বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয় রাশিফল ও ভবিষ্যৎ by admin - May 10, 2020May 10, 20200 Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়? চোখের পাতা কাঁপা নিয়ে আমাদের মনে কিছু চিরাচলিত ভাবনা কাজ করে। আমাদের ঠাকুমা-দিদা, কাকিমা-পিসিমা সবারই মুখ দিয়ে ছোট্ট থেকে শুনে এসেছি চোখের পাতা কাঁপার শুভ বা আশঙ্কার কথা। ঠাকুমা বলতেন ডানচোখের পাতা কাঁপলে ভালো কিছু এবং বাম চোখের নিচের পাতা কাঁপলে খারাপ কিছুর আশঙ্কা। চোখের পাতা কাঁপা নিয়ে যে চিন্তা ভাবনা চলে আসছে তা কি সত্যিই যথাযথ, না কি কুসংস্কার?বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়? সত্যিই কি খারাপ কিছুর আশঙ্কা রয়েছে। এসব প্রশ্ন আজকের ইন্টারনেট যুগে দাঁড়িয়ে ও মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছে । বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয় বা ডানচোখের পাতা কাঁপলে কি হয়?। আসলে চোখের পাতা কাঁপে কেন? এর কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে?। এসব জটিলতার জ্বাল ভাঙতে আজকের আলোচনা। আলোচনায় আমরা দেখে নেবো : চোখের পাতা কাঁপা আসলে কি?চোখের পাতা কাঁপা – কুসংস্কার??চোখের পাতা কাঁপে কেন?চোখের পাতা কাঁপা সমাধান ও চিকিৎসকদের পরামর্শ চোখের পাতা কাঁপা : ডাক্তারি ভাষায়, মায়োকিমিয়া নামক পেশী সংকোচনের ফলে চোখের পাতা কাঁপে। তাই এটি একধরনের চোখের অসুখ। চোখের পাতা কাঁপা – কুসংস্কার : চিকিৎসাবিজ্ঞানে যেহেতু বলা হয়েছে জ্বর সর্দি কাশির মতোই চোখের পাতা লাফানো একটা অসুখ।এছাড়া, ডাক্তাররা বলছেন বিভিন্ন কারণে চোখের পাতা কাঁপে। সেহেতু, ডানচোখের পাতা কাঁপলে ভালো কিছু খবর আসছে এবং বাম চোখের নিচের পাতা কাঁপলে খারাপ কিছুর আশঙ্কা- একেবারেই যুক্তিহীন বলা যায়। চোখের পাতা কাঁপে কেন : বিশেষজ্ঞদের মতে যে সব কারনে চোখের পাতা কাঁপে তা উল্লেখিত হল : ১. আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু মানসিক চাপ থাকে। বিভিন্ন মানসিক চাপের প্রতিক্রিয়া স্বরূপ চোখের পাতা কাঁপে। ২. ঠিক মতো ঘুম না হলে শরীরে ক্লান্তি আসে। তাই চোখের পাতা কাঁপতে পারে। ৩. যাদের কোনো দৃষ্টিগত সমস্যা বা চোখের চশমা আছে। তাদের চশমার পাওয়ার চেঞ্জ হলে চোখের পাতা কাঁপতে থাকে। ৪. দীর্ঘক্ষণ টিভি , সারাদিন মোবাইল, কম্পিউটার স্ক্রিনে চোখ আটকে থাকায় চোখের উপর প্রেসার পড়ে ফলে চোখের পাতা কাঁপতে থাকে। ৫. চকোলেট, চা এবং অতিরিক্ত মাত্রায় কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় ব্যবহারে চোখের পাতা কাঁপে। ৬. ভিটামিনের অভাবে প্রধানত: ম্যাগনেশিয়ামের অভাবে চোখের পাতা কাঁপে। ৭. চোখে এলার্জি থাকলে অনেকেরই এলার্জির কারণে চোখ চুলকায়। তখন হাত দিয়ে চোখ ঘষলেচোখ থেকে জলের সাথে হিস্টামিন বার হয় যার জন্য চোখের পাতা কাঁপতে শুরু করে। ৮. নিয়মিত কোনো ওষুধ খাওয়া বা বয়স বাড়ার সাথে সাথে এবং কনট্যাক্ট লেন্স ব্যবহারে ড্রাই আইজ জাতীয় সমস্যা দিলেও চোখের পাতা কাঁপে। চোখের পাতা কাঁপা সমাধান ও চিকিৎসকদের পরামর্শ : সারাদিনে ১-২ বার চোখের পাতা কাঁপলে ভয়ের কিছু নেই। আমাদের একটু সচেতনতা চোখের পাতা কাঁপা কমাতে পারে। যেমন – ঘুমের পরিমাণ ঠিক রাখতে হবে। অ্যালকোহল ত্যাগ করতে হবে।মানসিক চাপ কমাতে নিয়মিত যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন।হাইরেজিউলেটেড কম্পিউটার বা অত্যাধুনিক স্মার্টফোনের তীব্র আলোর রশ্মি থেকে চোখকে সরিয়ে রাখুন।পাওয়ার চেঞ্জ হলে চশমা পাল্টানভিটামিন জাতীয় খাবার ও জল বেশীপরিমাণে খাওয়া শুরু করুন। আরও পড়ুন – হাতের রেখা দেখে ভাগ্য বিচার | নিজের ভাগ্য নিজে জানুন চোখের পাতা সারাদিনে ১-২ বার কাঁপতে পারে তা নিয়ে ভয়ের কিছু নেই। যদি চোখের পাতা অনেকবার কাঁপতে থাকে বা ঘন ঘন কাঁপতে থাকে। উপরোক্ত উপায়গুলি মেনে চলার পর ও কমছে না তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নিন। সর্বোপরি, চিকিৎসকের পরামর্শে – বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়?অশুভ বা খারাপ এবং ডান চোখের পাতা কাঁপলে শুভ কিছু – এ ভ্রান্ত ধারণায় না থেকে নিজেরা কুসংস্কার মুক্ত হতে পারি। Share on Facebook Share Share on TwitterTweet Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share