Go Back
Print
Recipe Image
Equipment
Notes
Smaller
Normal
Larger
রসগোল্লা বানানোর রেসিপি | রসগোল্লা বানানোর পদ্ধতি
admin
রসগোল্লা বানানোর রেসিপি! ছানা তৈরি করে, ছানাকে ভালোভাবে মসৃণ ভাবে মেখে মাঝারি আকৃতির বল বানিয়ে চিনির শিরায় ডুবিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন, হাতে তৈরি স্পঞ্জের রসগোল্লা।
5
from 1 vote
Print Recipe
Pin Recipe
Prep Time
1
hour
hr
10
minutes
mins
Cook Time
35
minutes
mins
Total Time
1
hour
hr
45
minutes
mins
Course
Dessert
Cuisine
Indian
Servings
10
প্লেট
Calories
0.106
kcal
Equipment
কড়াই
থালা
কাঠের পাটাতন
সসপেন
হাতা
Ingredients
৩
লিটার
ক্রিমযুক্ত দুধ
১
টি
পাতিলেবু
১
কাপ
ময়দা
৩
চামচ
গুড়ো চিনি
৩
কাপ
চিনি
৮
কাপ
জল
২
টি
এলাচ
Instructions
ছানা তৈরি করতে
একটি পাত্র নিয়ে তার মধ্যে ক্রিমযুক্ত দুধ নিন
তার মধ্যে ২ চামচ পাতিলেবুর রস ঢালুন
ছানা কেটে গেলে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিন
৪০ মিনিট ধরে ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখুন
একটি কাঠের পাটাতনে ছানা, ৩ চামচ ময়দা, গুড়ো চিনি নিয়ে মসৃণভাবে মেখে নিন
হাতে নিয়ে গোল গোল করে বল তৈরি করে নিন
শিরা তৈরির পদ্ধতি
পাত্রে ৩ কাপ চিনি নিন
৮ কাপ জল নিন
চিনি ও জল একসাথে ফুটিয়ে শিরা তৈরি করুন
এলাচ ত্থেতো করে শিরার মধ্যে দিন
রসগোল্লা তৈরির শেষ ধাপ
শিরা হয়ে গেলে তার ঘনত্ব দেখে নিন
তৈরি করা বল গুলো শিরার মধ্যে ঢালুন
ঢালার পর আর নাড়াবেন না
এইভাবে ১৫ মিনিট ফুটতে দিন নিভু আঁচে
গ্যাস অফ করে ১০ মিনিট রেখে দিন
৩ -৪ ঘণ্টা রেখে পরিবেশন করুন।
Video
Notes
মাথায় রাখবেন যদি জল বেশী শুষে যায় তাহলে আলদা করে জল দিতে পারেন।
Keyword
রসগোল্লা বানানোর পদ্ধতি, রসগোল্লা বানানোর রেসিপি, রসগোল্লা রেসিপি