বিনোদন

ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার সঠিক পদ্ধতি

আজকাল হামেশায় দেখা যায় একজনের ফেসবুকের ফটো আর একজন নিয়ে ফেক প্রোফাইল বানিয়ে শেয়ার করতে। যার ফলে বিশেষ করে মেয়েদের জন্য ফেসবুকে স্বাধীন ভাবে ফটো ও স্ট্যাটাস দেওয়া কিছুটা অসুরক্ষিত হয়ে গেছে। আর সেই জন্যই ফেসবুক নিয়ে এসেছে নতুন ফিচার ফেসবুক প্রোফাইল লক!

কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে ফেসবুকের প্রোফাইল লক করবো? চিন্তার কোনো কারণ নেই, এই পোস্টে আমরা জেনে নেবো:

  • ফেসবুক প্রোফাইল লকের সুবিধা
  • কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবো
  • কিভাবে ফেসবুক প্রোফাইল আনলক করবো

চলুন দেরি না করে সম্পূর্ণ বিষয়টি দেখে নেওয়া যাক।

ফেসবুক প্রোফাইল লকের সুবিধা:

প্রোফাইল লক করলে আপনার প্রোফাইলের শুধুমাত্র কিছুটা অংশ পাবলিক থাকবে, মানে সবাই দেখতে পারবে। প্রোফাইলের বেশিরভাগ অংশটাই অনলি ফ্রেন্ডস হয়ে যাবে, মানে শুধুমাত্র আপনার ফেসবুকের বন্ধুরাই আপনার সম্পূর্ণ প্রোফাইল দেখতে পারবে। যার ফলে আপনার ফেসবুক প্রোফাইলের তথ্য সুরক্ষিত থাকবে।

প্রোফাইল লক করলে কি হবে চলুন বিশদে জেনে নেওয়া যাক:

  • শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা আপনার টাইমলাইনের ফটো ও পোস্ট দেখতে পারবে।
  • শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা আপনার প্রোফাইল পিকচার ফুল সাইজে দেখতে পারবে।
  • আপনি যদি আগে কোনো কিছু পাবলিকে শেয়ার করে থাকেন, প্রোফাইল লক করলে সেটা অনলি ফ্রেন্ডস হয়ে যাবে।
  • আপনার অ্যাবাউট ও ইনফো এর শুধুমাত্র কিছুটা অংশ পাবলিক থাকবে।
  • শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা আপনার স্টোরি দেখতে পারবে।
  • টাইমলাইন রিভিউ ও ট্যাগ রিভিউ অন হয়ে যাবে।
  • আপনি নতুন কিছু শেয়ার করলে সেটা শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে।

তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রোফাইল লক করার কত সুবিধা। এবং এটি আপনার প্রোফাইলের তথ্য কে অনেক সুরক্ষিত রাখবে।

কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবো:

উপরে আমরা দেখলাম ফেসবুক প্রোফাইল লক করার সুবিধা। আর আশা করি এর সুবিধা দেখে আপনাদের সবার মধ্যেই এটা করার আগ্রহ বা ইচ্ছা জন্মেছে। কিন্তু এটা করবেন কিভাবে? চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক প্রোফাইল লক করার পদ্ধতি।

প্রথমে ফেসবুকে অ্যাপটি ওপেন করুন।

তারপর আপনার প্রোফাইল টি ওপেন করুন।

আপনার প্রোফাইলে আপনার নামের নীচের মোর বাটনে ট্যাপ করুন।

লক প্রোফাইল বাটনে ট্যাপ করুন।

এবং সবশেষে লক ইওর প্রোফাইলে ট্যাপ করুন।

বিশেষ দ্রষ্টব্য: প্রোফাইল লক ফিচার বা অপশনটি শুধুমাত্র ফেসবুক ফর অ্যানড্রয়েড, ফেসবুক লাইট ফর অ্যানড্রয়েড এবং ফেসবুকের মোবাইল সাইটে(m.facebook.com) পাওয়া যায়।

কিভাবে ফেসবুক প্রোফাইল আনলক করবো:

উপরে আমরা জানলাম ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি। কিন্তু যদি কোনো কারণে ফেসবুক প্রোফাইল পুনরায় আনলক করতে চাই তাহলে কিভাবে করবো?
চলুন দেখে নেওয়া যাক ফেসবুক প্রোফাইল আনলক করার পদ্ধতি।

প্রথমে ফেসবুকে অ্যাপটি ওপেন করুন।

তারপর আপনার প্রোফাইল টি ওপেন করুন।

আপনার প্রোফাইলে আপনার নামের নীচের মোর বাটনে ট্যাপ করুন।

আনলক প্রোফাইল বাটনে ট্যাপ করুন।

সি মোর অপশনস্ বাটনে ট্যাপ করুন।

আনলক ইওর প্রোফাইল বাটনে ট্যাপ করুন।

এবং সবশেষে পুনরায় আনলক ইওর প্রোফাইল বাটনে ট্যাপ করুন।

আরও পড়ুন – ফেসবুক: সম্পূর্ণ গাইড এবং টিপস ও ট্রিক্স

তো বন্ধুরা আপনারা জানলেন ফেসবুক প্রোফাইল লক ও আনলক করার সহজ পদ্ধতি। সবাই নিজেদের প্রোফাইলে এটা ট্রাই করে দেখুন আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পোস্ট টি বন্ধুদের সাথে শেয়ার করুন ও তাদের প্রোফাইল সুরক্ষিত করতে সাহায্য করুন।

admin

Recent Posts

শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা, মেসেজ, স্ট্যাটাস, ছবি

সকালবেলা আমরা যে উদ্দমের সাথে দিন শুরু করি যে এনার্জি লেভেলের সঙ্গে আমরা সারাদিন আমাদের…

3 years ago

স্বপ্নের ব্যাখ্যা: স্বপ্নে কি দেখলে কি হয়?

স্বপ্ন যা আমাদের বাঁচাতে অনুপ্রাণিত করে, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য লড়াই করতে থাকি…

3 years ago

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছবি

সকালের ক্লান্ত আভায় ভেসে রাতের অন্ধকারে শান্তি খুঁজে পাই। সূর্যের আলোয় আলোকিত হয়ে চাঁদ মামার…

3 years ago

১৫+ বাছাই করা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

আমরা সকলেই স্মার্ট যুগে নানান গণমাধ্যমের মধ্য দিয়ে গুড মর্নিং বা সুপ্রভাত বা শুভ সকাল…

3 years ago

বিশ্বের সেরা উক্তি: ২৫+ বিশ্বের বিখ্যাত উক্তির সম্ভার

আমাদের জীবনে চলার পথে নানা বিষয় আমাদের সম্মুখে উপস্থিত হয় ভালো মন্দ মিশিয়ে। মানুষের ব্রম্ভাস্থ…

3 years ago

বিবাহ বার্ষিকী শুভেচ্ছা: Marriage Anniversary Wishes in Bengali

বিবাহ খুব পবিত্র শব্দ যা শত যুগ ধরে দুটি মানুষের সারাজীবনের বন্ধন হিসেবে স্থগিত করা…

4 years ago