মন শব্দটা ক্ষুদ্র হলেও এর বিস্তার বহু দূর। আমরা এর ঠিকানা করতে পারি না। আমাদের ক্ষুদ্র জীবনে এই মনের কারনেই আমরা বহু মানুষের সঙ্গে যেমন সম্পর্কযুক্ত হয়ে থাকি তেমন এই মনের কারণেই সম্পর্ক চ্যুতও হয়ে থাকি। মন চঞ্চল। ঠিক যেন, শরতের আকাশ এই রোদ তো এই বৃষ্টি। মন ভালো থাকলে যেমন সব স্বাভাবিক থাকে, সব ভালো থাকে তেমনই মন খারাপ থাকলে জীবন হয়ে ওঠে অসহ্য, ঘটে যেতে পারে মারাত্মক দূর্ঘটনাও। কিন্ত তা আমরা প্রথমে গুরুত্ব দিয় না পরে বড়ো দূর্ঘটনা থেকে আমাদের আপসোস করা ছাড়া আর উপায় থাকে না। তাই, প্রিয় জনের মন খারাপ হলে খেয়াল রাখুন, হালকা ভাবে নেবেন না কখনোই। জেনেনিন প্রিয়জনের মন ভালো করার উপায়!
যদি হঠাৎ করে দেখেন যে আপনার প্রিয়জনের মন খারাপ তাহলে সত্যি করে বলুন তো আপনার মন খারাপ করে না? তখন আপনি চান না আপনার প্রিয় জনের মন ভালো করতে?
আচ্ছা, আজ তবে জেনে নেওয়া যাক প্রিয়জনের বা অন্যের মন ভালো করার উপায়।
প্রিয়জনের মন ভালো করার উপায় এর মধ্যে সবচেয়ে ভাল উপায় হল খোলা-খুলি কথা বলা। খোলা খুলি কথা বললে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়।যে মুহুর্তে দেখবেন আপনার প্রিয় জনের মন ভালো নেই কথা বলার চেষ্টা করুন, মন খারাপের কারণে জেনে যদি পারেন তো সমাধানে চেষ্টা করুন। মনের জোর প্রেরণ করুন। পজিটিভ থট্ ও মেন্টালি সার্পোট তথা আপনি যে সবসময় তাঁর পাশেই আছেন এটির আশ্বাস দিন। সবচেয়ে বড় কথা হাসানোর চেষ্টা করুন। কেননা হাসির থেকে মন ভালো করার বড় ওষুধ আর কিন্তু কিছু নেই।
আপনি যদি রান্না করতে পারেন তাহলে প্রিয়জনের মন ভালো করার উপায়ের মোক্ষম অস্ত্র আপনার হাতে। আগেকার দিনে বলা হত পেটের মধ্যে রয়েছে মন ভালো করে দেওয়ার উপায়। অর্থাৎ পেট খুশি তো মন খুশি। ভালো ভালো রান্না করে প্রেমিক বা প্রেমিকা কে সারপ্রাইজ দিন । দেখবেন এতেই প্রেমিক বা প্রেমিকার মন এক নিমেষে ভালো হয়ে উঠবে।
যদি দেখেন আপনার প্রিয়জন মন খারাপ করে আছে অথবা কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে কোন মতেই স্বাভাবিক হতে পারছে না। এটা দেখে আপনার ও খারাপ লাগছে।আপনি তখন একটা কাজ করতে পারেন , আপনার প্রিয়জন কে জড়িয়ে ধরুন অর্থাৎ হাগ করুন। এটি মনের বিষন্নতা তারাতে ও একে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে সহায়তা করে। পাশ্চাত্যের দেশগুলোতে দেখবেন একে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে হাগ করে থাকে।
প্রিয়জনের মন ভালো করার উপায় এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল এক সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা এক সঙ্গে সময় কাটান। বাইরের খোলা মেলা জগৎ ও সবুজ পরিবেশ মন ভালো করে তুলতে সহায়তা করবে।প্রেমিক অথবা প্রেমিকার মন ভালো করার উপায় হিসেবে লং ড্রাইভ এ যেতে পারেন।কোন সারপ্রাইজ গিফট দিতে পারেন যা মন ভালো করতে সহায়তা করবে।
প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলুনতো? প্রেমিক বা প্রেমিকার মন ভালো করার উপায় হিসেবে এটিকেই আপন করুন। দেখবেন এটিই হয়ে উঠবে মন ভালো করার মোক্ষম অস্ত্র।
এছাড়াও প্রিয়জনের মন ভালো করার উপায় হিসেবে বেছে নিতে পারেন হাসিকে। মজাদার জোকস্ বলে প্রিয়জন কে হাসিয়ে দিন দেখবেন তুরিতে মন খারাপের মেঘ সরে গেছে।
আরও পড়ুন – ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার উপায়
পরিশেষে বলি মন খুবই সংবেদনশীল। তাই প্রিয় জনের মনের খবর রাখুন। আবারও বলছি, দীর্ঘ দিনের মন খারাপ থেকে কিন্তু ঘটে যেতে পারে সাংঘাতিক ঘটনা। তাই প্রিয় জনের শরীরের পাশাপাশি মনের ও খেলায় রাখুন। সমস্যা যদি গভীর থেকে গভীরতর হয়ে ওঠে তাহলে ভালো মনোরোগ বিশারদের কাছে নিয়ে যান।
আশা করি আমাদের প্রচেষ্টায় আপনাদের উপকার সাধন হবে। আমাদের জানান কেমন লাগল এই আলোচনা। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।
সকালবেলা আমরা যে উদ্দমের সাথে দিন শুরু করি যে এনার্জি লেভেলের সঙ্গে আমরা সারাদিন আমাদের…
স্বপ্ন যা আমাদের বাঁচাতে অনুপ্রাণিত করে, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য লড়াই করতে থাকি…
সকালের ক্লান্ত আভায় ভেসে রাতের অন্ধকারে শান্তি খুঁজে পাই। সূর্যের আলোয় আলোকিত হয়ে চাঁদ মামার…
আমরা সকলেই স্মার্ট যুগে নানান গণমাধ্যমের মধ্য দিয়ে গুড মর্নিং বা সুপ্রভাত বা শুভ সকাল…
আমাদের জীবনে চলার পথে নানা বিষয় আমাদের সম্মুখে উপস্থিত হয় ভালো মন্দ মিশিয়ে। মানুষের ব্রম্ভাস্থ…
বিবাহ খুব পবিত্র শব্দ যা শত যুগ ধরে দুটি মানুষের সারাজীবনের বন্ধন হিসেবে স্থগিত করা…