টাকার রেট: কোন দেশের টাকার মান কত ২০২১ সালে? বিনোদন by admin - April 21, 2021April 21, 20215 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share বাঙালি মানেই ভ্রমণপিপাসু। আর সেই ভ্রমণের গন্তব্যস্থল যদি হয় বিদেশ সেক্ষেত্রে কিছু তথ্য জানা থাকলে আপনি চিন্তামুক্ত ভাবে ঘুরতে পারবেন, যেমন কোন দেশের টাকার মান(রেট) কত ২০২১ সালে? ভারতীয় টাকা কে রূপী/রূপিয়া বলার পিছনে ইতিহাস কি? টাকায় থাকা ছবির ইতিহাস কি? এছাড়াও জেনে নিন বিভিন্ন তথ্য টাকার ব্যাপারে যা আপনাকে আপডেটেড থাকতে সাহায্য করবে বিদেশ ভ্রমণের এবং বিদেশে যাত্রার ক্ষেত্রে। Table of Contents Toggle ভারতীয় টাকা কে রূপী/রূপিয়া বলে কেন?ভারতীয় টাকার সাপেক্ষে কোন দেশের টাকার রেট বা মান কত ২০২১ সালে?এশিয়ার বিভিন্ন দেশের টাকার মান(রেট)মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার মান(রেট)আমেরিকার বিভিন্ন দেশের টাকার মান(রেট)ইউরোপের বিভিন্ন দেশের টাকার মান(রেট)ভারতীয় টাকার ছবি ভারতীয় টাকা কে রূপী/রূপিয়া বলে কেন? ‘রুপী’ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ রূপ্যকাম থেকে, যার অর্থ হল রৌপ্য মুদ্রা। এই রুপিয়ার উৎপত্তি করেছিলেন, ১৫৪০-৪৫ সালে শেরশাহ সুরি।বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই আইন ১৯৩৪ এর অধীনে মুদ্রা জারি করে, ব্রিটিশ আমল থেকে এখন অবধি রুপির ইতিহাসকে চিহ্নিত করে। ভারতীয় টাকার সাপেক্ষে কোন দেশের টাকার রেট বা মান কত ২০২১ সালে? আসুন জেনে নেওয়া যাক এশিয়া, আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কোন দেশের টাকার মান(রেট) কত ২০২১ সালে ভারতীয় টাকার সাপেক্ষে। এশিয়ার বিভিন্ন দেশের টাকার মান(রেট) • চীন ( ১ সি এন ওয়াই = ১১.৩৫ আই এন আর)• শ্রীলঙ্কা (১ এল কে আর = ০.৩৭ আই এন আর)• দক্ষিণ কোরিয়া ( ১ কে আর ডাব্লু = ০.০৬৭ আই এন আর)• ফিলিপাইনস (১ পি এইচ পি= ১.৫৩ আই এন আর)• বাংলাদেশ=( ১ বি ডি টি = ০.৮৮ আই এন আর)• জাপান=(১ জে পি আই= ০.৬৮আই এন আর)• পাকিস্তান=(১ পি কে আর= ০.৪৯ আই এন আর)•ভিয়েতনাম=(১ ভি এন ডি=০.০০৩২ আই এন আর)• মালয়েশিয়া=(১ এম ওয়াই আর= ১৭.৯৭আই এন আর) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার মান(রেট) • ইউনাইটেড আরব ইমারেটস=(১ এ ই ডি= 20.24 আই এন আর)• সৌদি আরব=( ১ এস এ আর=১৯.৮৩ আই এন আর)• ইসরায়েল= (১ আই এল এস= ২২.৫৯ আই এন আর• কুয়েত= ( ১ কে ডাবলু ডি= ২৪৬.২২ আই এন আর) আমেরিকার বিভিন্ন দেশের টাকার মান(রেট) • ইউনাইটেড স্টেটস= ( ১ ইউ এস ডি= ৭৪.৩৫ আই এন আর)• কানাডা=(১ সি এ ডি = ৫৮.৯৭ আই এন আর)• মেক্সিকো=(১ এম এক্স এন= ৩.৬৯ আই এন আর)• আর্জেন্টিনা=(১ এ আর এস= ০.৮১ আই এন আর)• ব্রাজিল=( ১ বি আর এল= ১৩.২৫ আই এন আর)• কলম্বিয়া=(সি ও পি= ০.০২০ আই এন আর) ইউরোপের বিভিন্ন দেশের টাকার মান(রেট) • ইউরোপীয়ন ইউনিয়ন=( ১ ই ইউ আর= ৮৯.২৯ আই এন আর)• ডেনমার্ক=(১ ডি কে কে= ১১.৮৭ আই এন আর)• হাঙ্গেরি=(১ এইচ ইউ এফ= ০.২৫ আই এন আর)• নরওয়ে=( ১ এন ও কে= ৮.৭৮ আই এন আর)• রাশিয়া=(১ আর ইউ বি= ০.৯৭ আই এন আর)• সুইজারল্যান্ড=(১ সি এইচ এফ = ৮০.০৬ আই এন আর)• ইউনাইটেড কিংডম=(১ জি বি পি=১০২.৩৮ আই এন আর) আরও পড়ুন – ব্যবসায়ী লোন: সবচেয়ে কম সুদে লোন কোথায় এবং কীভাবে পাবেন ভারতীয় টাকার ছবি সর্বদা আমরা আমাদের নোটগুলিতে মহাত্মা গান্ধীর হাসির চিত্র দেখতে পাই যা প্রত্যেক টি মুদ্রার নোট ছাপা থাকে। কেউ কেউ বলেছেন যে মহাত্মা গান্ধীর ছবিটি কোনো শিল্পীর আঁকা তবে এটি সত্য নয়। বাস্তবে এই ছবিটি তুলেছিলেন 1946 সালে একজন অজানা ফটোগ্রাফার এবং সেখান থেকে শুধুমাত্র মহাত্মা গান্ধীর ছবিটি কেটে সর্বত্র ব্যবহৃত হয়। সর্বশেষে আশা করি টাকা সংক্রান্ত অনেক তথ্যে আলোকপাত করতে সক্ষম হলাম। ভালো লাগলো কমেন্ট করুন এবং পরিবারের সকলের সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সাহায্য করবেন। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share