বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়? চোখের পাতা কাঁপা নিয়ে আমাদের মনে কিছু চিরাচলিত ভাবনা কাজ করে। আমাদের ঠাকুমা-দিদা, কাকিমা-পিসিমা সবারই মুখ দিয়ে ছোট্ট থেকে শুনে এসেছি চোখের পাতা কাঁপার শুভ বা আশঙ্কার কথা। ঠাকুমা বলতেন ডানচোখের পাতা কাঁপলে ভালো কিছু এবং বাম চোখের নিচের পাতা কাঁপলে খারাপ কিছুর আশঙ্কা।
চোখের পাতা কাঁপা নিয়ে যে চিন্তা ভাবনা চলে আসছে তা কি সত্যিই যথাযথ, না কি কুসংস্কার?
বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়? সত্যিই কি খারাপ কিছুর আশঙ্কা রয়েছে। এসব প্রশ্ন আজকের ইন্টারনেট যুগে দাঁড়িয়ে ও মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছে ।
বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয় বা ডানচোখের পাতা কাঁপলে কি হয়?। আসলে চোখের পাতা কাঁপে কেন? এর কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে?। এসব জটিলতার জ্বাল ভাঙতে আজকের আলোচনা। আলোচনায় আমরা দেখে নেবো :
ডাক্তারি ভাষায়, মায়োকিমিয়া নামক পেশী সংকোচনের ফলে চোখের পাতা কাঁপে। তাই এটি একধরনের চোখের অসুখ।
চিকিৎসাবিজ্ঞানে যেহেতু বলা হয়েছে জ্বর সর্দি কাশির মতোই চোখের পাতা লাফানো একটা অসুখ।
এছাড়া, ডাক্তাররা বলছেন বিভিন্ন কারণে চোখের পাতা কাঁপে। সেহেতু, ডানচোখের পাতা কাঁপলে ভালো কিছু খবর আসছে এবং বাম চোখের নিচের পাতা কাঁপলে খারাপ কিছুর আশঙ্কা- একেবারেই যুক্তিহীন বলা যায়।
বিশেষজ্ঞদের মতে যে সব কারনে চোখের পাতা কাঁপে তা উল্লেখিত হল :
১. আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু মানসিক চাপ থাকে। বিভিন্ন মানসিক চাপের প্রতিক্রিয়া স্বরূপ চোখের পাতা কাঁপে।
২. ঠিক মতো ঘুম না হলে শরীরে ক্লান্তি আসে। তাই চোখের পাতা কাঁপতে পারে।
৩. যাদের কোনো দৃষ্টিগত সমস্যা বা চোখের চশমা আছে। তাদের চশমার পাওয়ার চেঞ্জ হলে চোখের পাতা কাঁপতে থাকে।
৪. দীর্ঘক্ষণ টিভি , সারাদিন মোবাইল, কম্পিউটার স্ক্রিনে চোখ আটকে থাকায় চোখের উপর প্রেসার পড়ে ফলে চোখের পাতা কাঁপতে থাকে।
৫. চকোলেট, চা এবং অতিরিক্ত মাত্রায় কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় ব্যবহারে চোখের পাতা কাঁপে।
৬. ভিটামিনের অভাবে প্রধানত: ম্যাগনেশিয়ামের অভাবে চোখের পাতা কাঁপে।
৭. চোখে এলার্জি থাকলে অনেকেরই এলার্জির কারণে চোখ চুলকায়। তখন হাত দিয়ে চোখ ঘষলে
চোখ থেকে জলের সাথে হিস্টামিন বার হয় যার জন্য চোখের পাতা কাঁপতে শুরু করে।
৮. নিয়মিত কোনো ওষুধ খাওয়া বা বয়স বাড়ার সাথে সাথে এবং কনট্যাক্ট লেন্স ব্যবহারে ড্রাই আইজ জাতীয় সমস্যা দিলেও চোখের পাতা কাঁপে।
সারাদিনে ১-২ বার চোখের পাতা কাঁপলে ভয়ের কিছু নেই। আমাদের একটু সচেতনতা চোখের পাতা কাঁপা কমাতে পারে। যেমন –
আরও পড়ুন – হাতের রেখা দেখে ভাগ্য বিচার | নিজের ভাগ্য নিজে জানুন
চোখের পাতা সারাদিনে ১-২ বার কাঁপতে পারে তা নিয়ে ভয়ের কিছু নেই। যদি চোখের পাতা অনেকবার কাঁপতে থাকে বা ঘন ঘন কাঁপতে থাকে। উপরোক্ত উপায়গুলি মেনে চলার পর ও কমছে না তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
সর্বোপরি, চিকিৎসকের পরামর্শে – বাম চোখের নিচের পাতা কাঁপলে কি হয়?
অশুভ বা খারাপ এবং ডান চোখের পাতা কাঁপলে শুভ কিছু – এ ভ্রান্ত ধারণায় না থেকে নিজেরা কুসংস্কার মুক্ত হতে পারি।
সকালবেলা আমরা যে উদ্দমের সাথে দিন শুরু করি যে এনার্জি লেভেলের সঙ্গে আমরা সারাদিন আমাদের…
স্বপ্ন যা আমাদের বাঁচাতে অনুপ্রাণিত করে, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য লড়াই করতে থাকি…
সকালের ক্লান্ত আভায় ভেসে রাতের অন্ধকারে শান্তি খুঁজে পাই। সূর্যের আলোয় আলোকিত হয়ে চাঁদ মামার…
আমরা সকলেই স্মার্ট যুগে নানান গণমাধ্যমের মধ্য দিয়ে গুড মর্নিং বা সুপ্রভাত বা শুভ সকাল…
আমাদের জীবনে চলার পথে নানা বিষয় আমাদের সম্মুখে উপস্থিত হয় ভালো মন্দ মিশিয়ে। মানুষের ব্রম্ভাস্থ…
বিবাহ খুব পবিত্র শব্দ যা শত যুগ ধরে দুটি মানুষের সারাজীবনের বন্ধন হিসেবে স্থগিত করা…