চিকেন মোমো রেসিপি (Chicken Momo Recipe in Bengali) রান্নাবান্না ও রূপচর্চা by admin - July 10, 2021February 25, 20221 চিকেন মোমো রেসিপি:বর্তমান ব্যস্ত সময়ে মানুষ বাড়িতে প্রায় রান্না করতে ভুলেই গেছে। সব কিছুই ওর্ডার করে দিলেই পেয়ে যাওয়া যায়। তবে ছুটির দিনে বাড়িতে থাকার সময় আমাদের অল্প বিস্তর সবার মনে হয় কিছু রান্না করতে, যা সহজেই বানানো যায় ও কম সময় লাগবে এবং ব্যস্তদিনেও মন চাইলেও যা বানিয়ে নিতে পারবেন অতি স্বচ্ছন্দে তেমনি একটি অতি সুস্বাদু রেসিপি চিকেন মোমো। লাইট এবং তেল কম যুক্ত খাবারের তালিকায় চিকেন মোমো খুবই জনপ্রিয়। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক চিকেন মোমো রেসিপি (চিকেন মোমো বানানোর পদ্ধতি)। চিকেন মোমো বানানো খুব সহজ। শুধু নীচের বেসিক কয়েকটি ধাপ অনুযায়ী করলেই এবং পরিমাণ ও পরিমাপ ঠিক রাখলেই খুব তাড়াতাড়ি বানিয়ে উঠতে পারবেন এই অতি লোভনীয় রেসিপিটি। আজ আমারা ১০০ গ্রাম ময়দার মাপে রেসিপিটি পরিবেশন করব: মোমো বানানোর