Go Back

চিকেন মোমো রেসিপি

admin
মন্ড মেখে, সূপ তৈরি করে, চাটনি তৈরী করে তার পর মোমো তৈরি করে পরিবেশন করুন গরম গরম।
5 from 1 vote
Prep Time 2 hours
Cook Time 30 minutes
Total Time 2 hours 30 minutes
Course Snack
Cuisine Nepali
Servings 2 Plate
Calories 0.39 kcal

Equipment

  • কড়াই
  • থালা
  • মিক্সী
  • বাটি
  • চামচ

Ingredients
  

  • ১০০ গ্রাম ময়দা
  • ১৫০ গ্রাম চিকেন
  • ৫০ গ্রাম সানফ্লাওয়ার ওয়েল
  • টি মিডিয়াম সাইজ পিয়াজ
  • টি শুকনো লঙ্কা
  • টি মিডিয়াম সাইজ টমেটো
  • ৪-৫ টি রসুনের কোয়া
  • টি-স্পুন ভিনিগার
  • টি-স্পুন সোয়াসস্
  • ১-২ টি-স্পুন লাল লঙ্কা গুড়ো
  • টি-স্পুন টমেটো সস্
  • আটিঁ স্প্রিং ওনিওন
  • টি-স্পুন কর্নফ্লাওয়ার
  • টি-স্পুন গোলমরিচ গুড়ো
  • নুন (স্বাদ মতো)
  • চিনি (স্বাদ মতো)
  • জল

Instructions
 

মন্ড তৈরির পদ্ধতি:-

  • প্রথমে পাত্রে ময়দা নিয়ে মাখতে হবে।
  • মাখা শেষ হলে হালকা হাতে দোলতে হবে।
  • তারপর ছোট লেচি কেটে পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে।

পুর প্রস্তুতির পদ্ধতি:-

  • পিয়াঁজ আর রসুন ছোট ছোট করে কেটে নিতে হবে।
  • কড়াইতে তেল দিয়ে চিকেন, পির্য়াঁজ, রসুনের কুচি দিয়ে নাড়তে হবে।
  • সয়াসস ও নুন, গোলমরিচের গুড়ো ও স্প্রিং ওনিওন ছড়িয়ে নামিয়ে ফেলুন।

চাটনি প্রস্তুতির পদ্ধতি:-

  • টমেটো, শুকনো লঙ্কা, রসুন কোয়া সেদ্ধ করে পেষ্ট হবে।
  • কড়াই অল্প পিয়াঁজ কুচি দিয়ে ওই পেষ্টটি দিয়ে ভিনিগার, সোয়াসস, টমেটো সস, নুন ও চিনি নামিয়ে নিতে হবে।

সুপ প্রস্তুতির পদ্ধতি:-

  • একটি পাত্রে জল, চিকেনের টুকরো গুলি দিয়ে ফুটতে দিতে হবে।
  • তাতে নুন, গোলমরিচের গুড়ো, স্প্রিং ওনিওন দিয়ে ফুটতে দিতে হবে।
  • কর্নফ্লাওয়ার জল দিয়ে নামিয়ে নিলেই তৈরি সূপ।

মোমো প্রস্তুতির পদ্ধতি:-

  • ছোট লেচি গুলো বেলে পুর ভরে নিতে হবে।
  • মোমো স্ট্যান্ডে নীচে স্ট্যান্ডে জল দিয়ে তা ফুটতে দিতে হবে।
  • তার ওপর মোমো স্ট্যান্ডেটি বসিয়ে দিতে হবে।
  • ১৫-২০ মিনিট পর নামিয়ে নিতে হবে।

Video

Notes

কেউ ইচ্ছা করলে অরেগানো পুরটিতে ব্যবহার করতে পারেন।
অবশ্যই জানান কেমন হয়েছে এই রেসিপিটি। আপনাদের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে কিন্তু শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ।
Keyword চিকেন মোমো বানানোর রেসিপি, চিকেন মোমো রেসিপি, মোমো রেসিপি