন করুন।

একদম উপরে ডান দিকের তিনটি দাগ এ ক্লিক করুন।

Jobs এ ক্লিক করুন।

ফেসবুক জবস

Creat Job এ ক্লিক করুন।

জব ক্রিয়েট

ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু টিপস ও ট্রিক্স:

এখানে আমরা ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স সম্পর্কে আলোচনা করবো। সেগুলি হলো:

  • ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে?
  • ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?
  • ফেসবুক হ্যাকিং রোধের সহজ উপায়

চলুন দেখে নেওয়া যাক।

ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে?

ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে অ্যাপটি ওপেন করুন। তারপর উপরের ডান দিকের তিনটি দাগে ক্লিক করুন তারপর সেটিংস & প্রাইভেসি তে ক্লিক করুন। তারপর সেটিংসে ক্লিক করুন।

ফেসবুক

তারপর সিকিউরিটি ও লগইন ক্লিক করুন।

ফেসবুক

এবং তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন।

ফেসবুক পাসওয়ার্ড

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

পাসওয়ার্ড ভুলে গেলে ফেসবুকের লগইন পেজ ওপেন করুন এবং ফরগটেন পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বার অথবা ই-মেল আইডি দিয়ে আপনার প্রোফাইলটি খুঁজুন এবং তারপর নতুন পাসওয়ার্ড সেট করেনিন।

ফরগটেন পাসওয়ার্ড

ফেসবুক হ্যাকিং রোধের সহজ উপায়:

হ্যাকিং একটা বড়ো সমস্যা এবং আমরা অনেকেই এই ভয়ে থাকি যে আমাদের আইডি হ্যাক হয়ে যাবে না তো? কিছু সেটিং মজবুত করলে এবং কিছু সতর্কতা অবলম্বন করে চললে ফেসবুক হ্যাকিং সম্পূর্ণ ভাবে রোধ করা সম্ভব।

ফিসিং এরিয়ে চলুন:

ফিসিং

ফেসবুকে লগইন করার সময় অবশ্যই URL চেক করে নেবেন এটা ‘facebook.com’ আছে কিনা। অন্য url হলে লগইন করবেন না।

কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন:

নাম, জন্ম তারিখ এইগুলি কখনোই পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না। সংখ্যা, অক্ষর ও স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করুন।

টু-ফ্যাক্টর অথেন্টিক্যাশন:

টু-ফ্যাক্টর অথেন্টিক্যাশন ব্যবহার করুন। যার ফলে আপনি যখনই ফেসবুকে লগইন করবেন আপনার মোবাইলে একটি OTP আসবে যেটা ছাড়া আপনার অ্যাকাউন্টটি খুলবে না।

প্রথমে অ্যাপটি ওপেন করুন। তারপর উপরের ডান দিকের তিনটি দাগে ক্লিক করুন তারপর সেটিংস & প্রাইভেসি তে ক্লিক করুন।

তারপর সেটিংসে ক্লিক করুন।

সেটিংস

তারপর সিকিউরিটি ও লগইন ক্লিক করুন।

সিকিউরিটি ও লগইন

এবং তারপর ইউজ টু-ফ্যাক্টর অথেন্টিক্যাশনে ক্লিক করুন।

 টু-ফ্যাক্টর অথেন্টিক্যাশন

উপরোক্ত বিষয়গুলি মেনে চললে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ থাকবে।

আরও পড়ুন – ফেসবুক প্রোফাইল লক করবেন কিভাবে? (দেখুন সম্পূর্ণ পদ্ধতি)

ফেসবুক থেকে আয় করার উপায়:

ফেসবুকে শুধু টাইমপাস নয়, আপনার ভিতর একটু ক্রিয়েটিভিটি থাকলে আপনি ফেসবুকের মাধ্যমে প্রচুর আয় করতে পারেন।

ফেসবুকের পেজে ক্রিয়েটিভ ভিডিও আপলোড করে সেই ভিডিও তে ফেসবুকের অ্যাড চালু করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।

এছাড়া ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।

আরও পড়ুন – মা তারা ও সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির: বাঁধা বিঘ্ন ও দুঃখ বিমোচনে তারা মা

ফেসবুক সম্পর্কিত আরও নিত্যনতুন তথ্যের জন্য আমাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করুন। আর এই পোস্টটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

4 thoughts on “ফেসবুক: সম্পূর্ণ গাইড এবং টিপস ও ট্রিক্স

  1. আমি আমার ফেসবুক প্রোফাইল টা কিছুতেই প্রোফাইল লক করতে পারছি,
    অনেক রকম ভাবে চেষ্টা করেছি ,কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না,
    এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করলে ভালো হয়,,,
    ধন্যবাদ

  2. I haven’t checked in here for a while as I thought it was getting boring, but the last several posts are good quality so I guess I will add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

Leave a Reply

Top
error: Content is protected !!