শুভ মহালয়া! আপনিও কি মহালয়ার শুভেচ্ছা বার্তা বা ‘Mahalaya Wishes’ খুঁজছেন সকাল থেকে? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা আপনার জন্য বেশ কিছু Mahalaya Wishes in Bengali এবং Mohalaya Wishes in English এখানে এনে রেখেছি।
তার আগে আসুন আমরা জেনে নিই, মহালয়া কী?
মহালয়ার ভোর শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ এবং মহিষাসুরমর্দ্দিনী দিয়ে। ১৯৩১ খ্রিস্টাব্দ থেকে আজও বাঙালির মহালয়া শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ দিয়ে। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব— দুর্গাপুজো শুরু। তবে এই দিনটি আরও একটি কারণে বিশিষ্ট। মহালয়ার পূণ্যলগ্নে আমরা আমাদের পূর্বসূরিকে শ্রদ্ধা জানাই তর্পণের মাধ্যমে।
কিন্তু কে এই তর্পণ প্রথা চালু করল? মহালয়ার ইতিহাস কী? এই বিষয়ে এক প্রখ্যাত মতামত আমরা ‘রামায়ণ’-এ পাই। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন। শাস্ত্রমতে দেবীর আরাধনা হত বসন্তকালে। শ্রীরামচন্দ্র অকালে অর্থাৎ অসময়ে দেবীর বোধন করেছিলেন বলেই এই পুজোকে ‘অকালবোধন’ বলে। সনাতন ধর্মে যে কোনও শুভ কাজ করার পূর্বে পূর্বপ্রজন্মের উদ্দেশ্যে অঞ্জলি দেওয়ার রীতি ছিল। এই পুজো যেহেতু শ্রীরাম লঙ্কা জয়ের আগে করেছিলেন, তাই তিনি তর্পণ করেছিলেন এবং সেই থেকে মহালয়ার ভোরে পূর্বসূরিদের শ্রদ্ধা জানিয়ে তর্পণ করার রীতি আবহমান কাল ধরে চলে আসছে।
মহালয়ার এই শুভক্ষণে আপনি আপনার কাছের মানুষের জন্য শুভেচ্ছাবার্তা খুঁজছেন নিশ্চয়ই, কিছু মহালয়ার শুভেচ্ছা বার্তা বা Mahalaya Wishes in Bengali নিচে উল্লিখিত রইল আপনার জন্য। চিন্তার কোনো কারণ নেই যদি আপনি অবাঙালি হন, তার জন্য আমরা বাংলা মহালয়ার শুভেচ্ছা বার্তা ইংলিশ হরফে লিখে দিয়েছি। এছাড়াও কিছু দুর্দান্ত Mahalaya Wishes in English ও রয়েছে আমাদের ভান্ডারে।
১) আজ মহালয়া। মাতৃপক্ষ শুরুর সাথে সাথেই আজ দেবী দুর্গার আগমনি শুরু হল। আসুন, দেবী দুর্গার আহ্বানের জন্য আমরা সকলে প্রস্তুত হই।
Aj mahalya. Matripokhho shurur sathe sathei aj debi Durgar agomoni shuru holo. Ashun, debi Durgar ahobaner jonyo amra shokole prostut hoi.
২) “আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোকমঞ্জীর…” আজ মহালয়ার শুভক্ষণে তোমার এবং তোমার পরিবারের শুভ কামনা করছি।
“Ashwiner sharodo prate beje utheche alokmonjorir…” aj mahalayar shubho khone tomar ebong tomar poribarer shubho kamona korchi.
৩) মা দুর্গা বাপের বাড়ি আসছেন। প্রার্থনা করি, মা যেন তোমার মঙ্গল করেন।
Ma durga baper bari aschen. Prarthona kori MAA jeno tomar mongol koren.
৪) “আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান।” আজ মহালয়ার পূণ্যলগ্নে আসুন আমরা সবাই মা দুর্গাকে আহ্বান জানাই।
“Aj baje mon majhe oi agomonir gan, jogoto jononi make kore ahoban.” Aj mahalayar punyo logne ashun amra sobai ma durgake ahoban janai.
৫) পিতৃপক্ষ শেষে আজ মাতৃপক্ষের শুরু। মা দুর্গা যেন তোমায় সমস্ত বিপদ থেকে দূরে রাখেন।
Pitripakshya shesh hoye aj matripakshyar shuru. Ma durga jeno tomay shomosto bipod theke dure rakhen.
৬) আজ মহালয়া। আসন্ন দুর্গোৎসবে যেভাবে গোটা শহর সেজে ওঠে, তোমার জীবনের প্রতিটা দিন ঠিক সেভাবেই সেজে উঠুক।
Aj mohaloya. Ashonno durgotshobe jei bhabe gota shohor sheje othe, tomar jiboner protita din thik sheibhabe sheje uthuk.
৭) মায়ের চক্ষুদান হয়ে গেছে। ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে। আকাশে তুলোর মত মেঘের আনাগোনা আর মাঠে রাশি রাশি কাশফুল। বাঙালির পুজো এসে গেছে। তোমাকে এবং তোমার পরিবারকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। পুজোর দিনগুলি তোমাদের খুব ভাল কাটুক।
Ma-er chokkhudan hoye geche. Dhaker badti shona jachhe. Akashe tulor moton megher anagona ar mathe rashi rashi kashful. Bangalir pujo ese geche. Tomake ebong tomar poribar ke janai mohaloyar antorik shubhechha . Pujor dingulo tomader khub bhalo katuk.
৮) প্রার্থনা করি মা দুর্গা যেন তোমায় সকল শুভশক্তির দ্বারা সুরক্ষিত রাখেন। আশা করি, তুমি যেন সকল শুভ কাজে জয়ী হও।
Prarthona kori, ma durga jeno tomay shokol shubho shoktir dwara surokkhito rakhen. Asha kori tumi jeno shokol shubho kaje joyee hou.
৯) অনেক খুশি, অনেক আলো
সবার পুজো কাটুক ভাল।Onek khushi, onek alo,
Shobar pujo katuk bhalo.
১০) শারদীয়া শুরু। নন্দীবাড়ির আটচালাতে কুমোর নিশ্চয়ই ঠাকুর গড়ছে। চণ্ডীতলায় নিশ্চয়ই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। পুজো এসে গেছে। তোমার পুজো যেন খুব ভাল কাটে। মা দুর্গা যেন তোমার সকল বিঘ্নকে বিনাশ করেন।
Sharodiya shuru. Nondi barir at chalate kumor nishchui Thakur gorchhe. Chondi tolay nishchui Dhaker aowaj shunte pachho. Pujo eshe geche. Tomar pujo jeno khub bhalo Kate. Ma durga jeno tomar shokol bighnoke binash koren.
Here we are sharing 10 Mahalaya wishes in English. You can share it with your friends and family.
আরও পড়ুন – Happy New Year Wishes in Bengali: ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা
মা দুর্গা সকল বিপদ বিনাশ করুক। মহালয়ার ভোর আলো করে মা আসছে আজ। তোমার, আমার সকল আত্মীয় পরিজনদের মঙ্গল কামনা করি। সবার পুজো ভালো কাটুক।
আশা করি Mahalaya wishes in Bengali এবং Mahalaya wishes in English আপনাদের ভালো লেগেছে। আপনার প্রিয়জনদের সাথে এবং বন্ধু-বান্ধবদের সাথে এই মহালয়ার শুভেচ্ছাবার্তা শেয়ার করে দিতে ভুলবেন না।
সকালবেলা আমরা যে উদ্দমের সাথে দিন শুরু করি যে এনার্জি লেভেলের সঙ্গে আমরা সারাদিন আমাদের…
স্বপ্ন যা আমাদের বাঁচাতে অনুপ্রাণিত করে, স্বপ্ন পূরণ এবং স্বপ্নের ব্যাখ্যার জন্য লড়াই করতে থাকি…
সকালের ক্লান্ত আভায় ভেসে রাতের অন্ধকারে শান্তি খুঁজে পাই। সূর্যের আলোয় আলোকিত হয়ে চাঁদ মামার…
আমরা সকলেই স্মার্ট যুগে নানান গণমাধ্যমের মধ্য দিয়ে গুড মর্নিং বা সুপ্রভাত বা শুভ সকাল…
আমাদের জীবনে চলার পথে নানা বিষয় আমাদের সম্মুখে উপস্থিত হয় ভালো মন্দ মিশিয়ে। মানুষের ব্রম্ভাস্থ…
বিবাহ খুব পবিত্র শব্দ যা শত যুগ ধরে দুটি মানুষের সারাজীবনের বন্ধন হিসেবে স্থগিত করা…