ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার সঠিক পদ্ধতি বিনোদন by admin - June 25, 2020June 27, 20200 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share আজকাল হামেশায় দেখা যায় একজনের ফেসবুকের ফটো আর একজন নিয়ে ফেক প্রোফাইল বানিয়ে শেয়ার করতে। যার ফলে বিশেষ করে মেয়েদের জন্য ফেসবুকে স্বাধীন ভাবে ফটো ও স্ট্যাটাস দেওয়া কিছুটা অসুরক্ষিত হয়ে গেছে। আর সেই জন্যই ফেসবুক নিয়ে এসেছে নতুন ফিচার ফেসবুক প্রোফাইল লক! কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে ফেসবুকের প্রোফাইল লক করবো? চিন্তার কোনো কারণ নেই, এই পোস্টে আমরা জেনে নেবো: ফেসবুক প্রোফাইল লকের সুবিধাকিভাবে ফেসবুক প্রোফাইল লক করবোকিভাবে ফেসবুক প্রোফাইল আনলক করবো চলুন দেরি না করে সম্পূর্ণ বিষয়টি দেখে নেওয়া যাক। ফেসবুক প্রোফাইল লকের সুবিধা: প্রোফাইল লক করলে আপনার প্রোফাইলের শুধুমাত্র কিছুটা অংশ পাবলিক থাকবে, মানে সবাই দেখতে পারবে। প্রোফাইলের বেশিরভাগ অংশটাই অনলি ফ্রেন্ডস হয়ে যাবে, মানে শুধুমাত্র আপনার ফেসবুকের বন্ধুরাই আপনার সম্পূর্ণ প্রোফাইল দেখতে পারবে। যার ফলে আপনার ফেসবুক প্রোফাইলের তথ্য সুরক্ষিত থাকবে। প্রোফাইল লক করলে কি হবে চলুন বিশদে জেনে নেওয়া যাক: শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা আপনার টাইমলাইনের ফটো ও পোস্ট দেখতে পারবে।শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা আপনার প্রোফাইল পিকচার ফুল সাইজে দেখতে পারবে।আপনি যদি আগে কোনো কিছু পাবলিকে শেয়ার করে থাকেন, প্রোফাইল লক করলে সেটা অনলি ফ্রেন্ডস হয়ে যাবে।আপনার অ্যাবাউট ও ইনফো এর শুধুমাত্র কিছুটা অংশ পাবলিক থাকবে।শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা আপনার স্টোরি দেখতে পারবে।টাইমলাইন রিভিউ ও ট্যাগ রিভিউ অন হয়ে যাবে।আপনি নতুন কিছু শেয়ার করলে সেটা শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রোফাইল লক করার কত সুবিধা। এবং এটি আপনার প্রোফাইলের তথ্য কে অনেক সুরক্ষিত রাখবে। কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবো: উপরে আমরা দেখলাম ফেসবুক প্রোফাইল লক করার সুবিধা। আর আশা করি এর সুবিধা দেখে আপনাদের সবার মধ্যেই এটা করার আগ্রহ বা ইচ্ছা জন্মেছে। কিন্তু এটা করবেন কিভাবে? চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক প্রোফাইল লক করার পদ্ধতি। প্রথমে ফেসবুকে অ্যাপটি ওপেন করুন। তারপর আপনার প্রোফাইল টি ওপেন করুন। আপনার প্রোফাইলে আপনার নামের নীচের মোর বাটনে ট্যাপ করুন। লক প্রোফাইল বাটনে ট্যাপ করুন। এবং সবশেষে লক ইওর প্রোফাইলে ট্যাপ করুন। বিশেষ দ্রষ্টব্য: প্রোফাইল লক ফিচার বা অপশনটি শুধুমাত্র ফেসবুক ফর অ্যানড্রয়েড, ফেসবুক লাইট ফর অ্যানড্রয়েড এবং ফেসবুকের মোবাইল সাইটে(m.facebook.com) পাওয়া যায়। কিভাবে ফেসবুক প্রোফাইল আনলক করবো: উপরে আমরা জানলাম ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি। কিন্তু যদি কোনো কারণে ফেসবুক প্রোফাইল পুনরায় আনলক করতে চাই তাহলে কিভাবে করবো?চলুন দেখে নেওয়া যাক ফেসবুক প্রোফাইল আনলক করার পদ্ধতি। প্রথমে ফেসবুকে অ্যাপটি ওপেন করুন। তারপর আপনার প্রোফাইল টি ওপেন করুন। আপনার প্রোফাইলে আপনার নামের নীচের মোর বাটনে ট্যাপ করুন। আনলক প্রোফাইল বাটনে ট্যাপ করুন। সি মোর অপশনস্ বাটনে ট্যাপ করুন। আনলক ইওর প্রোফাইল বাটনে ট্যাপ করুন। এবং সবশেষে পুনরায় আনলক ইওর প্রোফাইল বাটনে ট্যাপ করুন। আরও পড়ুন – ফেসবুক: সম্পূর্ণ গাইড এবং টিপস ও ট্রিক্স তো বন্ধুরা আপনারা জানলেন ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার সহজ পদ্ধতি। সবাই নিজেদের প্রোফাইলে এটা ট্রাই করে দেখুন আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পোস্ট টি বন্ধুদের সাথে শেয়ার করুন ও তাদের প্রোফাইল সুরক্ষিত করতে সাহায্য করুন। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share