Go Back
রসগোল্লা বানানোর রেসিপি

রসগোল্লা বানানোর রেসিপি | রসগোল্লা বানানোর পদ্ধতি

admin
রসগোল্লা বানানোর রেসিপি! ছানা তৈরি করে, ছানাকে ভালোভাবে মসৃণ ভাবে মেখে মাঝারি আকৃতির বল বানিয়ে চিনির শিরায় ডুবিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন, হাতে তৈরি স্পঞ্জের রসগোল্লা।
5 from 1 vote
Prep Time 1 hour 10 minutes
Cook Time 35 minutes
Total Time 1 hour 45 minutes
Course Dessert
Cuisine Indian
Servings 10 প্লেট
Calories 0.106 kcal

Equipment

  • কড়াই
  • থালা
  • কাঠের পাটাতন
  • সসপেন
  • হাতা

Ingredients
  

  • লিটার ক্রিমযুক্ত দুধ
  • টি পাতিলেবু
  • কাপ ময়দা
  • চামচ গুড়ো চিনি
  • কাপ চিনি
  • কাপ জল
  • টি এলাচ

Instructions
 

ছানা তৈরি করতে

  • একটি পাত্র নিয়ে তার মধ্যে ক্রিমযুক্ত দুধ নিন
  • তার মধ্যে ২ চামচ পাতিলেবুর রস ঢালুন
  • ছানা কেটে গেলে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিন
  • ৪০ মিনিট ধরে ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখুন
  • একটি কাঠের পাটাতনে ছানা, ৩ চামচ ময়দা, গুড়ো চিনি নিয়ে মসৃণভাবে মেখে নিন
  • হাতে নিয়ে গোল গোল করে বল তৈরি করে নিন

শিরা তৈরির পদ্ধতি

  • পাত্রে ৩ কাপ চিনি নিন
  • ৮ কাপ জল নিন
  • চিনি ও জল একসাথে ফুটিয়ে শিরা তৈরি করুন
  • এলাচ ত্থেতো করে শিরার মধ্যে দিন

রসগোল্লা তৈরির শেষ ধাপ

  • শিরা হয়ে গেলে তার ঘনত্ব দেখে নিন
  • তৈরি করা বল গুলো শিরার মধ্যে ঢালুন
  • ঢালার পর আর নাড়াবেন না
  • এইভাবে ১৫ মিনিট ফুটতে দিন নিভু আঁচে
  • গ্যাস অফ করে ১০ মিনিট রেখে দিন
  • ৩ -৪ ঘণ্টা রেখে পরিবেশন করুন।

Video

Notes

মাথায় রাখবেন যদি জল বেশী শুষে যায় তাহলে আলদা করে জল দিতে পারেন।
Keyword রসগোল্লা বানানোর পদ্ধতি, রসগোল্লা বানানোর রেসিপি, রসগোল্লা রেসিপি